ঘটেছিল definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past perfect tense of ঘটা: ঘটা – to happen (eg, an event)
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past perfect tense of ঘটা: ঘটা [ ghaṭā ] n occurrence; pomp, grandeur, eclat; a collection or multitude (ঘনঘটা). ☐ v. to occur, to happen, to come to pass; to be possible (যাওয়া ঘটে উঠল না); to originate, to arise, to spring from (কী থেকে কী ঘটল). ঘটা করে adv. with a spectacular display, with pomp and grandeur, ceremoniously, ostentatiously. ঘটানো v. to cause to occur or happen or come about, to bring to pass, to bring about; to originate, to give rise to.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary past perfect tense of ঘটা: ঘটা2 [ ghaṭā2 ] ক্রি. 1 সংঘটিত হওয়া (বিপদ ঘটেছে); 2 সম্পন্ন হওয়া (ঘটে উঠল না) ; 3 পরিণতি লাভ করা (কী থেকে কী ঘটল)। ☐ বি. সংঘটন। [বাং. √ঘট্ (সং. √ঘট্) + আ]। ~নো ক্রি. 1 সংঘটিত করানো (ছেলেটা দেখছি বিপদ ঘটাবে); 2 সম্পন্ন করানো (বিয়েটা ঘটিয়ে দাও)। ☐ বি. সংঘটিত করা (এ বিয়ে ঘটানো আমার কর্ম নয়)। ☐ বিণ. অন্যের দ্বারা সংঘটিত (শত্রুর দ্বারা ঘটানো বিপদ)।

Processing time: 1.26 s