Off by 2 letters:
গ্রথন definitions

Samsad Bengali-English Dictionary
গ্রথন [ grathana ] n act of stringing (as flowers in a wreath); composition (as of an essay or a book). গ্রথিত a. strung; composed. গ্রথিত করা v. to string; to compose. গ্রন্থ [ granha ] n a book. ~কার, ~কর্তা n. an author; a writer. fem. ~কর্ত্রী an authoress. ~কীট n. a bookworm. ~ন, ~না same as গ্রথন । গ্রন্থিত same as গ্রথিত ।~স্বত্ব n. copyright.
Samsad Bangla Abhidhan
গ্রথন, গ্রন্থন, গ্রন্থনা [ grathana, granhana, granhanā ] বি. 1 গাঁথা, গাঁথনি; 2 রচনা; 3 বিন্যাস। [সং. √গ্রন্থ্ + অন, + আ]। গ্রথিত. গ্রন্থিত বিণ. 1 গাঁথা হয়েছে এমন; 2 রচিত; 3 সাজানো বা বিন্যস্ত। গ্রন্থন [ granhana ] দ্র গ্রথন
Off by 3 letters:
অগ্র definitions

Samsad Bengali-English Dictionary
অগ্র [ agra ] n the top, the summit; an apex; an end or extremity; the front; the front portion; the surface or the portion at the surface (দধির অগ্র); an aim, a purpose (একাগ্র). ☐ a. first, foremost, primary, leading; chief; anterior. ~ক্রয়াধিকার n. the right of pre-emption. ~গণ্য a. deserving first preference or consideration or mention; foremost; best; principal. ~গতি, ~গমন n. forward movement, advancement; progress, promotion, development, increase; (astr.) progressive motion, progression. ~গামী a. moving forward or to the front; leading; progressive. fem. ~গামিনী । ~জ a. born earlier, senior in age, elder, older. ☐ n. the eldest or an elder brother. ~জিহ্বা n. the uvula, the epiglottis. ~জ্ঞান n. foreknowledge; anticipation. ~ণী a. leading, chief, best. ☐ n. a leader; an inaugurator or initiator; a pioneer. ~দত্ত n. imprest money. ~দানী n. a Brahmin (ব্রাহ্মণ) who receives offerings on behalf of a dead person's soul and consequently is socially degraded. ~দূত n. (mil.) a pioneer; an escort, a guide; a leader; (loos.) a fore runner, a precursor, a harbinger. ~নেতা n. a leader; an army commander. ~পশ্চাৎ adv. considering what is before and after; having foresight and hind sight; pro and con; comprehensively. ~বর্তী a. situated in the front; leading; advanced. fem. ~বর্তিনী । ~ভাগ n. the first part or share; top peak; an extremity or end. ~মহিষী n. the queen-consort. ~সর, ~সার a. going first or commencing, leading; moving forward, advancing. ~সরণ n. advancement. অগ্রসর হওয়া v. to move forward, to advance; to progress. ~স্থ, ~স্থিত a. situated in the front, on the top or at end, apical.
Samsad Bangla Abhidhan
অগ্র [ agra ] বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। ☐ বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্থ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ~গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ~গতি, ~গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ~গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ~গামিনী। ~ বিণ. আগে জন্মেছে এমন। ☐ বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ~জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ~জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ~জ্ঞান বি. ভবিষ্যৎ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ~ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। ☐ বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ~দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ~দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ~দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ~দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উৎপন্ন দ্বীপবিশেষ। ~নায়ক, ~নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ~পশ্চাৎ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাৎ চিন্তা করে কাজ করা)। ~বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্থ, সামনের; 2 আগের। স্ত্রী. ~বর্তিনী। ~ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ~মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ~মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ~মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ~সর, ~সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ~সূচনা বি. পূর্বাভাস। ~স্থ, ~স্থিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্থিত, apical (বি.প.)।
উগ্র definitions

Bangla-Tangla Dictionary
উগ্র – fierce, strong
Samsad Bengali-English Dictionary
উগ্র [ ugra ] a violent; cruel; rough, harsh (উগ্র কথা); haughty; angry, wrathful, hot (উগ্র স্বভাব); severe, fierce (উগ্র তেজ); sharp, pungent, strong (উগ্র শব্দ, উগ্র গন্ধ, উগ্র বিষ). ~কন্ঠ, ~স্বর a. harsh-and-angry-voiced, raucous. ~কন্ঠে, ~স্বরে adv. in a harsh and angry voice, in a rough or rude voice, raucously. ~কর্মা a. one who performs terrible or cruel deeds. ~ক্ষত্রিয় n. the Aguri. ~চণ্ডা, ~চণ্ডী n. fem. an appellation of Goddess Durga (দুর্গা) when conceived as the goddess of wrath; a termagant woman, a termagant, a shrew. ~গন্ধী a. strong scented. ~তপা a. practising severe penance or asceticism. ~তা n. violence; cruelty; roughness, harshness; haughtiness; anger, wrath, heat; severity, fierceness; sharpness. ~দর্শন a. angry looking, of fierce looks, of a stern and forbidding appearance. fem. উগ্রদর্শনা । ~পন্থী a. & n. extremist; terrorist. ~প্রকৃতি a. hot-tempered; quick-tempered; irascible, choleric. ~বীর্য a. high spirited. ~মূর্তি a. angry-looking; fierce looking. ~স্বভাব same as উগ্রপ্রকৃতি ।
Samsad Bangla Abhidhan
উগ্র [ ugra ] বিণ. 1 প্রচণ্ড, ঘোর, তীব্র, চড়া (উগ্র তেজ, উগ্র গন্ধ); 2 কর্কশ, কোপন (উগ্র স্বভাব); 3 রূঢ়, নিষ্ঠুর। [সং. √ উচ্ + র]। বি. ~তা। ~কণ্ঠ, ~স্বর বিণ. কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট। ~কর্মা (-র্মন্) বিণ. ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন। ~ক্ষত্রিয় বি. (মূলত বর্ধমান জেলার ও তৎসন্নিহিত রাঢ় অঞ্চলের) হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি। ~চণ্ডা বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট। উগ্র জাতীয়তা-বাদ বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্থাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ। ~পন্থী বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক। বি. ~পন্থা। ~প্রকৃতি, ~স্বভাব বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত। ~বীর্য বিণ. তীব্র তেজঃপূর্ণ। ~মূর্তি বিণ. অতি ক্রুদ্ধ বা ভয়ংকর মূর্তিবিশিষ্ট। উগ্রা বিণ. স্ত্রী. অতি কোপনস্বভাবা ও কলহপরায়ণা। ☐ বি. 1 প্রখরা নারী; 2 যোগিনীবিশেষ।
গর definitions

Samsad Bengali-English Dictionary
গর [ gara ] pfx denoting: negation (গরহাজির); disparity, want (গরমিল); non-, disetc.
Samsad Bangla Abhidhan
গর [ gara ] অব্য. (পূর্বপদে) অভাব, বৈপরীত্য, নঞ্ (-ন) ইত্যাদি সূচক (গররাজি, গরহাজির)। [আ. গয়র্]।
গারো definitions

Samsad Bangla Abhidhan
গারো [ gārō ] বি. অসমের গারো পর্বতের উপত্যকা অঞ্চলের অধিবাসী উপজাতিবিশেষ।
গেরো definitions

Samsad Bengali-English Dictionary
গেরো2 [ gērō2 ] n a scrape, a difficulty; the influence of an evil star. কপালের গেরো bad luck; predestined misfortune.
Samsad Bangla Abhidhan
গিরা1, গেরো [ girā1, gērō ] বি. গিঁট, বাঁধন (আঁচলে গিরা বা গেরো দেওয়া)। [ফা. গিরহ্]। গেরো1 [ gērō1 ] বি. বাঁধন, গিঁট, গিরা (কাপড়ের খুঁটে গেরো দিয়ে রাখো)। [গিরা1 দ্র]। গেরো2 [ gērō2 ] বি. ফ্যাসাদ; বিপদ, ফের (কপালের গেরো); কুগ্রহ, গ্রহের অমঙ্গলজনক ক্রিয়া। [সং. গ্রহ]।
গো definitions

Bangla-Tangla Dictionary
গো
1. cow
2. an endearing form of address for those older or of the same age
Samsad Bengali-English Dictionary
গো2 [ gō2 ] n the cow; the ox; any of the sense organs (গোচর); the earth (গোপতি).
Samsad Bangla Abhidhan
গো1 [ gō1 ] অব্য. সম্বোধনসূচক শব্দবিশেষ (আজ আমি যাব না গো, সে কী গো)। [সং. অঘোঃ > বাং. ওগো]। গো2 [ gō2 ] বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ~কর্ণ বি. অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ~কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ~ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ~খুর, ~ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ~ক্ষুরা, ~খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ~গৃহ বি. গোশালা, গোয়াল। ~গ্রন্থি বি. ঘুঁটে। ~গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ~ঘৃত বি. গাওয়া ঘি। ~ঘ্ন বিণ. গোহত্যাকারী। ~চন্দন বি. গোরোচনা। ~চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ~দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ~দোহনী, ~দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ~ধন বি. গাভিরূপ সম্পদ। ~ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ~পাট, ~বাট বি. গোগৃহ, গোয়াল। ~বৎস বি. বাছুর। ~বধ বি. গোহত্যা। ~বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ~বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিৎসক। ~ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ~ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্থান। ~মাংস বি. গোরুর মাংস। ~মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্থানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ~মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। ☐ বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ~মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ~মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ~মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ~মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ~যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ~রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ~রক্ষক বি. রাখাল। ~রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ~শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ~স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ~স্তনী বি. আঙুর ফলের গোছা। ~হত্যা বি. গোবধ -এর অনুরূপ। গোদোহিনী [ gōdōhinī ] দ্র গো গোবাট [ gōbāṭa ] দ্র গো গোবৈদ্য, গোভাগাড় [ gōbaidya, gōbhāgāṛa ] দ্র গো গোমাংস, গোমাতা [ gōmāṃsa, gōmātā ] দ্র গো গোমুখ, গোমুখী, গোমূর্খ, গোমূত্র [ gōmukha, gōmukhī, gōmūrkha, gōmūtra ] দ্র গো গোশালা [ gōśālā ] দ্র গো
গোপথ definitions

Samsad Bangla Abhidhan
গোপথ [ gōpatha ] বি. নিয়মিত গো-মহিষাদি চলাচলের ফলে যে পথ তৈরি হয়েছে। [সং. গো + পথ]।
গ্রথিত definitions

Samsad Bengali-English Dictionary
গ্রথন [ grathana ] n act of stringing (as flowers in a wreath); composition (as of an essay or a book). গ্রথিত a. strung; composed. গ্রথিত করা v. to string; to compose.
গ্রন্থ definitions

Bangla-Tangla Dictionary
গ্রন্থ – book
Samsad Bengali-English Dictionary
গ্রন্থ [ granha ] n a book. ~কার, ~কর্তা n. an author; a writer. fem. ~কর্ত্রী an authoress. ~কীট n. a bookworm. ~ন, ~না same as গ্রথন । গ্রন্থিত same as গ্রথিত ।~স্বত্ব n. copyright.
Samsad Bangla Abhidhan
গ্রন্থ [ granha ] বি. 1 বই; পুঁথি; 2 শাস্ত্র। [সং. √গ্রন্থ্+ অ]। ~কার, ~কর্তা (-র্তৃ) বি. গ্রন্থের রচয়িতা; লেখক। ~কীট বি. 1 বইয়ের পোকা; 2 (আল.) গ্রন্থপাঠে অত্যধিক অনুরক্ত এবং অন্য কোনো দিকে খেয়াল নেই এমন ব্যক্তি, book-worm. ~মেলা বি. বইমেলা, যেখানে বহু বই বিক্রয়ের জন্য প্রদর্শিত হয়। ~সাহেব বি. শিখ ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ। ~সূচি বি. বইয়ের তালিকা, catalogue. ~স্বত্ব বি. কোনো গ্রন্থের মুদ্রণ বা প্রকাশ সম্পর্কে উক্ত গ্রন্থের লেখক বা তাঁর মনোনীত ব্যক্তির অধিকার, copyright.
গ্রহ definitions

Bangla-Tangla Dictionary
গ্রহ – planet
Samsad Bengali-English Dictionary
গ্রহ [ graha ] n (astr. & astrol.) a planet; (astrol.) an evil planet, (loos.) an evil star (গ্রহের ফের); eclipse; act of taking; act of assuming (রূপগ্রহ); realization, comprehension (অর্থগ্রহ); misfortune. ~কোপ n. the antagonism or opposition or evil influence of a planet. ~জগৎ n. the planetary world. ~তত্ত্ব n. astronomy. ~দশা n. (astrol.) the period of direct influence of a planet esp. an evil planet. ~দৃষ্টি n. (astrol.) planetary influence (direct or indirect), esp. evil influence. ~দেবতা n. (astrol.) the guardian or presiding deity of a planet. ~দোষ n. (astrol.) he evil influence of a planet. ~পতি n. the sun. ~পীড়া n. (astrol.) the suffering owing to the evil influence of a planet. ~পূজা n. worship of the sun and other planets in order to propitiate them. ~বিপ্র n. a Brahmin astrologer. ~বৈগুণ্য, ~বিপাক n. (astrol.) antagonism or hostility or opposition of a planet. ~মণ্ডল n. (astr. & astrol.) the planetary system. ~রাজ n. the sun. ~শান্তি n. (astrol.) propitiation of planets. ~স্ফুট n. a zodiacal sign indicating the position of a planet.
Samsad Bangla Abhidhan
অঙ্গ [ aṅga ] বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তৎসন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ~গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ~চালন, ~সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ~চ্ছেদ, ~চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ~, .জনু বিণ. দেহ থেকে জাত বা উৎপন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। ☐ বি. সন্তান। ~জা বি. বিণ. কন্যা। ~ত্র, ~ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ~ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ~প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ~প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ~বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ~বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ~বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ~বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ~ঙঙ্গ, ~ভঙ্গি, ~ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ~মর্দন বি. গা টেপা, massage, ~মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ~রক্ষা, ~রাখা বি. আংরাখা; জামা। ~রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ~রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ~রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ~সংস্থান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ~সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ~হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ~হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ~হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। গ্রহ [ graha ] বি. 1 (জ্যোতি.) সূর্যকে প্রদক্ষিণকারী পৃথিবীবুধাদি জ্যোতিষ্ক, planet; 2 গ্রহণ, ধারণ (রূপগ্রহ, দারগ্রহ); 3 উপলব্ধি (অর্থগ্রহ) ; 4 গ্রহবৈগুণ্য, কুগ্রহ (গ্রহের ফের), দুরদৃষ্টি। [সং. √গ্রহ্ + অ]। ~দেবতা বি. (জ্যোতিষ.) গ্রহের অধিদেবতা। ~দোষ বি. (জ্যোতিষ.) গ্রহের বিরুদ্ধ বা প্রতিকূল দৃষ্টি বা আচরণ। ~পতি বি. সূর্য। ~বিদ্যা বি. জ্যোতিষবিদ্যা। ~বিপাক বি. অশুভ গ্রহের প্রভাবের ফলে বিপত্তি। ~বিপ্র বি. জ্যোতিষী, গ্রহাচার্য। ~বৈগুণ্য বি. গ্রহদোষ -এর অনুরূপ। ~মণ্ডল বি. জ্যোতির্মণ্ডল, গ্রহজগৎ। ~রাজ বি. 1 সূর্য; 2 চন্দ্র; 3 বৃহস্পতি। ~শান্তি অশুভ গ্রহের প্রভাব দূর করার জন্য পূজা বা স্বস্ত্যয়ন। ~স্ফুট বি. (জ্যোতিষ.) গ্রহের স্থিতিস্থাপক রাশি। গ্রহের ফের বি. 1 কুগ্রহের বা অদৃষ্টের প্রতিকূল আচরণ ; 2 বিপদ। গ্রহদেবতা, গ্রহদোষ, গ্রহপতি, গ্রহবিপাক, গ্রহবিপ্র, গ্রহবৈগুণ্য, গ্রহমণ্ডল, গ্রহরাজ, গ্রহশান্তি, গ্রহস্ফুট [ grahadēbatā, grahadōṣa, grahapati, grahabipāka, grahabipra, grahabaiguṇya, grahamaṇḍala, graharāja, grahaśānti, grahasphuṭa ] দ্র গ্রহ
নিগ্রো definitions

Samsad Bangla Abhidhan
নিগ্রো [ nigrō ] বি. (মূলত আফ্রিকার) কৃষ্ণকায় মানুষ। [ইং. negro]।
রথ definitions

Bangla-Tangla Dictionary
রথ – chariot
Samsad Bengali-English Dictionary
রথ [ ratha ] n a chariot; the chariot of Jagannatha; the festival of Jagannatha going in a chariot for a sea-bath; a car, a carriage, a vehicle. রথ টানা v. to draw the chariot of Jagannatha (by his devotees on the occasion of his going for a sea-bath). রথ দেখা ও কলা বেচা (fig.) to kill two birds with one stone. রথের মেলা a fair held on the occasion of the festival of Jagannatha going in a chariot for a sea-bath. ~চক্র n. a wheel of a chariot or (rare) of a carriage. ~চালক, ~বাহক n. a charioteer; (rare) a car-driver, a car man. ~যাত্রা n. the Hindu festival of Jagannatha going in a chariot for a sea-bath. রথাঙ্গ same as ~চক্র । রথারূঢ় a. riding in or mounted on a chariot or any vehicle; charioted. fem. রথারূঢ়া । রথারোহন করা v. to board a chariot or any vehicle. রথারোহী a. riding in a chariot or any vehicle. ☐ n. a charioteer; a rider or passenger of any vehicle. fem. রথারোহিণী । রথী n. a charioteer; (hist.) a famous hero who fights riding in a chariot; a (famous or valorous) warrior; (fig.) a hero.
Samsad Bangla Abhidhan
রথ [ ratha ] বি. 1 সচ. ঘোড়ায়-টানা চাকাযুক্ত প্রাচীন যানবিশেষ বা যুদ্ধযানবিশেষ; 2 জগন্নাথদেবের যান বা তদনুকরণে নির্মিত যান (রথযাত্রা)। [সং. √ রম্ + থ]। ~চক্র, রথাঙ্গ বি. 1 রথের চাকা; 2 চক্রবাক পাখি, চখা। রথ টানা ক্রি. বি. রথযাত্রা উপলক্ষ্যে ভক্তবৃন্দের দ্বারা জগন্নাথদেবের রথ দড়ির সাহায্যে টেনে নিয়ে যাওয়া। রথ দেখা ও কলা বেচা (আল.) একই সঙ্গে আনন্দ উপভোগ ও উপার্জন করা। ~যাত্রা বি. আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ার অনুষ্ঠিত জগন্নাথদেবের রথভ্রমণের উৎসব।
রো definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of রোয়া: রোয়া – to plant
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of রোয়া: রোয়া2 [ rōẏā2 ] v to sow, to plant (ধান রোয়া). ☐ a. sown or planted, that which has been sown or planted. ~নো v. to cause to sow or plant.
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of রোয়া: রুয়া, রোয়া [ ruẏā, rōẏā ] ক্রি. বি. রোপণ করা (ধান রোয়া, কত ধান রুয়েছ?)। ☐ বিণ. উক্ত অর্থে (রোয়া ধান)। [সং. √ রুহ্ + ণিচ্ + বাং. আ।] ~নো ক্রি. বি. রোপণ করানো। ☐ বিণ. উক্ত অর্থে। 2nd person intimate present imperative tense of রোয়া: রোয়া1 [ rōẏā1 ] ক্রি. রুয়া -র চলিত রূপ। ☐ বিণ. রোপণ করা বা পোঁতা হয়েছে এমন (রোয়া গাছ, রোয়া ধান)। 2nd person intimate present imperative tense of রোয়া: রোয়া2 [ rōẏā2 ] ক্রি. (আঞ্চ. ব্রজ. ও কাব্যে) কাঁদা। [হি. রোনা]।
রোথো definitions

Samsad Bangla Abhidhan
রোতো, রোথো [ rōtō, rōthō ] ('রদ্দি' অর্থে) রথো -র বানানভেদ।
Off by 4 letters:
অগ্রজ definitions

Samsad Bengali-English Dictionary
অগ্র [ agra ] n the top, the summit; an apex; an end or extremity; the front; the front portion; the surface or the portion at the surface (দধির অগ্র); an aim, a purpose (একাগ্র). ☐ a. first, foremost, primary, leading; chief; anterior. ~ক্রয়াধিকার n. the right of pre-emption. ~গণ্য a. deserving first preference or consideration or mention; foremost; best; principal. ~গতি, ~গমন n. forward movement, advancement; progress, promotion, development, increase; (astr.) progressive motion, progression. ~গামী a. moving forward or to the front; leading; progressive. fem. ~গামিনী । ~জ a. born earlier, senior in age, elder, older. ☐ n. the eldest or an elder brother. ~জিহ্বা n. the uvula, the epiglottis. ~জ্ঞান n. foreknowledge; anticipation. ~ণী a. leading, chief, best. ☐ n. a leader; an inaugurator or initiator; a pioneer. ~দত্ত n. imprest money. ~দানী n. a Brahmin (ব্রাহ্মণ) who receives offerings on behalf of a dead person's soul and consequently is socially degraded. ~দূত n. (mil.) a pioneer; an escort, a guide; a leader; (loos.) a fore runner, a precursor, a harbinger. ~নেতা n. a leader; an army commander. ~পশ্চাৎ adv. considering what is before and after; having foresight and hind sight; pro and con; comprehensively. ~বর্তী a. situated in the front; leading; advanced. fem. ~বর্তিনী । ~ভাগ n. the first part or share; top peak; an extremity or end. ~মহিষী n. the queen-consort. ~সর, ~সার a. going first or commencing, leading; moving forward, advancing. ~সরণ n. advancement. অগ্রসর হওয়া v. to move forward, to advance; to progress. ~স্থ, ~স্থিত a. situated in the front, on the top or at end, apical.
Samsad Bangla Abhidhan
অগ্র [ agra ] বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। ☐ বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্থ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ~গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ~গতি, ~গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ~গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ~গামিনী~ বিণ. আগে জন্মেছে এমন। ☐ বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ~জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ~জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ~জ্ঞান বি. ভবিষ্যৎ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ~ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। ☐ বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ~দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ~দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ~দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ~দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উৎপন্ন দ্বীপবিশেষ। ~নায়ক, ~নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ~পশ্চাৎ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাৎ চিন্তা করে কাজ করা)। ~বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্থ, সামনের; 2 আগের। স্ত্রী. ~বর্তিনী। ~ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ~মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ~মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ~মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ~সর, ~সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ~সূচনা বি. পূর্বাভাস। ~স্থ, ~স্থিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্থিত, apical (বি.প.)।
অগ্রস্থ definitions

Samsad Bengali-English Dictionary
অগ্র [ agra ] n the top, the summit; an apex; an end or extremity; the front; the front portion; the surface or the portion at the surface (দধির অগ্র); an aim, a purpose (একাগ্র). ☐ a. first, foremost, primary, leading; chief; anterior. ~ক্রয়াধিকার n. the right of pre-emption. ~গণ্য a. deserving first preference or consideration or mention; foremost; best; principal. ~গতি, ~গমন n. forward movement, advancement; progress, promotion, development, increase; (astr.) progressive motion, progression. ~গামী a. moving forward or to the front; leading; progressive. fem. ~গামিনী । ~জ a. born earlier, senior in age, elder, older. ☐ n. the eldest or an elder brother. ~জিহ্বা n. the uvula, the epiglottis. ~জ্ঞান n. foreknowledge; anticipation. ~ণী a. leading, chief, best. ☐ n. a leader; an inaugurator or initiator; a pioneer. ~দত্ত n. imprest money. ~দানী n. a Brahmin (ব্রাহ্মণ) who receives offerings on behalf of a dead person's soul and consequently is socially degraded. ~দূত n. (mil.) a pioneer; an escort, a guide; a leader; (loos.) a fore runner, a precursor, a harbinger. ~নেতা n. a leader; an army commander. ~পশ্চাৎ adv. considering what is before and after; having foresight and hind sight; pro and con; comprehensively. ~বর্তী a. situated in the front; leading; advanced. fem. ~বর্তিনী । ~ভাগ n. the first part or share; top peak; an extremity or end. ~মহিষী n. the queen-consort. ~সর, ~সার a. going first or commencing, leading; moving forward, advancing. ~সরণ n. advancement. অগ্রসর হওয়া v. to move forward, to advance; to progress. ~স্থ, ~স্থিত a. situated in the front, on the top or at end, apical.
Samsad Bangla Abhidhan
অগ্র [ agra ] বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। ☐ বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্থ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ~গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ~গতি, ~গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ~গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ~গামিনী। ~ বিণ. আগে জন্মেছে এমন। ☐ বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ~জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ~জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ~জ্ঞান বি. ভবিষ্যৎ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ~ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। ☐ বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ~দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ~দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ~দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ~দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উৎপন্ন দ্বীপবিশেষ। ~নায়ক, ~নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ~পশ্চাৎ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাৎ চিন্তা করে কাজ করা)। ~বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্থ, সামনের; 2 আগের। স্ত্রী. ~বর্তিনী। ~ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ~মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ~মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ~মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ~সর, ~সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ~সূচনা বি. পূর্বাভাস। ~স্থ, ~স্থিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্থিত, apical (বি.প.)।
অগ্রে definitions

Samsad Bengali-English Dictionary
অগ্রে [ agrē ] adv at first; at the front; at the outset, in the beginning, before, formerly; beforehand; in the presence of, approaching (বিচারকের অগ্রে আবেদন).
Samsad Bangla Abhidhan
অগ্র [ agra ] বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। ☐ বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্থ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ~গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ~গতি, ~গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ~গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ~গামিনী। ~ বিণ. আগে জন্মেছে এমন। ☐ বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ~জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ~জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ~জ্ঞান বি. ভবিষ্যৎ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ~ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। ☐ বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ~দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ~দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ~দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ~দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উৎপন্ন দ্বীপবিশেষ। ~নায়ক, ~নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ~পশ্চাৎ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাৎ চিন্তা করে কাজ করা)। ~বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্থ, সামনের; 2 আগের। স্ত্রী. ~বর্তিনী। ~ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ~মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ~মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ~মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ~সর, ~সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ~সূচনা বি. পূর্বাভাস। ~স্থ, ~স্থিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্থিত, apical (বি.প.)।
আগর definitions

Samsad Bengali-English Dictionary
আগর [ āgara ] n carpenter's boring or drilling tool, auger, perforator, borer.
Samsad Bangla Abhidhan
আগর2 [ āgara2 ] বিণ. (অপ্র.) শ্রেষ্ঠ, প্রধান; উৎকৃষ্ট। [সং. অগ্র]। স্ত্রী আগরী
আগ্রহ definitions

Bangla-Tangla Dictionary
আগ্রহ – interest, enthusiasm
Samsad Bengali-English Dictionary
আগ্রহ [ āgraha ] n eagerness; zeal, earnestness, intentness, an intent desire; an inclination; wistfulness. আগ্রহাতিশয় n. excessive eagerness or zeal or affection or wistfulness. আগ্রহান্বিত a. eager; zealous; intent; intently desirous; inclined (to); wistful.
Samsad Bangla Abhidhan
আগ্রহ [ āgraha ] বি. 1 ঝোঁক, উৎসাহ (লেখাপড়ায় আগ্রহ); 2 বিশেষ প্রবৃত্তি, আসক্তি; 3 ঐকান্তিক চেষ্টা বা ইচ্ছা। [সং. আ + √ গ্রহ্ + অ]। আগ্রহাতি-শয় বি. অতিশয় আগ্রহ, অতিশয় উৎসাহ বা আসক্তি। আগ্রহান্বিত, আগ্রহী বিণ. আগ্রহ বা উৎসাহ আছে এমন, উৎসুক (শিখতে আগ্রহী, এ ব্যাপারে আমি বেশ আগ্রহান্বিত বোধ করছি)।

Processing time: 0.67 s