চাঁদা definitions

Bangla-Tangla Dictionary
চাঁদা – subscription (eg, puja extortion)
Samsad Bengali-English Dictionary
চাঁদা2 [ cān̐dā2 ] n the moon (চাঁদামামা); a variety of small silvery-white fish, the moon fish, the opah; (geom.) a protractor. চাঁদা3 [ cān̐dā3 ] n subscription; contribution; quota. চাঁদা দেওয়া v. to pay subscription; to sub scribe. চাঁদা তোলা v. to raise subscription. চাঁদা ধরা v. to allot one's quota.
Samsad Bangla Abhidhan
চাঁদা1 [ cān̐dā1 ] দ্র চাঁদি2 চাঁদা2 [ cān̐dā2 ] বি. 1 চাঁদ, চন্দ্র (চাঁদামামা); 2 (জ্যামি.) অর্ধচন্দ্রাকার কোণমানযন্ত্রবিশেষ, protractor. [সং. চন্দ্র]। চাঁদা3 [ cān̐dā3 ] বি. ছোট মাছবিশেষ। [সং. চন্দ্রক]। চাঁদা4 [ cān̐dā4 ] বি. কোনো বিশেষ উদ্দেশ্যে বহু লোকের কাছ থেকে সংগৃহীত অর্থ (পূজার চাঁদা); নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেয় মূল্য বা অর্থসাহায্য (লাইব্রেরির চাঁদা, ক্লাবের মাসিক চাঁদা)। [ফা. চন্দ্]। চাঁদি2, চাঁদা [ cān̐di2, cān̐dā ] বি. মাথার উপরিভাগ, ব্রহ্মতালু। [বাং. চাঁদ + ই, আ়]।

Processing time: 0.41 s