ঘেরাও definitions

Bangla-Tangla Dictionary
ঘেরাও – surrounding someone and not allowing them to leave

conjunctive of ঘেরা:
ঘেরা – to enclose, to surround

Samsad Bengali-English Dictionary
ঘেরাও [ ghērāō ] n act of enclosing or shutting in or surrounding; gherao, encircling employers or authorities to coerce them to accept demands; besiegement. ☐ a. enclosed; shut in; surrounded; gheraoed; besieged. conjunctive of ঘেরা: ঘিরা, ঘেরা [ ghirā, ghērā ] v to enclose; to shut in; to surround; to overcast or pervade ('আকাশ ঘিরে মেঘ জমেছে'); to besiege. ☐ n. an enclosed place or an enclosing device, an enclosure. ☐ a. enclosed; shut in; surrounded; besieged. ঘিরে ফেলা v. to encircle; to besiege. conjunctive of plural definitive of ঘ: [ gh ] n the fourth consonant of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
ঘেরা, ঘিরা [ ghērā, ghirā ] ক্রি. 1 বেষ্টন করা (বেড়া দিয়ে ঘেরা); 2 চার পাশে বেষ্টনী দেওয়া বা বেষ্টন করা (বাড়িটাকে ঘিরতে হবে); 3 আবৃত বা আচ্ছাদিত করা ('আকাশ ঘিরে মেঘ জুটেছে': রবীন্দ্র)। ☐ বি. বেষ্টন; আচ্ছাদন; পরিবেষ্টিত স্থান; ঘের। ☐ বিণ. 1 বেষ্টিত (ঘেরা বারান্দা); 2 আবৃত। [হি. ঘির-তু. সং. √ঘৃ]। ~ বি. 1 বেষ্টন; 2 অবরোধ; দাবিপূরণের জন্য কর্তৃপক্ষীয় ব্যক্তিকে আটক বা অবরোধ। ☐ বিণ. 1 ঘেরাও করা হয়েছে এমন (অফিসারটি সারাদিন নিজের ঘরে ঘেরাও হয়ে বসে আছেন) ; 2 বেষ্টিত, পরিবেষ্টিত। ~টোপ বি. 1 সর্বাঙ্গ ঢেকে পরবার মতো জামাবিশেষ; 2 বোরখা; 3 (গাড়ি পালকি প্রভৃতি) সম্পূর্ণ ঢেকে রাখার জন্য ঢাকনা। ~নো ক্রি. বি. পরিবেষ্টিত বা অবরুদ্ধ করানো। ☐ বিণ. উক্ত অর্থে। conjunctive of ঘেরা: ঘিরা [ ghirā ] দ্র ঘেরা conjunctive of ঘেরা: ঘেরা, ঘিরা [ ghērā, ghirā ] ক্রি. 1 বেষ্টন করা (বেড়া দিয়ে ঘেরা); 2 চার পাশে বেষ্টনী দেওয়া বা বেষ্টন করা (বাড়িটাকে ঘিরতে হবে); 3 আবৃত বা আচ্ছাদিত করা ('আকাশ ঘিরে মেঘ জুটেছে': রবীন্দ্র)। ☐ বি. বেষ্টন; আচ্ছাদন; পরিবেষ্টিত স্থান; ঘের। ☐ বিণ. 1 বেষ্টিত (ঘেরা বারান্দা); 2 আবৃত। [হি. ঘির-তু. সং. √ঘৃ]। ~ বি. 1 বেষ্টন; 2 অবরোধ; দাবিপূরণের জন্য কর্তৃপক্ষীয় ব্যক্তিকে আটক বা অবরোধ। ☐ বিণ. 1 ঘেরাও করা হয়েছে এমন (অফিসারটি সারাদিন নিজের ঘরে ঘেরাও হয়ে বসে আছেন) ; 2 বেষ্টিত, পরিবেষ্টিত। ~টোপ বি. 1 সর্বাঙ্গ ঢেকে পরবার মতো জামাবিশেষ; 2 বোরখা; 3 (গাড়ি পালকি প্রভৃতি) সম্পূর্ণ ঢেকে রাখার জন্য ঢাকনা। ~নো ক্রি. বি. পরিবেষ্টিত বা অবরুদ্ধ করানো। ☐ বিণ. উক্ত অর্থে। conjunctive of plural definitive of ঘ: [ gh ] বাংলা ভাষার চতুর্থ ব্যঞ্জনবর্ণ এবং ঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য ঘ্ ধ্বনির লিখিত রূপ।

Processing time: 0.4 s