চড়া definitions

Bangla-Tangla Dictionary
চড়া
1. to rise, to climb, to mount, to ride on
2. harsh (eg, আলো)

2nd person intimate present imperative tense of চড়ানো:
চড়ানো – to cause to rise, to cause to climb, to cause to mount, to cause to ride on

Samsad Bengali-English Dictionary
চড়া1 [ caṛā1 ] n a piece of land; (usu. a sandy one) rising out of the river-bed, a silted piece of land. চড়া পড়েছে a piece of land has risen out of the river-bed. মগ্ন চড়া n. a shoal. চড়া2 [ caṛā2 ] a haughty, arrogant, angry (চড়া কথা); severe, strong (চড়া রোদ); high (চড়া সুর, চড়া দাম). চড়া3 [ caṛā3 ] v to climb (up), to ascend, to mount, to ride; to increase, to go up (দাম চড়া); to become louder (সুর চড়ছে); to become stronger (রোদ চড়া); to attack (শত্রুর উপরে চড়া); (of cooking utensils) to be placed on the oven (হাঁড়ি চড়া). 2nd person intimate present imperative tense of চড়ানো: চড়ানো1 [ caṛānō1 ] v to cause to mount or ride or board, to mount or board; to increase (দাম চড়ানো); to make louder or deeper (গলা চড়ানো); to fix, to adjust (ধনুকে ছিলা চড়ানো, বেহালায় সুর চড়ানো); to place upon; to load (গাড়িতে মাল চড়ানো); to put on, to wear (গায়ে জামা চড়ানো); (of cooking utensils) to place upon the oven (ভাতের হাঁড়ি চড়ানো). 2nd person intimate present imperative tense of চড়ানো: চড়ানো2 [ caṛānō2 ] v to strike with the open palm of the hand, to slap.
Samsad Bangla Abhidhan
চড়তি [ caṛti ] বি. 1 আরোহণ (চড়তির মুখে); 2 বৃদ্ধি (দামের চড়তি)। ☐ বিণ. বৃদ্ধিশীল, বাড়ছে এমন (চড়তি দর, চড়তি বাজার)। [চড়া3 দ্র]। চড়ন [ caṛna ] বি. আরোহণ; বৃদ্ধি (দামের চড়ন)। [চড়া3 দ্র]। ~দার বি. 1 যানবাহনের আরোহী বা যাত্রী; 2 (আঞ্চ.) মহিলা আরোহী বা যাত্রীদের সঙ্গী পুরুষ যাত্রী। চড়া1 [ caṛā1 ] বি. চর, নদীগর্ভে পলি জমার ফলে উৎপন্ন স্থলভাগ (নৌকা চড়ায় ঠেকেছে)। [দেশি]। চড়া2 [ caṛā2 ] বিণ. 1 উদ্ধত, উগ্র (চড়া মেজাজ); 2 তীব্র, তীক্ষ্ণ, তেজালো (চড়া রোদ, চড়া গলা); 3 উচ্চ (চড়া সুর, চড়া দাম)। [সং. চণ্ড]। চড়া3 [ caṛā3 ] ক্রি. 1 আরোহণ করা, উপরে ওঠা (গাছে চড়া); 2 বৃদ্ধি পাওয়া (দাম চড়ে গেছে); 3 আক্রমণ করা, চড়াও হওয়া (বিপক্ষের উপর চড়া)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √চট্ + বাং. আ-তু. হি. চঢ়না]। চড়া4 [ caṛā4 ] ক্রি. চড় মারা (ছেলেটাকে অমনভাবে চড়াচ্ছ কেন?)।[বাং. চড় + আ]। চড়াও [ caṛāō ] বি. আক্রমণ (বাড়ি চড়াও করা)। ☐ বিণ. আক্রমণকারী; আক্রমণের জন্য আপতিত, আক্রমণ করতে উদ্যত (চড়াও হওয়া)। [চড়া3 দ্র]। চড়ানো1 [ caṛānō1 ] বি. ক্রি. 1 আরোহণ করানো (ঘোড়ায় চড়ানো) 2 বাড়ানো, উচ্চতর করা (দাম চড়িয়েছে, সুর চড়ানো হয়েছে); 3 পরানো, লাগানো (ধনুকে ছিলা চড়ানো, রং চড়ানো, গায়ে জামা চড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [চড়া3 দ্র]। চড়ানো2 [ caṛānō2 ] বি. ক্রি. চড় মারা, চপেটাঘাত করা (গালে চড়ানো)। ☐ বিণ. উক্ত অর্থে। [চড়া4 দ্র]। 2nd person intimate present imperative tense of চড়ানো: চড়ানো1 [ caṛānō1 ] বি. ক্রি. 1 আরোহণ করানো (ঘোড়ায় চড়ানো) 2 বাড়ানো, উচ্চতর করা (দাম চড়িয়েছে, সুর চড়ানো হয়েছে); 3 পরানো, লাগানো (ধনুকে ছিলা চড়ানো, রং চড়ানো, গায়ে জামা চড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [চড়া3 দ্র]। 2nd person intimate present imperative tense of চড়ানো: চড়ানো2 [ caṛānō2 ] বি. ক্রি. চড় মারা, চপেটাঘাত করা (গালে চড়ানো)। ☐ বিণ. উক্ত অর্থে। [চড়া4 দ্র]।

Processing time: 0.44 s