Bangla-Tangla Dictionary
চাট – various snacks made from chopped vegetables, spices, nuts, chips, tamarind sauce, etc
2nd person ordinary present simple tense of চাটা:
চাটা
– to lick
Samsad Bengali-English Dictionary
চাট1 [ cāṭa1 ] n the kick of an animal (as of a cow or horse). চাট খাওয়া v. to be kicked (as by an animal). চাট মারা v. to kick.
চাট2 [ cāṭa2 ] n a food that is to be taken by licking; any snack which is to be taken with an intoxicant.
2nd person ordinary present simple tense of চাটা:
চাটা2 [ cāṭā2 ] v to lick. ☐ a. licked; given to or engaged in licking. ~চাটি n. repeated or continuous licking; act of licking each other; (iron.) intimacy or mutual lauda tion or compliment or adulation. ~নো v. to cause to lick.
Samsad Bangla Abhidhan
চাঁট, চাট [ cān̐ṭa, cāṭa ] বি. ঘোড়া গোরু প্রভৃতি পশুর লাথি। [দেশি]।
চাট1 [ cāṭa1 ] বি. 1 যা চেটে খেতে হয়; 2 নেশার অনুপানরূপে ব্যবহৃত মুখরোচক খাদ্যদ্রব্য (মদের চাট)। [চাটা2 দ্র]। নি বি. অম্লমধুর স্বাদযুক্ত লেহ্য খাবারবিশেষ।
চাট2 [ cāṭa2 ] বি. চাঁট -এর রূপভেদ।
2nd person ordinary present simple tense of চাটা:
চাটা2 [ cāṭā2 ] ক্রি. বি. লেহন করা, জিভের সাহায্যে খাওয়া বা স্বাদ নেওয়া। ☐ বিণ. উক্ত অর্থে। [হি. √চাট]। ~চাটি বি. 1 পরস্পরকে লেহন; 2 বারবার চাটা; 3 (ব্যঙ্গে) অন্তরঙ্গতা; 4 পরস্পর পরস্পরের প্রশংসা। ~নো ক্রি. বি. লেহন করানো। ☐ বিণ. উক্ত অর্থে। চেটে-পুটে ক্রি-বিণ. নিঃশেষে চেটে (দইটা চেটেপুটে খেয়ে নাও)।