গোড়াপত্তন definitions

Bangla-Tangla Dictionary
গোড়াপত্তন – inception
Samsad Bengali-English Dictionary
গোড়া [ gōṛā ] n the root, the base, the bottom (গাছের গোড়া, দাঁতের গোড়া, থামের গোড়া); reach (হাতের গোড়ায়); foundation (গোড়াপত্তন); the beginning or start, inception (সৃষ্টির গোড়া থেকে); the root cause (নষ্টের গোড়া) ~গুড়ি adv. in the beginning, at first. ☐ n. the beginning, inception (গুড়াগুড়ি থেকে) ~পত্তন n. act of laying the foundation; start. গোড়াপত্তন করা v. to lay the foundation of; to start. গোড়া কেটে আগায় জল (lit.) ridiculous act of cutting off a tree from its bottom and then watering its branches to rejuvenate it; (fig.) mending a thing after ending it; an attempt to mend something when it is too late.
Samsad Bangla Abhidhan
গোড়া [ gōṛā ] বি. 1 মূলদেশ; শিকড় (গাছের গোড়া); 2 সন্নিধান, নিকট (হাতের গোড়ায় সব জিনিস পাওয়া); 3 ভিত, ভিত্তি, বনিয়াদ (গোড়াপত্তন করা); 4 আদি, শুরু, সূত্রপাত (গোড়া থেকেই গল্পটা বলি, গোড়ায় গলদ); 5 মূল কারণ (যত নষ্টের গোড়া)। [বাং. গোড় + আ]। ~গুড়ি ক্রি-বিণ. সর্বপ্রথমে (গোড়াগুড়ি ব্যাপারটা কেউ জানত না); প্রথম থেকে (ঘটনাটা আমি গোড়াগুড়ি জানি)। ~পত্তন বি. 1 ভিত্তিস্থাপন; 2 সূত্রপাত, আরম্ভ। গোড়ায় গলদ শুরুতেই গোলমাল বা ত্রুটি।

Processing time: 0.41 s