চাঁছা definitions

Bangla-Tangla Dictionary
চাঁছা[variant of চাঁচা]; to scrape, to shave

2nd person intimate present imperative tense of চাঁছানো:
চাঁছানো [variant of চাঁচানো]; to cause to scrape, to cause to shave

Samsad Bangla Abhidhan
চাঁচা, চাঁছা [ cān̐cā, cān̐chā ] ক্রি. 1 অস্ত্রের সাহায্যে উপরের অংশ বা ছাল তুলে ফেলা (বাঁশের টুকরোটাকে চেঁছে মসৃণ করো); 2 মসৃণ বা পরিষ্কার করা (দাড়ি চাঁচা)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [প্রাকৃ. √চচ্ছ, চংছ (< সং. √তক্ষ্) > বাং. চাঁছ + আ]। ~ছোলা বিণ. 1 উপরের ছাল তুলে মসৃণ করা হয়েছে এমন, মার্জিত; 2 (আল.) রূঢ়ভাবে স্পষ্ট, মাধুর্যহীন (চাঁচাছোলা কথাবার্তা)।

Processing time: 0.4 s