ঘোর definitions

Bangla-Tangla Dictionary
ঘোর[adjective] awful, extreme, dire [noun] enchantment

2nd person ordinary present simple tense of ঘোরা:
ঘোরা – to turn, to wander, to spin

Samsad Bengali-English Dictionary
ঘোর [ ghōra ] a dreadful, frightful, awful (ঘোর বিপদ); severe (ঘোর যুদ্ধ); excessive, extreme, intensive (ঘোর নেশা); beside oneself, dead (ঘোর মাতাল); dense and dark (ঘোর অরণ্য); deep (ঘোর অন্ধকার, ঘোর লাল); sound (ঘোর নিদ্রা); dark (ঘোর সন্ধ্যা) ☐ n. obsession (নেশার ঘোর, সুখের ঘোর); illusion (চোখের ঘোর); darkness (সন্ধ্যার ঘোর). ঘোর করা v. to be come dark, to darken. ঘোর কাটা v. to be freed from obsession or illusion. ঘোর হওয়া v. to become dark, to darken; to become deep, to deepen. ঘোর-ঘোর n. slight darkness, darkishness, duski ness; slight deepness. ☐ a. darkish; slightly deep. ~তর compar. of ঘোর । a. (pos. deg.) extremely terrible or severe. ~দর্শন a. horrid-looking, having a frightful appearance, hideous looking. fem. ~দর্শনা । ~প্যাঁচ n. intricacy or complication; crookedness; angularity. ঘোরে adv. under the influence or spell of. ঘোরা1 [ ghōrā1 ] fem of ঘোর । 2nd person ordinary present simple tense of ঘোরা: ঘুরা, ঘোরা [ ghurā, ghōrā ] v to turn about, to revolve, to spin round; to reel; to ramble, to travel; to grope. ☐ a. roundabout; circuitous, indirect (ঘোরাপথ). ~ঘুরি n. continuous rambling or travelling; frequentation, continuous coming and going. ঘোরাঘুরি করা v. to ramble or travel continuously; to frequent. ঘুরানো v. to cause to turn about, to revolve, to spin; to cause to reel, to reel; to cause to ramble or travel unnecessarily; to harass. ☐ a. revolving; roundabout, circuitous, indirect.
Samsad Bangla Abhidhan
ঘোর [ ghōra ] বিণ-বিণ. বিণ. 1 ভয়ংকর, নিদারুণ (ঘোর বিপদ); 2 অত্যন্ত (ঘোর-নাস্তিক, ঘোর বৈষ্ণব) ; 3 উৎকট (ঘোর মাতাল); 4 দুর্গম ('এ কী এ ঘোর বন': রবীন্দ্র); 5 গাঢ়, গভীর (ঘোর নিদ্রা, ঘোর অন্ধকার)। ☐ বি. 1 জড়তা (ঘুমের ঘোর) ; 2 আবেশ (নেশার ঘোর এখনও কাটেনি); 3 অন্ধকার (সন্ধ্যার ঘোর); 4 মোহ (চোখের ঘোর)। [সং. √ঘুর্ + অ]। স্ত্রী. ঘোরা ('ঘোরা রজনী দিকললনা ভয়বিভলা': রবীন্দ্র)। ঘোর ঘোর বি. অন্ধকারের ভাব (চারিদিকে ঘোর ঘোর হয়ে আসছে)। ~পেঁচ, ~প্যাঁচ, ~ফের বি. 1 জটিলতা; 2 কুটিল অভিসন্ধি। ~তর বিণ. 1 অত্যন্ত ভয়ংকর, নিদারুণ (ঘোরতর নাস্তিক, ঘোরতর যুদ্ধ হল); 2 দুইয়ের মধ্যে বেশি ঘোর। ~দর্শন বিণ. বিকটাকার; দেখলে ভয় লাগে এমন (ঘোরদর্শন মূর্তি)। 2nd person ordinary present simple tense of ঘোরা: ঘুরা, ঘোরা [ ghurā, ghōrā ] ক্রি. 1 ঘূর্ণিত হওয়া, চক্রাকারে ভ্রমণ করা (চাকা ঘুরছে, পৃথিবী সূর্যের চার দিকে ঘোরে); 2 পাক খাওয়া (মাথা ঘুরছে); 3 বেড়ানো (একটু ঘুরে আসি); 4 প্রকৃত বা সঠিক পথ খুঁজে না পেয়ে একই পথে ক্রমাগত ভ্রমণ করা; লক্ষ্যহীন হয়ে বেড়ানো (কেবল ঘুরে মরছি)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. অসরল, কুটিল, ঘুর (ঘোরা পথ)। [সং. √ঘূর্ণ > ঘুর + বাং. আ]। ~ঘুরি বি. হাঁটাহাঁটি; বারবার আসা-যাওয়া (এই ঘোরাঘুরি আর ভালো লাগছে না)। ~নো ক্রি. 1 ঘূর্ণিত করা (হাত ঘোরালে নাড়ু দেব); 2 পাক দেওয়া (লাট্টু ঘোরানো) ; 3 ভ্রমণ বা অনর্থক হাঁটাহাঁটি করানো; 4 বারবার ফিরিয়ে দেওয়া (আপনি আমাকে এত ঘোরাচ্ছেন কেন?)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ ক্রি-বিণ. কুটিলভাবে (তুমি এত ঘুরিয়ে বলছ কেন?)। ~নি, ঘুরুনি বি. ঘূর্ণিত করা বা ঘূর্ণিত হওয়া; পাক দেওয়া; ভ্রমণ; লক্ষ্যহীন হয়ে একই পথে বারবার ঘুরে বেড়ানো।

Processing time: 0.41 s