Off by 2 letters:
গ্যাংগ্রীন definitions

Bangla-Tangla Dictionary
গ্যাংগ্রীন – gangrene [English]
Off by 7 letters:
খ্যাংরা definitions

Samsad Bengali-English Dictionary
খেঙরা [ khēṅarā ] rej spell. of খেংরা and খ্যাংরা । খ্যাংরা [ khyāṃrā ] n a broom or broomstick, a besom. ~পেটা করা v. to beat or thrash with a broom, to strike with a broom.
Samsad Bangla Abhidhan
খেংরা, খ্যাংরা [ khēṃrā, khyāṃrā ] বি. ঝাঁটা (খ্যাংরা মেরে বিদেয় করব ওকে)। [দেশি]।
গোগ্রাস definitions

Samsad Bengali-English Dictionary
গোগ্রাস [ gōgrāsa ] n an offering of sanctified grass to a cow at the end of one's penitence; a large morsel. গোগ্রাসে খাওয়া বা গেলা v. to eat hastily in large morsels, to gobble; to eat ravenously or wolfishly.
Samsad Bangla Abhidhan
গো2 [ gō2 ] বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ~কর্ণ বি. অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ~কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ~ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ~খুর, ~ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ~ক্ষুরা, ~খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ~গৃহ বি. গোশালা, গোয়াল। ~গ্রন্থি বি. ঘুঁটে। ~গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ~ঘৃত বি. গাওয়া ঘি। ~ঘ্ন বিণ. গোহত্যাকারী। ~চন্দন বি. গোরোচনা। ~চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ~দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ~দোহনী, ~দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ~ধন বি. গাভিরূপ সম্পদ। ~ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ~পাট, ~বাট বি. গোগৃহ, গোয়াল। ~বৎস বি. বাছুর। ~বধ বি. গোহত্যা। ~বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ~বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিৎসক। ~ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ~ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্থান। ~মাংস বি. গোরুর মাংস। ~মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্থানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ~মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। ☐ বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ~মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ~মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ~মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ~মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ~যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ~রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ~রক্ষক বি. রাখাল। ~রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ~শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ~স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ~স্তনী বি. আঙুর ফলের গোছা। ~হত্যা বি. গোবধ -এর অনুরূপ।
গ্যারাজ definitions

Samsad Bangla Abhidhan
গ্যারাজ, গ্যারেজ [ gyārāja, gyārēja ] বি. মোটরগাড়ি, বাস ইত্যাদি রাখার স্থান। [ইং. garage < ফ. garage গারাজ্]।
গ্যাস definitions

Bangla-Tangla Dictionary
গ্যাস – gas [English]
Samsad Bengali-English Dictionary
গ্যাস [ gyāsa ] n gas; (inf. and sl.) a bluff, a fib. গ্যাসীয় a. gaseous.
Samsad Bangla Abhidhan
গ্যাস [ gyāsa ] বি. বায়ব্য পদার্থ, কয়লা প্রভৃতি থেকে উৎপন্ন বায়ব্য দাহ্য পদার্থ। [ইং. gas]। গ্যাস দেওয়া, গ্যাস ছাড়া (অশা.) বি. ক্রি. বাজে কথা বলা; মিথ্যা গল্প বলা; মিথ্যা কথা বিশ্বাস করবার চেষ্টা করা। তু. গুল মারা। ~বেলুন বি. গ্যাস-পোরা বেলুন। গ্যাসীয় বিণ. 1 গ্যাসসংক্রান্ত; 2 গ্যাসজাত ; 3 গ্যাসধর্মী।
গ্রাস definitions

Bangla-Tangla Dictionary
গ্রাস – swallowing (+ করা = to swallow)
Samsad Bengali-English Dictionary
গ্রাস [ grāsa ] n a mouthful, a morsel; the inner cavity of an opened mouth, a gape; a handful (as at snatching); a grip, a hold, seizure; appropriation; act of swallowing or devouring or eating or drinking; feed; food; an eclipse. গ্রাস করা v. to swallow or devour; to eat or drink; to seize; to grip; to appropriate to oneself; to eclipse. গ্রাস হওয়া v. to be eclipsed. ~কারী a. & n. one who or that which swallows or devours or eats or drinks or seizes or appropriates or eclipses. ~নালি n. the gullet, the oesophagus. গ্রাসাচ্ছাদন n. food and clothing; subsistence; bare subsistence.
Samsad Bangla Abhidhan
গ্রাস [ grāsa ] বি. 1 ভোজনের জন্য এক-একবারে যে পরিমাণ খাদ্যদ্রব্য হাত দিয়ে মুখে তোলা হয়; 2 কবল (কালগ্রাস) ; 3 ভক্ষণ, গলাধঃকরণ, গেলা; 4 খোরাক, অন্ন (গ্রাসাচ্ছাদন) ; 5 গ্রহণের সময় আবৃত হওয়া (চন্দ্রের বা সূর্যের পূর্ণগ্রাস, বলয়গ্রাস) ; 6 (গৌণার্থে) অন্যায়ভাবে গ্রহণ (অপরের সম্পত্তি গ্রাস)। [সং. √গ্রস্ + অ]। ~কারী (-রিন্) বিণ. বি. ভক্ষণকারী, খাদক; যে গ্রাস করে। ~নালি, ~নালী বি. যে-পথে ভুক্ত দ্রব্য পাকস্থলীতে পৌঁছায়, অন্ননলি, খাদ্যনলি, gullet. গ্রাসাচ্ছাদন বি. খোরপোশ, অন্নবস্ত্র। গ্রাসিত বিণ. 1 কবলিত; 2 ভক্ষিত।
ট্যাংরা definitions

Samsad Bengali-English Dictionary
ট্যাংরা [ ṭyāṃrā ] n a species of small scaleless river fish.
Samsad Bangla Abhidhan
টেংরা [ ṭēṃrā ] দ্র ট্যাংরা ট্যাংরা [ ṭyāṃrā ] বি. আঁশহীন ছোট মাছবিশেষ। [সং. ত্রিকণ্টক]।
Off by 8 letters:
কালগ্রাস definitions

Samsad Bengali-English Dictionary
কালগ্রাস [ kālagrāsa ] n the jaws of death. কালগ্রাসে পতিত হওয়া v. to fall or be led into the jaws of death, to die or be killed.
Samsad Bangla Abhidhan
কাল2 [ kāla2 ] বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্থা অর্থাৎ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ~কর্ণী বি. অলক্ষ্মী। ~কূট বি. মারাত্মক বিষবিশেষ। ~ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ~ক্ষেপ, ~ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ~গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ~ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ~ঘুম, ~নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ~চক্র বি. চক্রবৎ অবিরাম ভ্রমণশীল সময়। ~জ্ঞ বিণ. কালবিৎ, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। ☐ বি. দৈরজ্ঞ। ~জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ~ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ~পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ~বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ~বৈশাখী (কথ্য.) ~বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ~ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ~ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ~যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ~রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ~শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ~সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ~স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ~হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিৎ, কখনোসখনো।
ক্যানভাস definitions

Bangla-Tangla Dictionary
ক্যানভাস – canvas [English]
Samsad Bangla Abhidhan
ক্যান-ভাস1 [ kyāna-bhāsa1 ] বি. 1 তাঁবু, চিত্রপট প্রভৃতির জন্য ব্যবহৃত শক্ত মোটা কাপড়বিশেষ, ক্যাম্বিস ; 2 চিত্রপট (বিরাট ক্যানভাস জুড়ে ছবি)। [ইং. canvas]। ক্যান-ভাস2 [ kyāna-bhāsa2 ] বি. ভোট চাঁদা ইত্যাদি চাওয়ার জন্য লোকের কাছে যাওয়া; ভোটের জন্য বা কারও পক্ষে জনমত তৈরির জন্য প্রচার (সারা দিন ভোটের ক্যানভাস করে ক্লান্ত)। [ইং. canvass]।
ক্যারা definitions

Samsad Bangla Abhidhan
ক্যারা [ kyārā ] বি. 1 কেন্নো; 2 কীট, পোকা; 3 (আল.) পাগলামি, খ্যাপামি (মাথায় ক্যারা আছে)। [দেশি]।
গর্গরী definitions

Samsad Bangla Abhidhan
গর্গর [ gargara ] বি. 1 কলসি, গাগরি; 2 জলের আবর্ত; 3 দধি মন্থনের পাত্র। [সং. গর্গ + √রা + অ]। স্ত্রী. গর্গরী
গাত্রী definitions

Samsad Bangla Abhidhan
গাতা [ gātā ] (-তৃ) বিণ. বি. গায়ক (উদ্গাতা)। [সং. √গৈ + তৃ]। স্ত্রী. গাত্রী গাত্রী [ gātrī ] বি. (স্ত্রী.) গায়িকা। [গাতা দ্র]।
গ্যালন definitions

Samsad Bangla Abhidhan
গ্যালন [ gyālana ] বি. তরল দ্রব্যের ওজনের পরিমাণবিশেষ-এক গ্যালন প্রায় সাড়ে চার লিটারের সমান। [ইং. gallon]।
গ্রীবা definitions

Samsad Bengali-English Dictionary
গ্রীবা [ grībā ] n the throat; the neck; the nape of the neck. ~দেশ n. the nape of the neck; (loos.) the neck or the throat. ~ভঙ্গি n. a (beautiful) gesture of the neck or the throat.
Samsad Bangla Abhidhan
গ্রীবা [ grībā ] বি. 1 গলদেশ; 2 ঘাড়। [সং. √গৃ + ব + আ]। ~দেশ বি. ঘাড়। ~ভঙ্গি বি. (সুন্দরভাবে) ঘাড় বেঁকানো।
ট্যানা definitions

Samsad Bengali-English Dictionary
টেনা, ট্যানা [ ṭēnā, ṭyānā ] n a piece of rag. টেনা-পরা a. ragged.
Samsad Bangla Abhidhan
টেনা [ ṭēnā ] দ্র ট্যানা ট্যানা, ত্যানা [ ṭyānā, tyānā ] বি. মলিন ও ছিন্ন বস্ত্রখণ্ড বা বস্ত্র; কানি, ন্যাতা। [দেশি-তু. হি. তানা]। তেনা2 [ tēnā2 ] বি. জীর্ণ বস্ত্রখণ্ড, ন্যাকড়া। [ট্যানা দ্র]।
ট্যারা definitions

Samsad Bengali-English Dictionary
টেরা2, ট্যারা [ ṭērā2, ṭyārā ] a squint-eyed, cross-eyed.
Samsad Bangla Abhidhan
টেরা, ট্যারা [ ṭērā, ṭyārā ] বি. বিণ. বাঁকা দৃষ্টি বা বাঁকা দৃষ্টিসম্পন্ন (ট্যারা চোখ)। [হি. টেড় < সং. টের; তু. টেরে বলিরকেকরৌ' (squint-eyed); অমরকোষ-টীকা]। টেরিয়ে যাওয়া (আল.) ক্রি. বি. (কথ্য) বিস্ময়ে চোখ ট্যারা হয়ে যাওয়া অর্থাৎ বোকা বনে যাওয়া। ট্যারা [ ṭyārā ] দ্র টেরা
ঢ্যারা definitions

Samsad Bangla Abhidhan
ঢেরা, ঢ্যারা [ ḍhērā, ḍhyārā ] বি. 1 'x' এই চিহ্ন; 2 দ়ড়ি পাকাবার যন্ত্রবিশেষ। [দেশি] ~. সই বি. নিরক্ষর ব্যক্তির 'x' এই চিহ্ন দ্বারা প্রদত্ত সই বা দস্তখত ঢ্যাঁড়স, ঢ্যাঁড়া, ঢ্যাঙা, ঢ্যাপসা, ঢ্যারা [ ḍhyān̐ṛsa, ḍhyān̐ṛā, ḍhyāṅā, ḍhyāpasā, ḍhyārā ] যথাক্রমে ঢেঁড়স, ঢেঁড়া, ঢেঙা, ঢেপসাঢেরা -র রূপভেদ।
ঢ্যারাসই definitions

Samsad Bangla Abhidhan
ঢেরা, ঢ্যারা [ ḍhērā, ḍhyārā ] বি. 1 'x' এই চিহ্ন; 2 দ়ড়ি পাকাবার যন্ত্রবিশেষ। [দেশি] ~. সই বি. নিরক্ষর ব্যক্তির 'x' এই চিহ্ন দ্বারা প্রদত্ত সই বা দস্তখত
ত্যাগী definitions

Samsad Bengali-English Dictionary
ত্যাগ [ tyāga ] n giving up (দাবিত্যাগ, প্রাণত্যাগ); abandonment, act of forsaking, desertion; leaving (দেশত্যাগ); relinquishment, resignation (পদত্যাগ, কর্মত্যাগ); casting or casting off (শরত্যাগ, খোলসত্যাগ) renunciation, sacrifice; giving away in charity or benevolence; disavowal (ধর্মত্যাগ); divorce (পত্নীত্যাগ); act of disowning (পুত্রত্যাগ). ত্যাগ করা v. to give up; to abandon, to forsake, to desert; to leave; to relinquish, to resign; to cast (off); to renounce, to sacrifice; to give away in charity or benevolence; to disavow; to divorce; to disown. ~পত্র n. a deed of relinquishment (as of a right, interest etc.); a bill of divorcement. ~স্বীকার n. self-denial, self-abnegation. ত্যাগস্বীকার করা v. to deny oneself, to renounce one's interests. ত্যাগী a. self-denying, self-abnegating; renouncing one's interests or pleasures. ☐ n. a self-denier or self-abnegator, a renouncer of self interests or pleasures.
Samsad Bangla Abhidhan
ত্যাগ [ tyāga ] বি. 1 বর্জন, পরিহার (ধর্মত্যাগ, দেশত্যাগ); 2 ক্ষেপণ (শরত্যাগ, অস্ত্রত্যাগ); 3 বিসর্জন (প্রাণত্যাগ)। [সং. √ ত্যজ্ + অ]। ত্যাগী (-গিন্) বিণ. 1 ত্যাগকারী, যে ত্যাগ করে; 2 বিরাগী, ভোগবাসনাবিমুখ (ত্যাগী পুরুষ)।
ত্যানা definitions

Samsad Bangla Abhidhan
ট্যানা, ত্যানা [ ṭyānā, tyānā ] বি. মলিন ও ছিন্ন বস্ত্রখণ্ড বা বস্ত্র; কানি, ন্যাতা। [দেশি-তু. হি. তানা]।

Processing time: 1.62 s