চরণ definitions

Bangla-Tangla Dictionary
চরণ – moving about
Samsad Bengali-English Dictionary
চরণ [ caraṇa ] n a foot, a leg, a foot or line of a verse; ambulation, walking, travelling, wandering, moving; observance, practice. ~কমল n. a foot fancied as a lotus; a beautiful or divine foot. ~চারণ n. ambulation, walking; perambulation; peregrination. ~চারী a. (also n.) pedestrian. ~তরী, ~তরি n. a foot regarded as a boat esp. to cross the river Baitarani (বৈতরণী) after one's death. ~তল n. the sole; the foot. চরণতলে থাকা v. to lie under the foot or sole of; (fig.) to act as one's bond-slave for attainment of final salvation; (fig.) to depend cringingly on. চরণতলে পড়া v. to fall at the feet of (esp. in order to win favour). ~দাসী n. a devoted wife; one belonging to a sect of Vaishnavas founded by Charandas; (sarcas.) a female companion or associate of a Vaishnava. ~ধূলি, ~ধুলা n. the dust of one's feet. ~পদ্ম same as ~কমল । ~প্রান্ত n. the border or end of one's feet. ~প্রান্তে adv. at one's feet. ~বন্দনা n. act of worshipping one's feet; act of bowing down at one's feet in obeisance, genuflection. ~যুগল n. both the feet, the two feet; a pair of feet. ~রেণু same as ~ধূলি । ~সেবক n. a devotee. ~সেবা n. act of worshipping one's feet; act of massaging one's legs and feet. ~স্পর্শ n. contact of one's feet; act of touching one's feet. চরণ স্পর্শ করা v. to touch one's feet. ~স্পর্শে adv. at the contact or touch of one's feet. চরণাঙ্কিত a. marked with the footprint (of). চরণাঙ্গুলি n. a toe. চরণামৃত n. the water with which the feet of a deity or revered person has been washed. চরণাম্বুজ, চরণারবিন্দ same as চরণকমল । চরণোপান্তে adv. at one's feet.
Samsad Bangla Abhidhan
চরণ [ caraṇa ] বি. 1 পা, পদ; 2 কবিতার পদ বা পঙ্ক্তি, শ্লোকের একচতুর্থাংশ; 3 ভ্রমণ, বিচরণ; 4 শীল, আচরণ, অনুষ্ঠান। [সং. √চর্ + অন]। ~কমল বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম। ~চারণ বি. পদচারণা, পায়চারি। ~চারী (-রিন্) বিণ. বি. পথিক, পদব্রজে গমনকারী। ~চিহ্ন বি. পায়ের চিহ্ন। ~ধুলা, ~ধূলি, ~রেণু বি. পদধূলি। ~পদ্ম বি. পাদপদ্ম। ~প্রান্ত বি. পদপ্রান্ত, পাদমূল, পায়ের কাছে। ~বন্দনা বি. পাদপূজা, পায়ের আরাধনা। ~রেখা বি. পদচিহ্ন। ~সেবা বি. পাদপূজা; পা টেপা। চরণামৃত বি. বিগ্রহাদি বা পূজনীয় ব্যক্তির পা-ধোয়া জল। চরণাম্বুজ, চরণারবিন্দ বি. পাদপদ্ম। চরণাশ্রয় বি. পায়ের কাছে আশ্রয়, পা-কে আশ্রয় করা। চরণাশ্রিত বিণ. পায়ে আশ্রয় নিয়েছে এমন। চরণোপান্ত বি. পদপ্রান্ত। মিথ্যা [ mithyā ] বিণ. 1 অসত্য (মিথ্যা কথা); 2 অযথার্থ, অমুলক, কল্পিত (মিথ্যা কাহিনি); 3 নিষ্ফল, অনর্থক (মিথ্যা চেষ্ঠা, মিথ্যা আশ্বাস)। ☐ বি. অসত্য কথা বা বিষয় (মিথ্যা বলব না)। ☐ ক্রি-বিণ. অকারণে, বৃথা, মিছিমিছি (মিথ্যা ভেবো না)। [সং. √ মিথ + য + আ]। চরণ, ~চার বি. 1 মিথ্যা কথা বলা; 2 কপট ব্যবহার, কপটতা। ~চারী (-রিন্) বিণ. মিথ্যাবাদী; কপটস্বভাব। স্ত্রী. ~চারিণী। ~বাদ, ~ভাষণ বি. 1 মিথ্যা কথা; 2 মিথ্যা বলা। ~বাদী (-দিন্), ~ভাষী (-ষিন্) বিণ. মিথ্যা কথা বলে এমন। স্ত্রী. ~বাদিনী, ~.ভাষিনী। ~সাক্ষী (-ক্ষিন্) বি. যে-সাক্ষী আদালতে মিথ্যা সাক্ষ্য বা বিবরণ দেয়, সাজস সাক্ষী।

Processing time: 0.39 s