ঘামতে definitions

Bangla-Tangla Dictionary
locative of ঘাম: ঘাম – sweat

imperfective participle and 2nd person ordinary past habitual tense of ঘামা:
ঘামা – to sweat

Samsad Bengali-English Dictionary
locative of ঘাম: ঘাম [ ghāma ] n sweat, perspiration. ঘাম দিয়ে জ্বর ছাড়া (lit.) to perspire on the eve of being relieved of fever; (fig.) to be relieved of anxiety or danger. মাথার ঘাম পায়ে ফেলে with the sweat of one's brow. imperfective participle and 2nd person ordinary past habitual tense of ঘামা: ঘামা [ ghāmā ] v to sweat, to perspire.
Samsad Bangla Abhidhan
locative of ঘাম: ঘাম [ ghāma ] বি. ঘর্ম, স্বেদ, ত্বকের ছিদ্র দিয়ে যে জলীয় পদার্থ শরীর থেকে বেরিয়ে আসে। [সং. ঘর্ম]। ঘাম দিয়ে জ্বর ছাড়া ক্রি. বি. (আল.) উদ্বেগ বা বিপদ কেটে যাওয়ায় আশ্বস্ত হওয়া। ~তেল বি. গর্জনতেল-প্রতিমায় যে তেলের প্রলেপ দিলে প্রতিমা ঘেমেছে বলে মনে হয়। ঘামা ক্রি. ঘর্মাক্ত হওয়া (আমি শীতকালেও ঘামি)। ঘামানো ক্রি. 1 ঘর্মাক্ত করানো; 2 খাটানো, পরিশ্রম করানো (মাথা ঘামানো)। ☐ বি. ঘর্মাক্ত করা, পরিশ্রান্ত করানো। imperfective participle and 2nd person ordinary past habitual tense of ঘামা: ঘাম [ ghāma ] বি. ঘর্ম, স্বেদ, ত্বকের ছিদ্র দিয়ে যে জলীয় পদার্থ শরীর থেকে বেরিয়ে আসে। [সং. ঘর্ম]। ঘাম দিয়ে জ্বর ছাড়া ক্রি. বি. (আল.) উদ্বেগ বা বিপদ কেটে যাওয়ায় আশ্বস্ত হওয়া। ~তেল বি. গর্জনতেল-প্রতিমায় যে তেলের প্রলেপ দিলে প্রতিমা ঘেমেছে বলে মনে হয়। ঘামা ক্রি. ঘর্মাক্ত হওয়া (আমি শীতকালেও ঘামি)। ঘামানো ক্রি. 1 ঘর্মাক্ত করানো; 2 খাটানো, পরিশ্রম করানো (মাথা ঘামানো)। ☐ বি. ঘর্মাক্ত করা, পরিশ্রান্ত করানো।

Processing time: 1.29 s