চলাফেরা definitions

Bangla-Tangla Dictionary
চলাফেরা – movement (+ করা = to move)
Samsad Bengali-English Dictionary
চলা [ calā ] v to go, to move, to walk (লোক চলা); to run, to ply (ট্রামবাস চলা); to depart; to set for (দেশে চলা); to proceed (তুমি চলো, আমিও যাচ্ছি); to get on, to run (কারবার চলা); to pass away, to elapse (সময় চলে যাওয়া); to be maintained (সংসার চলা); to suffice, to cover as expenses, to defray (খরচ চলা); to be getting on (জীবন চলা); to work, to operate (ঘড়ি চলা, মেশিন চলা); to begin to work or operate; to circulate (রক্ত চলা); to pass current, to be introduced (ফ্যাশন চলা); to be accepted (সমাজে চলা ); to behave or act (খুশিমতো চলা); to be permitted or allowed (ফাঁকি চলবে না ); to continue (সারারাত গান চলল); to begin, to start (এবার গল্প চলবে); to ex tend (দৃষ্টি চলা); to be used (হাত চলা); to be fired or shot (বন্দুক চলা). চলে আসা v. to come; to come away from; to come quickly. চলা যাওয়া v. to go away. কথামতো চলা v. to act or behave in obedience to; to obey. ~চল n. passage, travelling (চলাচলের পথ); movement, traffic (লোক-চলাচল); circulation (রক্ত চলাচল, বায়ু চলাচল). চলাচল করা v. to travel; to move; to circulate. ~নো v. to cause to walk or move; to cause to pass current; to cause to be accepted. ~ফেরা n. act of walking or moving (চলাফেরার ক্ষমতা); movement; gait; behaviour, deportment. শন-শন শব্দে চলা to whiz past.
Samsad Bangla Abhidhan
চলা [ calā ] ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্থান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ~ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। চলাফেরা [ calāphērā ] দ্র চলা

Processing time: 0.4 s