Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
ঘড়ির definitions
Bangla-Tangla Dictionary
genitive of ঘড়ি:ঘড়ি – clock
Samsad Bengali-English Dictionary
genitive of ঘড়ি:ঘড়ি [ ghaṛi ] n a clock, a watch, a wristwatch, a timepiece; an hour. ঘড়ি-ঘড়িadv. at every hour; at every moment; repeatedly; frequently; often. লার্মঘড়িn. an alarm clock. ট্যাঁকঘড়িn. a pocket watch. টেবলঘড়িn. a table clock, a time-piece. দেওয়ালঘড়িn. a wall clock. পকেটঘড়িn. a pocket watch. পেটাঘড়িn. a gong. বালিঘড়িn. a sand-glass, hourglass. বিরামঘড়িn. (phys.) a stop-watch. সূর্যঘড়িn. a sundial. হাতঘড়িn. a wrist-watch.
Samsad Bangla Abhidhan
genitive of ঘড়ি:ঘড়ি [ ghaṛi ] বি. 1 সময়নিরূপক যন্ত্রবিশেষ (ঘড়ি ধরে কাজ করো); 2 ঘণ্টা, আড়াই দণ্ড (দু-ঘড়ি)। [সং. ঘটী]। ঘড়ি-ঘড়ি ক্রি-বিণ. 1 ঘণ্টায় ঘণ্টায়; 2 প্রতি মুহূর্তে; 3 বারংবার। ট্যাঁকঘড়ি, পকেট ঘড়ি বি. যে ঘড়ি ট্যাঁক বা পকেটে রাখা হয়। দেওয়াল ঘড়ি, দেয়াল ঘড়ি বি. যে-ঘড়ি দেওয়ালে আটকে রাখা হয়। পেটা ঘড়ি বি. যে ঘড়ি পিটিয়ে বাজাতে হয়-যে ঘড়ি আপনা-আপনি বাজে না। সূর্য ঘড়ি বি. যে ঘড়িতে দিনের বেলা রোদের ছায়া দেখে সময় নিরূপণ করা হয়। হাত-ঘড়ি বি. যে ঘড়ি কব্জিতে বাঁধা হয়।genitive of ঘড়ি:পকেট [ pakēṭa ] বি. জিনিসপত্র রাখার জন্য জামার সংলগ্ন ছোটো থলিবিশেষ, জেব। [ইং. pocket]। পকেট কাটা, পকেট মারা ক্রি. বি. পরের পকেট থেকে চুরি করা। পকেট খালি বি. পকেটে পয়সাকড়ি না থাকা। ~ঘড়ি দ্র ঘড়ি। পকেটস্থ করা ক্রি. বি. আত্মসাৎ করা। ~মার, ~কাটা বি. যে অন্যের পকেট থেকে টাকাপয়সা চুরি করে।