ঘটায় definitions

Bangla-Tangla Dictionary
locative of ঘটা: ঘটা – to happen (eg, an event)

3rd person ordinary present simple tense of ঘটানো:
ঘটানো – to cause happen (eg, an event)

Samsad Bengali-English Dictionary
locative of ঘটা: ঘটা [ ghaṭā ] n occurrence; pomp, grandeur, eclat; a collection or multitude (ঘনঘটা). ☐ v. to occur, to happen, to come to pass; to be possible (যাওয়া ঘটে উঠল না); to originate, to arise, to spring from (কী থেকে কী ঘটল). ঘটা করে adv. with a spectacular display, with pomp and grandeur, ceremoniously, ostentatiously. ঘটানো v. to cause to occur or happen or come about, to bring to pass, to bring about; to originate, to give rise to. locative of definitive of ঘ: [ gh ] n the fourth consonant of the Bengali alphabet. 3rd person ordinary present simple tense of ঘটানো: ঘটা [ ghaṭā ] n occurrence; pomp, grandeur, eclat; a collection or multitude (ঘনঘটা). ☐ v. to occur, to happen, to come to pass; to be possible (যাওয়া ঘটে উঠল না); to originate, to arise, to spring from (কী থেকে কী ঘটল). ঘটা করে adv. with a spectacular display, with pomp and grandeur, ceremoniously, ostentatiously. ঘটানো v. to cause to occur or happen or come about, to bring to pass, to bring about; to originate, to give rise to.
Samsad Bangla Abhidhan
locative of ঘটা: ঘটা1 [ ghaṭā1 ] বি. 1 ঘটন; 2 সমারোহ, জাঁকজমক (ছেলের বিয়েতে খুব ঘটা হয়েছিল) ; 3 সম্মিলন (গজঘটা); 4 শোভা (পোশাকের কী ঘটা) ; 5 (প্রা. ম. বাং.) সমূহ ('অনঙ্গ তরঙ্গ হোলো উলঙ্গের ঘটা')। [সং. √ঘট্ + অ + আ]। locative of ঘটা: ঘটা2 [ ghaṭā2 ] ক্রি. 1 সংঘটিত হওয়া (বিপদ ঘটেছে); 2 সম্পন্ন হওয়া (ঘটে উঠল না) ; 3 পরিণতি লাভ করা (কী থেকে কী ঘটল)। ☐ বি. সংঘটন। [বাং. √ঘট্ (সং. √ঘট্) + আ]। ~নো ক্রি. 1 সংঘটিত করানো (ছেলেটা দেখছি বিপদ ঘটাবে); 2 সম্পন্ন করানো (বিয়েটা ঘটিয়ে দাও)। ☐ বি. সংঘটিত করা (এ বিয়ে ঘটানো আমার কর্ম নয়)। ☐ বিণ. অন্যের দ্বারা সংঘটিত (শত্রুর দ্বারা ঘটানো বিপদ)। locative of definitive of ঘ: [ gh ] বাংলা ভাষার চতুর্থ ব্যঞ্জনবর্ণ এবং ঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য ঘ্ ধ্বনির লিখিত রূপ। 3rd person ordinary present simple tense of ঘটানো: ঘটা2 [ ghaṭā2 ] ক্রি. 1 সংঘটিত হওয়া (বিপদ ঘটেছে); 2 সম্পন্ন হওয়া (ঘটে উঠল না) ; 3 পরিণতি লাভ করা (কী থেকে কী ঘটল)। ☐ বি. সংঘটন। [বাং. √ঘট্ (সং. √ঘট্) + আ]। ~নো ক্রি. 1 সংঘটিত করানো (ছেলেটা দেখছি বিপদ ঘটাবে); 2 সম্পন্ন করানো (বিয়েটা ঘটিয়ে দাও)। ☐ বি. সংঘটিত করা (এ বিয়ে ঘটানো আমার কর্ম নয়)। ☐ বিণ. অন্যের দ্বারা সংঘটিত (শত্রুর দ্বারা ঘটানো বিপদ)।

Processing time: 1.27 s