চিতা definitions

Bangla-Tangla Dictionary
চিতা – pyre
Samsad Bengali-English Dictionary
চিতা1 [ citā1 ] n a kind of herb (রাংচিতা, শ্বেতচিতা); musty spot on cloth caused by damp; mould, mildew; freckles, lentigo. চিতা পড়া v. to become mouldy. চিতা2 [ citā2 ] n the Indian leopard, the cheetah. চিতা3 [ citā3 ] n a funeral pyre. ~রোহণ n. act of mounting one's funeral pyre for the purpose of being burnt. চিতারোহণ করা v. to mount one's funeral pyre willingly for the purpose of being burnt; to die (cp. to lie in one's grave). ~ভস্ম n. the ashes of a funeral pile. রাবণের চিতা the funeral pyre of Ravana of the Ramayana, said to be burning for ever; (fig.) an everlasting grief or torment.
Samsad Bangla Abhidhan
চিতা1 [ citā1 ] বি. শবদাহের চুল্লি। [সং. √চি + ত + আ]। রাবণের-চিতা (প্রবাদ আছে যে রাবণের চিতা কখনো নেভে না) বি. (আল.) চিরস্থায়ী মর্মযন্ত্রণা। চিতা2 [ citā2 ] বি. 1 গুল্মবিশেষ (রাংচিতা, শ্বেতচিতা); 2 কাপড়ে যে তিলের মতো ছোট ছোট কালো দাগ পড়ে; 3 গাছে বা গাছের পাতায় শ্যাওলা বা ছাতাধরা দাগ; 4 মানুষের চামড়ায় মেচেতাজাতীয় দাগ (সারা গায়ে চিতা পড়েছে)। [সং. চিত্র]। চিতা3 [ citā3 ] বি. হলুদ রঙের উপর গোল গোল কালো ছাপ যুক্ত অত্যন্ত দ্রূতগামী বাঘবিশেষ, cheetah. [সং. চিত্রক]। চিতা4 [ citā4 ] ক্রি. চিত হওয়া বা করা (মাছটা চিতিয়ে রয়েছে) 2 ফোলানো (বুক চিতিয়ো না)। [চিৎ2 দ্র]। ~নো ক্রি. চিতা, চিত হওয়া বা করা (বুক চিতানো)।

Processing time: 0.42 s