চালের definitions

Bangla-Tangla Dictionary
genitive of চাল: চাল
1. uncooked rice
2. roof
Samsad Bengali-English Dictionary
genitive of চাল: চাল1 [ cāla1 ] n rice. see also চাউল । genitive of চাল: চাল2 [ cāla2 ] n a thatched roof or covering, a thatch (ঘরের চাল, নৌকার চাল); a circular canvas of mat containing paintings of heavenly scenes placed at the back of an idol (usu. চালচিত্র). ~কুমড়ো n. a kind of pumpkin the plant of which is allowed to creep up on a thatched roof. ~চুলা (coll.) ~চুলো n. (lit.) a thatched roof overhead and an oven to cook; (fig.) food and shelter. চাল কেটে ওঠানো v. to evict (one) from one's homestead. genitive of চাল: চাল3 [ cāla3 ] n mode of living, practice, style (বনেদি চাল); behaviour, manners (চালচলন, হালচাল); fashion (সেকেলে চাল); gait, movement (গদাইলশকরি চাল); a deceitful device or move, a trick (চাল ফসকানো); (in chess etc.) a move; affectation of superiority, airs (চাল মারা) চাল কমানো v. to forgo or cut down costly style of living. ~চলন n. bearing, demeanour; deportment. চাল চালা v. to play a trick (upon); to talk boastfully; (in chess) to make a move. চাল দেওয়া v. to give airs; to try to hood wink; (in chess) to make a move. চাল বদলানো v. to change one's style of living, to adopt a new style of living; to change a trick; (in chess) to change a move. ~বাজ a. one who is accustomed to giving airs; a braggart. ~বাজি n. the practice of giving airs; bragging. চাল বাড়ানো v. to go in for a better style of living incurring thereby more expenses. চাল মারা v. to give airs; to speak boastfully. genitive of চাল: মারা [ mārā ] v to kill; to strike, to hit (বল মারা); to beat, to flog; to drive in, to pierce (ছুরি মারা = to stab); to strike with (চাবুক মারা); to deal (ঘুসি মারা = to deal one a blow); to afflict or distress (কথায় মারা); to ruin (চুরিটায় আমাকে মেরেছে); to destroy, to exterminate, to eradicate (বিষ মারা); to dry or dehydrate (রস মারা); to implant, to drive in (পেরেক মারা); to affix (টিকিট মারা); to sew up (তালি মারা); to paste (লেবেল মারা); to close up, to fill up (ফাঁক মারা); to rob, to pick (পকেট মারা); to obtain by unfair means, to misappropriate, to defal cate (টাকা মারা); to win or earn esp. by a fluke (লটারি মারা); to deprive of (অন্ন মারা, রুজি মারা); to cause to lose (জাত মারা); (inf.) to eat or gobble (ভাত মারা); to shout (হাঁক মারা); to give out, to emit (জেল্লা মারা); to block, to obstruct (পথ মারা); to blunt, to dull (ধার মারা, কোণ মারা); to tuck (মালকোঁচা মারা); (inf.) to score (গোল মারা); to adopt, to have recourse to, to exhibit (চাল মারা). চাল মারা see চাল3 । মারা পড়া, মারা যাওয়া v. to be killed; to die; to be lost (বহু টাকা মারা গেছে) ।
Samsad Bangla Abhidhan
genitive of চাল: চাল1 [ cāla1 ] বি. ধানের খোসা ছাড়ালে যে খাদ্যশস্য পাওয়া যায়, তণ্ডুল। [চাউল দ্র]। আতপচাল, সিদ্ধচাল দ্র চাউল genitive of চাল: চাল2 [ cāla2 ] বি. 1 বাঁশ টিন খড় তৃণ ইত্যাদির তৈরি কাঁচা ঘরের আচ্ছাদন বা ছাদ (ঘরের চাল ফুটো হয়েছে); 2 প্রতিমার পিছনের গোল করে আঁকা চিত্র বা পট (চালচিত্র)। [সং. √চল্ + অ]। ~কুমড়ো বি. ছাঁচি কুমড়ো। ~চিত্র বি. প্রতিমার পিছনে স্থাপিত চিত্রিত গোলাকার পট। ~চুলা (কথ্য) ~চুলো বি. আশ্রয় ও অন্নসংস্থান-কুঁড়েঘরের চাল এবং রান্নার চুলো বা উনুন অর্থে (এমন চালচুলোহীন লোকের সঙ্গে মেয়ের বিয়ে দেবে?)। চাল কেটে উঠানো ক্রি. উদ্বাস্তু করা। চালের বাতা বাতা দ্র। genitive of চাল: চাল3 [ cāla3 ] বি. 1 জীবনযাত্রার ধরন (বনেদি চাল); 2 প্রথা, কর্মপ্রণালী, আচারব্যবহার (চালচলন); 3 ফন্দি, কৌশল (চাল ফসকানো, বুদ্ধির চাল); 4 গতিভঙ্গি (গদাইলশকরি চাল); 5 দাবা লুডো পাশা প্রভৃতি খেলায় ঘুঁটির দান (এবার তুমি চাল দেবে); 6 মিথ্যা বা ফাঁকা বড়াই (চালবাজ, চাল মারা)। [দেশি-তু. সং. √চল্]। চাল কমানো ক্রি. বি. জীবনযাত্রার আড়ম্বর কমানো; ব্যয় সংকোচ করা। চাল চালা ক্রি. বি. ফন্দি খাটানো; 3 দাবা পাশা ইত্যাদি খেলায় দান দেওয়া। চাল বাড়ানো ক্রি. বি. জীবনযাত্রার আড়ম্বর বাড়ানো; ব্যয় বৃদ্ধি করা। চাল মারা বি. ক্রি. মিথ্যা বড়াই করা; ফাঁকি দেওয়া। ~চলন বি. রীতিনীতি; স্বভাবচরিত্র; আচারব্যবহার। ~বাজ বিণ. মিথ্যা বড়াইকারী; ফন্দিবাজ। ~বাজি বি. মিথ্যা বড়াই; ফাঁকিবাজি; ফন্দিবাজি। genitive of চাল: চালচিত্র [ cālacitra ] দ্র চাল2 genitive of চাল: চালিয়াত [ cāliẏāta ] বিণ. বি. যে ব্যক্তি নিজের সম্বন্ধে মিথ্যা বড়াই করে বেড়ায়। [চাল দ্র-তু. হি. চালিয়া]। চালিয়াতি বি. মিথ্যা বড়াই, মিথ্যা জাঁক।

Processing time: 0.42 s