Bangla-Tangla Dictionary
চর – river island
2nd person ordinary present simple tense of চরা:
চরা
– [verb]
Samsad Bengali-English Dictionary
-চর1 [ -cara1 ] a (used as a sfx.) moving in (গগনচর, বনচর); dwelling in, inhabiting (জলচর); mobile (চরাচর).
চর2 [ cara2 ] n a strip of sandy land rising out of the bed of a river or a sea above the water-level.
চর3 [ cara3 ] n a secret emissary; a spy; (astrol.) Mars.
genitive of চ:
চ [ c ] n the sixth consonant of the Bengali alphabet.
2nd person ordinary present simple tense of চরা:
চরা [ carā ] v to wander, to rove, to travel; (of cattle) to graze; (of other beasts, birds, anthropophagies etc.) to go about for food; (sarcas.) to go about one's business; (of fish) to nibble at bait. চরে খাওয়া v. to graze; to go about for food; (sarcas.) to shift or fend for oneself.
Samsad Bangla Abhidhan
চর1 [ cara1 ] বি. শাসক রাজা রাজপুরুষ বা অন্য কারও দ্বারা নিযুক্ত হয়ে গোপনে সংবাদ সংগ্রহে রত ব্যক্তি, গুপ্তদূত, গুপ্তচর; 2 (জ্যোতিষ.) মঙ্গলগ্রহ। [সং. √চর্ + অ]।
চর2 [ cara2 ] বি. নদীগর্ভে পলি পড়ে উৎপন্ন স্থলভাগ, চড়া। [দেশি]।
চর3 [ cara3 ] বিণ. 1 (উপপদের পর) বিচরণকারী (খেচর, জলচর); 2 জঙ্গম, গমনশীল (চরাচর)। [সং. √চর্ + অ]।
genitive of চ:
চ [ c ] বাংলা ভাষার ষষ্ঠ ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ তালব্য চ্ ধ্বনির দ্যোতক।
2nd person ordinary present simple tense of চরা:
চরা [ carā ] ক্রি. 1 বিচরণ করা (গ্রামময় চরে বেড়াচ্ছে); 2 (প্রধানত গবাদি পশুর তৃণক্ষেত্রে) বিচরণ করে তৃণাদি আহার করা (মাঠে গোরু চরছে); 3 (মাছের) চারা খাওয়া; 4 চরানো। ☐ বি. বিচরণ; গবাদি পশুর বিচরণপূর্বক তৃণাদি আহার। [সং. √চর্ + বাং. আ]। ~নো বি. ক্রি. 1 গবাদি পশুকে মাঠে নিয়ে গিয়ে তৃণাদি আহার করানো; 2 (বিদ্রূপে) পরিচালন করা বা পড়ানো (ছেলে চরানো)।