Off by 1 letter:
চলত definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past habitual tense of চলা: চলা – to come along
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past habitual tense of চলা: চলা [ calā ] v to go, to move, to walk (লোক চলা); to run, to ply (ট্রামবাস চলা); to depart; to set for (দেশে চলা); to proceed (তুমি চলো, আমিও যাচ্ছি); to get on, to run (কারবার চলা); to pass away, to elapse (সময় চলে যাওয়া); to be maintained (সংসার চলা); to suffice, to cover as expenses, to defray (খরচ চলা); to be getting on (জীবন চলা); to work, to operate (ঘড়ি চলা, মেশিন চলা); to begin to work or operate; to circulate (রক্ত চলা); to pass current, to be introduced (ফ্যাশন চলা); to be accepted (সমাজে চলা ); to behave or act (খুশিমতো চলা); to be permitted or allowed (ফাঁকি চলবে না ); to continue (সারারাত গান চলল); to begin, to start (এবার গল্প চলবে); to ex tend (দৃষ্টি চলা); to be used (হাত চলা); to be fired or shot (বন্দুক চলা). চলে আসা v. to come; to come away from; to come quickly. চলা যাওয়া v. to go away. কথামতো চলা v. to act or behave in obedience to; to obey. ~চল n. passage, travelling (চলাচলের পথ); movement, traffic (লোক-চলাচল); circulation (রক্ত চলাচল, বায়ু চলাচল). চলাচল করা v. to travel; to move; to circulate. ~নো v. to cause to walk or move; to cause to pass current; to cause to be accepted. ~ফেরা n. act of walking or moving (চলাফেরার ক্ষমতা); movement; gait; behaviour, deportment. শন-শন শব্দে চলা to whiz past.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary past habitual tense of চলা: চলা [ calā ] ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্থান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ~ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। 3rd person ordinary past habitual tense of চলা: হাঁটা [ hān̐ṭā ] ক্রি. পায়ে চলা (হেঁটে যাও)। ☐ বি. উক্ত অর্থে (এখন হাঁটা দাও)। ☐ বিণ. পায়ে চলবার (হাঁটা পথ)। [হি. √ হট্-তু. সং. অট্]।~চলা বি. হাঁটা; পায়চারি। ~নো ক্রি. 1 হাঁটতে অভ্যাস করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো (আমাকে অনর্থক হাঁটালে)। ☐ বি. উক্ত অর্থে। ~হাঁটি বি. বারবার হেঁটে যাতায়াত। হাঁটিয়ে বিণ. প্রচুর হাঁটতে পারে এমন (হাঁটিয়ে লোক)। হাঁটুনি, (আঞ্চ.) হাঁটন বি. পদব্রজে ভ্রমণ।
চলো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present imperative tense of চলা: চলা – to come along
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary present imperative tense of চলা: চলা [ calā ] v to go, to move, to walk (লোক চলা); to run, to ply (ট্রামবাস চলা); to depart; to set for (দেশে চলা); to proceed (তুমি চলো, আমিও যাচ্ছি); to get on, to run (কারবার চলা); to pass away, to elapse (সময় চলে যাওয়া); to be maintained (সংসার চলা); to suffice, to cover as expenses, to defray (খরচ চলা); to be getting on (জীবন চলা); to work, to operate (ঘড়ি চলা, মেশিন চলা); to begin to work or operate; to circulate (রক্ত চলা); to pass current, to be introduced (ফ্যাশন চলা); to be accepted (সমাজে চলা ); to behave or act (খুশিমতো চলা); to be permitted or allowed (ফাঁকি চলবে না ); to continue (সারারাত গান চলল); to begin, to start (এবার গল্প চলবে); to ex tend (দৃষ্টি চলা); to be used (হাত চলা); to be fired or shot (বন্দুক চলা). চলে আসা v. to come; to come away from; to come quickly. চলা যাওয়া v. to go away. কথামতো চলা v. to act or behave in obedience to; to obey. ~চল n. passage, travelling (চলাচলের পথ); movement, traffic (লোক-চলাচল); circulation (রক্ত চলাচল, বায়ু চলাচল). চলাচল করা v. to travel; to move; to circulate. ~নো v. to cause to walk or move; to cause to pass current; to cause to be accepted. ~ফেরা n. act of walking or moving (চলাফেরার ক্ষমতা); movement; gait; behaviour, deportment. শন-শন শব্দে চলা to whiz past.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary present imperative tense of চলা: চলা [ calā ] ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্থান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ~ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। 2nd person ordinary present imperative tense of চলা: হাঁটা [ hān̐ṭā ] ক্রি. পায়ে চলা (হেঁটে যাও)। ☐ বি. উক্ত অর্থে (এখন হাঁটা দাও)। ☐ বিণ. পায়ে চলবার (হাঁটা পথ)। [হি. √ হট্-তু. সং. অট্]।~চলা বি. হাঁটা; পায়চারি। ~নো ক্রি. 1 হাঁটতে অভ্যাস করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো (আমাকে অনর্থক হাঁটালে)। ☐ বি. উক্ত অর্থে। ~হাঁটি বি. বারবার হেঁটে যাতায়াত। হাঁটিয়ে বিণ. প্রচুর হাঁটতে পারে এমন (হাঁটিয়ে লোক)। হাঁটুনি, (আঞ্চ.) হাঁটন বি. পদব্রজে ভ্রমণ।
Off by 2 letters:
আলতো definitions

Bangla-Tangla Dictionary
আলতো – gently (+ করে = gently)
Samsad Bengali-English Dictionary
আলতো [ ālatō ] a not forceful or firm, light (আলতো হাতে, আলতো মার); incoherent or insincere (আলতো কথা).
Samsad Bangla Abhidhan
আলতো [ ālatō ] বিণ. আলগা (আলতো করে বেঁধেছে)। [দ্রা. আলিঙ্গ্ তোলাহ্]।
চল definitions

Bangla-Tangla Dictionary
চল – vogue

2nd person ordinary present simple tense of চলা:
চলা – to come along

Samsad Bengali-English Dictionary
চল [ cala ] a unsteady, restless, fickle (চলচিত্ত). ☐ n. currency, vogue, fashion (চল থাকা); (math.) variable. 2nd person ordinary present simple tense of চলা: চলা [ calā ] v to go, to move, to walk (লোক চলা); to run, to ply (ট্রামবাস চলা); to depart; to set for (দেশে চলা); to proceed (তুমি চলো, আমিও যাচ্ছি); to get on, to run (কারবার চলা); to pass away, to elapse (সময় চলে যাওয়া); to be maintained (সংসার চলা); to suffice, to cover as expenses, to defray (খরচ চলা); to be getting on (জীবন চলা); to work, to operate (ঘড়ি চলা, মেশিন চলা); to begin to work or operate; to circulate (রক্ত চলা); to pass current, to be introduced (ফ্যাশন চলা); to be accepted (সমাজে চলা ); to behave or act (খুশিমতো চলা); to be permitted or allowed (ফাঁকি চলবে না ); to continue (সারারাত গান চলল); to begin, to start (এবার গল্প চলবে); to ex tend (দৃষ্টি চলা); to be used (হাত চলা); to be fired or shot (বন্দুক চলা). চলে আসা v. to come; to come away from; to come quickly. চলা যাওয়া v. to go away. কথামতো চলা v. to act or behave in obedience to; to obey. ~চল n. passage, travelling (চলাচলের পথ); movement, traffic (লোক-চলাচল); circulation (রক্ত চলাচল, বায়ু চলাচল). চলাচল করা v. to travel; to move; to circulate. ~নো v. to cause to walk or move; to cause to pass current; to cause to be accepted. ~ফেরা n. act of walking or moving (চলাফেরার ক্ষমতা); movement; gait; behaviour, deportment. শন-শন শব্দে চলা to whiz past.
Samsad Bangla Abhidhan
চল [ cala ] বিণ. চঞ্চল; অস্থির (চলচিত্ত)। ☐ বি. প্রচলন, রেওয়াজ (এখন আর এর তেমন চল নেই)। [সং. √চল্ + অ]। ~চিত্ত বিণ. চিত্তের স্থিরতা নেই এমন, অস্থিরমতি। চলা বি. (স্ত্রী.) লক্ষ্মী। 2nd person ordinary present simple tense of চলা: চলা [ calā ] ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্থান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ~ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। 2nd person ordinary present simple tense of চলা: হাঁটা [ hān̐ṭā ] ক্রি. পায়ে চলা (হেঁটে যাও)। ☐ বি. উক্ত অর্থে (এখন হাঁটা দাও)। ☐ বিণ. পায়ে চলবার (হাঁটা পথ)। [হি. √ হট্-তু. সং. অট্]।~চলা বি. হাঁটা; পায়চারি। ~নো ক্রি. 1 হাঁটতে অভ্যাস করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো (আমাকে অনর্থক হাঁটালে)। ☐ বি. উক্ত অর্থে। ~হাঁটি বি. বারবার হেঁটে যাতায়াত। হাঁটিয়ে বিণ. প্রচুর হাঁটতে পারে এমন (হাঁটিয়ে লোক)। হাঁটুনি, (আঞ্চ.) হাঁটন বি. পদব্রজে ভ্রমণ।
চলতি definitions

Bangla-Tangla Dictionary
চলতি [adjective] current [pron: চল্তি]
Samsad Bengali-English Dictionary
চলতি [ calati ] a moving, going, running, rolling, passing (চলতি গাড়ি); in activity, going (চলতি ব্যাবসা); colloquial (চলতি ভাষা); current, present (চলতি বছর, চলতি বাজার) usual, customary (চলতি কথা, চলতি রীতি); fit for social intercourse, fit for matrimonial alliance (চলতি ঘর) চলতি আমানত current deposit.
Samsad Bangla Abhidhan
চলতি [ calati ] বিণ. 1 চলছে এমন, চলন্ত (চলতি গাড়ি); 2 প্রচলিত (চলতি কথা, চলতি রীতি); 3 সামাজিক, বিশেষত বৈবাহিক, সম্পর্কস্থাপনের যোগ্য (চলতি ঘর)। [বাং. √চল্ + তি]।
চলতে definitions

Bangla-Tangla Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of চলা: চলা – to come along
Samsad Bengali-English Dictionary
imperfective participle and 2nd person ordinary past habitual tense of চলা: চলা [ calā ] v to go, to move, to walk (লোক চলা); to run, to ply (ট্রামবাস চলা); to depart; to set for (দেশে চলা); to proceed (তুমি চলো, আমিও যাচ্ছি); to get on, to run (কারবার চলা); to pass away, to elapse (সময় চলে যাওয়া); to be maintained (সংসার চলা); to suffice, to cover as expenses, to defray (খরচ চলা); to be getting on (জীবন চলা); to work, to operate (ঘড়ি চলা, মেশিন চলা); to begin to work or operate; to circulate (রক্ত চলা); to pass current, to be introduced (ফ্যাশন চলা); to be accepted (সমাজে চলা ); to behave or act (খুশিমতো চলা); to be permitted or allowed (ফাঁকি চলবে না ); to continue (সারারাত গান চলল); to begin, to start (এবার গল্প চলবে); to ex tend (দৃষ্টি চলা); to be used (হাত চলা); to be fired or shot (বন্দুক চলা). চলে আসা v. to come; to come away from; to come quickly. চলা যাওয়া v. to go away. কথামতো চলা v. to act or behave in obedience to; to obey. ~চল n. passage, travelling (চলাচলের পথ); movement, traffic (লোক-চলাচল); circulation (রক্ত চলাচল, বায়ু চলাচল). চলাচল করা v. to travel; to move; to circulate. ~নো v. to cause to walk or move; to cause to pass current; to cause to be accepted. ~ফেরা n. act of walking or moving (চলাফেরার ক্ষমতা); movement; gait; behaviour, deportment. শন-শন শব্দে চলা to whiz past.
Samsad Bangla Abhidhan
imperfective participle and 2nd person ordinary past habitual tense of চলা: চলা [ calā ] ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্থান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ~ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। imperfective participle and 2nd person ordinary past habitual tense of চলা: হাঁটা [ hān̐ṭā ] ক্রি. পায়ে চলা (হেঁটে যাও)। ☐ বি. উক্ত অর্থে (এখন হাঁটা দাও)। ☐ বিণ. পায়ে চলবার (হাঁটা পথ)। [হি. √ হট্-তু. সং. অট্]।~চলা বি. হাঁটা; পায়চারি। ~নো ক্রি. 1 হাঁটতে অভ্যাস করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো (আমাকে অনর্থক হাঁটালে)। ☐ বি. উক্ত অর্থে। ~হাঁটি বি. বারবার হেঁটে যাতায়াত। হাঁটিয়ে বিণ. প্রচুর হাঁটতে পারে এমন (হাঁটিয়ে লোক)। হাঁটুনি, (আঞ্চ.) হাঁটন বি. পদব্রজে ভ্রমণ।
চলিত definitions

Bangla-Tangla Dictionary
চলিত[variant of চলতি]; [adjective] current [pron: চল্তি]

shadhu 3rd person ordinary past habitual tense of চলা:
চলা – to come along

Samsad Bengali-English Dictionary
চলিত [ calita ] a current; customary; usual; colloquial (চলিত ভাষা) চলিত নিয়ম n. (arith.) practice. shadhu 3rd person ordinary past habitual tense of চলা: চলা [ calā ] v to go, to move, to walk (লোক চলা); to run, to ply (ট্রামবাস চলা); to depart; to set for (দেশে চলা); to proceed (তুমি চলো, আমিও যাচ্ছি); to get on, to run (কারবার চলা); to pass away, to elapse (সময় চলে যাওয়া); to be maintained (সংসার চলা); to suffice, to cover as expenses, to defray (খরচ চলা); to be getting on (জীবন চলা); to work, to operate (ঘড়ি চলা, মেশিন চলা); to begin to work or operate; to circulate (রক্ত চলা); to pass current, to be introduced (ফ্যাশন চলা); to be accepted (সমাজে চলা ); to behave or act (খুশিমতো চলা); to be permitted or allowed (ফাঁকি চলবে না ); to continue (সারারাত গান চলল); to begin, to start (এবার গল্প চলবে); to ex tend (দৃষ্টি চলা); to be used (হাত চলা); to be fired or shot (বন্দুক চলা). চলে আসা v. to come; to come away from; to come quickly. চলা যাওয়া v. to go away. কথামতো চলা v. to act or behave in obedience to; to obey. ~চল n. passage, travelling (চলাচলের পথ); movement, traffic (লোক-চলাচল); circulation (রক্ত চলাচল, বায়ু চলাচল). চলাচল করা v. to travel; to move; to circulate. ~নো v. to cause to walk or move; to cause to pass current; to cause to be accepted. ~ফেরা n. act of walking or moving (চলাফেরার ক্ষমতা); movement; gait; behaviour, deportment. শন-শন শব্দে চলা to whiz past.
Samsad Bangla Abhidhan
চলিত [ calita ] বিণ. প্রচলিত, চালু (চলিত প্রথা)। [বাং. √চল্ + ইত]। চলিত ভাষা বি. বর্তমানে প্রচলিত ও কথ্য ভাষা; ভাষার শিষ্ট কথ্য রূপ। shadhu 3rd person ordinary past habitual tense of চলা: চলা [ calā ] ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্থান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ~ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। shadhu 3rd person ordinary past habitual tense of চলা: হাঁটা [ hān̐ṭā ] ক্রি. পায়ে চলা (হেঁটে যাও)। ☐ বি. উক্ত অর্থে (এখন হাঁটা দাও)। ☐ বিণ. পায়ে চলবার (হাঁটা পথ)। [হি. √ হট্-তু. সং. অট্]।~চলা বি. হাঁটা; পায়চারি। ~নো ক্রি. 1 হাঁটতে অভ্যাস করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো (আমাকে অনর্থক হাঁটালে)। ☐ বি. উক্ত অর্থে। ~হাঁটি বি. বারবার হেঁটে যাতায়াত। হাঁটিয়ে বিণ. প্রচুর হাঁটতে পারে এমন (হাঁটিয়ে লোক)। হাঁটুনি, (আঞ্চ.) হাঁটন বি. পদব্রজে ভ্রমণ।
চুলো definitions

Samsad Bangla Abhidhan
চুলা, চুলো [ culā, culō ] বি. 1 উনুন; 2 চিতা। [সং. চুল্লী]। চুলা ধরানো ক্রি. বি. উনুনে বা চিতায় আগুন দেওয়া; উনুন বা চিতা জ্বালা। চুলোয় যাওয়া ক্রি. বি. (গালিবিশেষ) চিতায় ওঠা, মরা; (আল.) দূর হওয়া (চুলোয় যাক ওসব ব্যাপার)। চুলোর দোরে যাওয়া চুলোয় যাওয়া -র অনুরূপ। চুলো [ culō ] দ্র চুলা
চেলো definitions

Samsad Bengali-English Dictionary
চেলো [ cēlō ] n a violincello, a cello.
Samsad Bangla Abhidhan
চেলো [ cēlō ] বি. বেহালার মতো কিন্তু আকারে বড় বাদ্যযন্ত্রবিশেষ। [ইং. cello]।
চো definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of চোয়া: চোয়া [verb]
চোলো definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary future imperative tense of চলা: চলা – to come along
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary future imperative tense of চলা: চলা [ calā ] v to go, to move, to walk (লোক চলা); to run, to ply (ট্রামবাস চলা); to depart; to set for (দেশে চলা); to proceed (তুমি চলো, আমিও যাচ্ছি); to get on, to run (কারবার চলা); to pass away, to elapse (সময় চলে যাওয়া); to be maintained (সংসার চলা); to suffice, to cover as expenses, to defray (খরচ চলা); to be getting on (জীবন চলা); to work, to operate (ঘড়ি চলা, মেশিন চলা); to begin to work or operate; to circulate (রক্ত চলা); to pass current, to be introduced (ফ্যাশন চলা); to be accepted (সমাজে চলা ); to behave or act (খুশিমতো চলা); to be permitted or allowed (ফাঁকি চলবে না ); to continue (সারারাত গান চলল); to begin, to start (এবার গল্প চলবে); to ex tend (দৃষ্টি চলা); to be used (হাত চলা); to be fired or shot (বন্দুক চলা). চলে আসা v. to come; to come away from; to come quickly. চলা যাওয়া v. to go away. কথামতো চলা v. to act or behave in obedience to; to obey. ~চল n. passage, travelling (চলাচলের পথ); movement, traffic (লোক-চলাচল); circulation (রক্ত চলাচল, বায়ু চলাচল). চলাচল করা v. to travel; to move; to circulate. ~নো v. to cause to walk or move; to cause to pass current; to cause to be accepted. ~ফেরা n. act of walking or moving (চলাফেরার ক্ষমতা); movement; gait; behaviour, deportment. শন-শন শব্দে চলা to whiz past.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary future imperative tense of চলা: চলা [ calā ] ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্থান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ~ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। 2nd person ordinary future imperative tense of চলা: হাঁটা [ hān̐ṭā ] ক্রি. পায়ে চলা (হেঁটে যাও)। ☐ বি. উক্ত অর্থে (এখন হাঁটা দাও)। ☐ বিণ. পায়ে চলবার (হাঁটা পথ)। [হি. √ হট্-তু. সং. অট্]।~চলা বি. হাঁটা; পায়চারি। ~নো ক্রি. 1 হাঁটতে অভ্যাস করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো (আমাকে অনর্থক হাঁটালে)। ☐ বি. উক্ত অর্থে। ~হাঁটি বি. বারবার হেঁটে যাতায়াত। হাঁটিয়ে বিণ. প্রচুর হাঁটতে পারে এমন (হাঁটিয়ে লোক)। হাঁটুনি, (আঞ্চ.) হাঁটন বি. পদব্রজে ভ্রমণ।
তো definitions

Bangla-Tangla Dictionary
তো
1. emphatic, expression of doubt
2. you [intimate] (usually used with an objective or genitive marker)
Samsad Bengali-English Dictionary
তো1 [ tō1 ] int (& adv.) expressing: question or inquiry (ভালো তো ?); request (একবার আসুন তো); worry or surprise (তাই তো); uncertainty (যাই তো-তারপর বোঝা যাবে); doubt (হয়তো); supposing, even if (তুমি তো দিলে); but (আমিতো খাব না); if, in case (বাঁচতে চাও তো); at least (আজ তো বাঁচি); sometimes inserted at random in a speech (আমি তো জানি না). তো2 [ tō2 ] n a fold (as of cloth). তো করা v. to fold. তো3 [ tō3 ] pro (nom.) you, thou ('তো বিনে উনমত কান'). ☐ pro. a your, thy (তো সেবা নাহি জানি). তোই pro. (accus. & dat.) you, thee 'কত পরবধব তোই' .
Samsad Bangla Abhidhan
2, তো [ ta2, tō ] অব্য. 1 প্রশ্নসূচক (সেখানে যাবে তো?); 2 নিশ্চয়তা বা দৃঢ়তাসূচক (এই তো সেই বাড়ি, তাই তো আমি বলেছিলাম); 3 অনুরোধসূচক (একবার দেখুন তো); 4 'যদিও বা', 'সত্ত্বেও' ইত্যাদি অর্থবোধক (তুমি তো চাও, কিন্তু সে চায় না); 5 'কিন্তু' অর্থবোধক (তারা তো খাবে না); 6 'তবে' বা 'তা হলে' অর্থবাচক (বাঁচতে চাও তো ওষুধ খাও); 7 'অন্তত' অর্থবোধক (আজ তো নয় পরে দেখা যাবে); 8 অনিশ্চয়তাসূচক (যাই তো একবার, দেখি কিছু পাই কি না); 9 সন্দেহসূচক (ঠিক বলছ তো? সে একথা স্বীকার করবে তো?); 1 পরিণতি, ঘটনা, অঘটন ইত্যাদি ব্যঞ্জক (বিয়ে তো হল, কিন্তু বরপক্ষ খুশি তো হল না); 11 সংশয়সূচক (হয়তো তাই, কে জানে)। [সং. তাবৎ]। তো1 [ tō1 ] বি. বস্ত্রাদির পাট বা ভাঁজ (কাপড় তো করে রাখা)। [ফা. তহ্]। তো2 [ tō2 ] দ্র 2 তো3, তোঁ [ tō3, tō ] সর্ব. (ব্রজ. ও প্রা. বাং.) 1 তুমি; 2 তুই; 3 তোমা ('তো বিনে উনমত কান': বিদ্যা.); 4 তোর, তোমার ('তো সেবা নাহি জানি': চণ্ডী.)। [সং. তব]। ~ সর্ব. তোমাকে ('কত পরবধব তোই': বিদ্যা.)।
লো definitions

Samsad Bangla Abhidhan
লো [ lō ] অব্য. স্ত্রীলোকের পরস্পর সম্বোধনসূচক শব্দবিশেষ, ওলো (সখী লো, লো সুন্দরী)। [প্রাকৃ. হলা]।
Off by 3 letters:
অচল definitions

Bangla-Tangla Dictionary
অচল – obsolete
Samsad Bengali-English Dictionary
অচল [ acala ] a motionless, immobile; stationary, static (অচল তড়িৎ); unwavering; firm, steady; gone out of practice, not cur rent, obsolete (অচল প্রথা); counterfeit or forged (অচল টাকা বা নোট); that which cannot be kept going, unmaintainable (অচল সংসার); invalid; untenable (অচল যুক্তি); unserviceable (অচল ঘড়ি); impracticable (অচল প্রস্তাব); (of persons) cast off (সমাজে অচল). ☐ n. a mountain, a hill. অচল অবস্থা, অচলাবস্থা lack of progress; a deadlock, an impasse, a stalemate, standstill. ~ n. state of being out of practice or currency, obsoleteness. ~নীয় a. incapable of being introduced or circulated.
Samsad Bangla Abhidhan
অচল [ acala ] বিণ. 1 গতিহীন, স্থির (অচলপ্রতিষ্ঠ); 2 অটল; 3 অপ্রচলিত. অব্যবহার্য; 4 বাতিল (অচল প্রথা); 5 জাল, মেকি (অচল টাকা); 6 নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার); 7 যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্থা); 8 পতিত (সমাজে অচল); 9 অকেজো (অচল ঘড়ি); 1 নিস্পন্দ (অচল নাড়ি)। ☐বি. পর্বত। [সং. ন+চল]। অচলা বিণ. (স্ত্রী.) অচঞ্চলা, স্থিরা (অচলা ভক্তি)। ☐ বি. পৃথিবী। ~ বি. অপ্রচলন। ~নীয় বিণ. প্রচলনের অযোগ্য। ~রাজ বি. পর্বতরাজ, হিমালয়। অচলায়তন বি. প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান। অচলিত বিণ. অপ্রচলিত (অচলিত রচনা)।
অচলিত definitions

Samsad Bengali-English Dictionary
অচলিত [ acalita ] a not in vogue or practice, not current; obsolete.
Samsad Bangla Abhidhan
অচল [ acala ] বিণ. 1 গতিহীন, স্থির (অচলপ্রতিষ্ঠ); 2 অটল; 3 অপ্রচলিত. অব্যবহার্য; 4 বাতিল (অচল প্রথা); 5 জাল, মেকি (অচল টাকা); 6 নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার); 7 যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্থা); 8 পতিত (সমাজে অচল); 9 অকেজো (অচল ঘড়ি); 1 নিস্পন্দ (অচল নাড়ি)। ☐বি. পর্বত। [সং. ন+চল]। অচলা বিণ. (স্ত্রী.) অচঞ্চলা, স্থিরা (অচলা ভক্তি)। ☐ বি. পৃথিবী। ~ বি. অপ্রচলন। ~নীয় বিণ. প্রচলনের অযোগ্য। ~রাজ বি. পর্বতরাজ, হিমালয়। অচলায়তন বি. প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান। অচলিত বিণ. অপ্রচলিত (অচলিত রচনা)।
আলো definitions

Bangla-Tangla Dictionary
আলো [noun] light
Samsad Bengali-English Dictionary
আলো [ ālō ] n light; a beam, a ray; effulgence; lustre, splendour; a flash of light; a lamp, a lantern. আলো করা v. to brighten; to light up; to lighten; to illuminate; to glorify. আলো দেখানো v. to show light to; (fig.) to give hope, to promise good.
Samsad Bangla Abhidhan
আলো [ ālō ] বি. 1 আলোক (আলেয়ার আলো, প্রদীপের আলো); 2 প্রদীপ, দীপ (একটা আলো নিয়ে এসো)। [সং. আলোক]। আলো করা ক্রি-বি. আলোকিত বা উদ্ভাসিত করা; উজ্জ্বল করা, মহিমান্বিত করা (পরিবারের মুখ আলো করেছে)। আলো-আঁধারি বি. 1 আলোক ও অন্ধকারের মিশ্রণ; 2 খানিকটা বোঝা যায় এবং খানিকটা বোঝা যায় না এমন ভাষায় বা ভাবে বর্ণনা বা চিত্রণ। ~ছায়া বি. আঁকা ছবিতে যুগপৎ আলোক ও অন্ধকারের বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ, chiaroscuro. আলো-আঁধারি। আলোয়-আলোয় ক্রি-বিণ. 1 দিনের আলো থাকতে থাকতে (আলোয়-আলোয় বাড়ি ফিরতে হবে); 2 (আল.) সুদিন থাকতে থাকতে। আলোছায়া [ ālōchāẏā ] দ্র আলো
উচল definitions

Samsad Bengali-English Dictionary
উচল [ ucala ] a (poet. & obs.) high.
Samsad Bangla Abhidhan
উচল [ ucala ] বিণ. উঁচু ('উচল বলিয়া অচলে চড়িনু': জ্ঞান.)। [বাং. উচ (উচ্চ) + ল]।
এতো definitions

Bangla-Tangla Dictionary
এতো [variant of এত]; this much (~টা is nominative)
এলো definitions

Samsad Bengali-English Dictionary
এলো [ ēlō ] a dishevelled, ruffed (এলো চুল); hanging loosely (এলো খোঁপা); incoherent or irrelevant, haphazard (এলো কথা); unrestrained (এলো রাশ); disorderly (এলো বাতাস). ~কেশী n. fem. a woman with unkempt hair; an appellation of Goddess Kali (কালী). ~থেলো . a. untied, untrimmed; unkempt, undressed; dishevelled. ~পাতাড়ি, ~ধাবাড়ি a. without measure; unrestrained; un systematic; haphazard; disorderly; continuous. ☐ adv. without measure; with out restraint; unsystematically; haphazardly; in a disorderly manner; continuously. এলোপাতাড়ি মার a beating or drubbing without measure, a thrashing. এলোপাতাড়ি লড়াই a scuffle, a confused fight. ~মেলো a. dishevelled, ruffled; incoherent or irrelevant; disorderly; desultory. এলোমেলো বলা v. to talk incoherently or irrelevantly.
Samsad Bangla Abhidhan
এলো2 [ ēlō2 ] বিণ. এলানো; আলুলায়িত (এলো চুল); শিথিল (এলো খোঁপা); অসংযত, অসম্বন্ধ, এলোমেলো (এলো কথা); অবাধ, বিশৃঙ্খল (এলো বাতাস)। [সং. আকুল]। ~পাথাড়ি, ~ধাবাড়ি বিণ. ক্রি-বিণ. এলোমেলো, বিশৃঙ্খল; ক্রমাগত (এলোপাথাড়ি ছোটা)। ~মেলো বিণ. অগোছালো, অসম্বদ্ধ।
ওলো definitions

Samsad Bengali-English Dictionary
ওলো [ ōlō ] int used by (usu. village) women in addressing one another, hullo.
Samsad Bangla Abhidhan
ওলো [ ōlō ] অব্য. নারীদের পরস্পরকে সম্বোধনবিশেষ; সখীদের পরস্পর আহ্বানধ্বনি ('ওলো শেফালী, আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি': রবীন্দ্র; ওলো আয়, জল আনতে যাই)। [প্রাকৃ. হলা]।

Processing time: 0.71 s