ঘোল definitions

Bangla-Tangla Dictionary
ঘোল – whey
Samsad Bengali-English Dictionary
ঘোল [ ghōla ] n whey, buttermilk. ঘোল করা v. to make whey. ঘোল খাওয়া v. (fig.) to be put out of countenance, to be put to shame, to be bewildered or harassed. ঘোল খাওয়ানো v. (fig.) to bewilder or harass. ঘোল মওয়া v. to churn butter. মাথায় ঘোল ঢালা to pour whey on one's shaven head (as a mark of public dis grace); (fig.) to disgrace publicly. ঘোল-মউনি n. a churning-stick. ঘোলের শরবত a beverage or drink prepared with whey.
Samsad Bangla Abhidhan
ঘোল [ ghōla ] বি. তক্র, জলের সঙ্গে মিশিয়ে পাতলা করা বা মাখন-তোলা দই। [সং. √ঘূণ্ (< ঘূর্ণ) + অ; অথবা √হন্ + অ -তু. প্রাকৃ. ঘোল]। ঘোল খাওয়া ক্রি. বি. (আল.) বিপদে পড়ে বিব্রত হওয়া। ঘোল খাওয়ানো ক্রি. বি. (আল.) নাকাল করা। মাথায় ঘোল ঢালা ক্রি. বি. (আল.) অপমানিত বা জব্দ করা। ~মউনি বি. যে দণ্ড বা যন্ত্র দিয়ে দই ঘুটে ঘোল করা হয়, দধিমন্থনদণ্ড।

Processing time: 0.39 s