Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
গ্রহ definitions
Bangla-Tangla Dictionary
গ্রহ – planet
Samsad Bengali-English Dictionary
গ্রহ [ graha ] n (astr. & astrol.) a planet; (astrol.) an evil planet, (loos.) an evil star (গ্রহের ফের); eclipse; act of taking; act of assuming (রূপগ্রহ); realization, comprehension (অর্থগ্রহ); misfortune. ~কোপn. the antagonism or opposition or evil influence of a planet. ~জগৎn. the planetary world. ~তত্ত্বn. astronomy. ~দশাn. (astrol.) the period of direct influence of a planet esp. an evil planet. ~দৃষ্টিn. (astrol.) planetary influence (direct or indirect), esp. evil influence. ~দেবতাn. (astrol.) the guardian or presiding deity of a planet. ~দোষn. (astrol.) he evil influence of a planet. ~পতিn. the sun. ~পীড়াn. (astrol.) the suffering owing to the evil influence of a planet. ~পূজাn. worship of the sun and other planets in order to propitiate them. ~বিপ্রn. a Brahmin astrologer. ~বৈগুণ্য, ~বিপাকn. (astrol.) antagonism or hostility or opposition of a planet. ~মণ্ডলn. (astr. & astrol.) the planetary system. ~রাজn. the sun. ~শান্তিn. (astrol.) propitiation of planets. ~স্ফুটn. a zodiacal sign indicating the position of a planet.
Samsad Bangla Abhidhan
অঙ্গ [ aṅga ] বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তৎসন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ~গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ~চালন, ~সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ~চ্ছেদ, ~চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ~জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উৎপন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। ☐ বি. সন্তান। ~জা বি. বিণ. কন্যা। ~ত্র, ~ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ~ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ~প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ~প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ~বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ~বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ~বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ~বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ~ঙঙ্গ, ~ভঙ্গি, ~ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ~মর্দন বি. গা টেপা, massage, ~মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ~রক্ষা, ~রাখা বি. আংরাখা; জামা। ~রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ~রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ~রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ~সংস্থান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ~সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ~হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ~হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ~হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী।গ্রহ [ graha ] বি. 1 (জ্যোতি.) সূর্যকে প্রদক্ষিণকারী পৃথিবীবুধাদি জ্যোতিষ্ক, planet; 2 গ্রহণ, ধারণ (রূপগ্রহ, দারগ্রহ); 3 উপলব্ধি (অর্থগ্রহ) ; 4 গ্রহবৈগুণ্য, কুগ্রহ (গ্রহের ফের), দুরদৃষ্টি। [সং. √গ্রহ্ + অ]। ~দেবতা বি. (জ্যোতিষ.) গ্রহের অধিদেবতা। ~দোষ বি. (জ্যোতিষ.) গ্রহের বিরুদ্ধ বা প্রতিকূল দৃষ্টি বা আচরণ। ~পতি বি. সূর্য। ~বিদ্যা বি. জ্যোতিষবিদ্যা। ~বিপাক বি. অশুভ গ্রহের প্রভাবের ফলে বিপত্তি। ~বিপ্র বি. জ্যোতিষী, গ্রহাচার্য। ~বৈগুণ্য বি. গ্রহদোষ -এর অনুরূপ। ~মণ্ডল বি. জ্যোতির্মণ্ডল, গ্রহজগৎ। ~রাজ বি. 1 সূর্য; 2 চন্দ্র; 3 বৃহস্পতি। ~শান্তি অশুভ গ্রহের প্রভাব দূর করার জন্য পূজা বা স্বস্ত্যয়ন। ~স্ফুট বি. (জ্যোতিষ.) গ্রহের স্থিতিস্থাপক রাশি। গ্রহের ফের বি. 1 কুগ্রহের বা অদৃষ্টের প্রতিকূল আচরণ ; 2 বিপদ।গ্রহদেবতা, গ্রহদোষ, গ্রহপতি, গ্রহবিপাক, গ্রহবিপ্র, গ্রহবৈগুণ্য, গ্রহমণ্ডল, গ্রহরাজ, গ্রহশান্তি, গ্রহস্ফুট [ grahadēbatā, grahadōṣa, grahapati, grahabipāka, grahabipra, grahabaiguṇya, grahamaṇḍala, graharāja, grahaśānti, grahasphuṭa ] দ্র গ্রহ।