গ্রহণ definitions

Bangla-Tangla Dictionary
গ্রহণ – acceptance (+ করা = to accept)
Samsad Bengali-English Dictionary
গ্রহণ1 [ grahaṇa1 ] n taking or receiving (ভিক্ষাগ্রহণ); holding (হস্তগ্রহণ); assuming (ছদ্মবেশ গ্রহণ); adoption (সন্ন্যাস গ্রহণ); reception (অতিথিকে সাদরে গ্রহণ); acceptance (নিমন্ত্রণ গ্রহণ); comprehension, realization (রচনার অর্থগ্রহণ); drinking or eating (জলগ্রহণ, অন্নগ্রহণ); taking in (শ্বাসগ্রহণ); act of inhaling (গন্ধগ্রহণ). গ্রহণ করা v. to take, to receive; to hold; to assume; to adopt; to accept; to comprehend, to realize; to drink or eat; to take in; to inhale. ~ক্ষম a. receptive. ~ক্ষমতা, ~শক্তি n. receptive power or capacity. গ্রহণ2 [ grahaṇa2 ] n an eclipse. গ্রহণ ছাড়ে v. an eclipse ends. গ্রহণ লাগে v. an eclipse be gins or starts. গ্রহণ হয় v. an eclipse takes place or occurs. ~মোক্ষ n. end of an eclipse. ~স্থিতি n. duration of an eclipse. ~স্পর্শ n. commencement of an eclipse. পূর্ণগ্রহণ n. total eclipse. খণ্ডগ্রহণ n. partial eclipse.
Samsad Bangla Abhidhan
গেরন [ gērana ] (চন্দ্রসূর্যের) গ্রহণ -এর অমা. কথ্য রূপ। গ্রহণ [ grahaṇa ] বি. 1 প্রাপ্তি, আদান (ভিক্ষাগ্রহণ); 2 ধারণ (হস্তগ্রহণ) ; 3 স্বীকার (নিমন্ত্রণগ্রহণ); 4 অবলম্বন, আশ্রয় (সন্ন্যাসগ্রহণ); 5 বরণ (অতিথিকে সাদরে গ্রহণ); 6 মেনে নেওয়া (উপদেশগ্রহণ, পরামর্শগ্রহণ); 7 উপলব্ধি (অর্থগ্রহণ) ; 8 সমাদর (গুণগ্রহণ); 9 আহার, পান (অন্নগ্রহণ, জলগ্রহণ); 1 আকর্ষণ, টেনে নেওয়া (কেশগ্রহণ); 11 গ্রহাদির গ্রাস বা অদৃশ্য হওয়া (চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ)। [সং. √গ্রহ্ + অন]। গ্রহণীয় বিণ. গ্রহণযোগ্য, গ্রহণ করার মতো। গ্রহণেচ্ছা বি. গ্রহণের ইচ্ছা। গ্রহণেচ্ছু বিণ. গ্রহণ করতে ইচ্ছুক। গ্রহণীয় [ grahaṇīẏa ] দ্র গ্রহণ

Processing time: 0.39 s