গোঁয়ার definitions

Bangla-Tangla Dictionary
গোঁয়ার – stubborn
Samsad Bengali-English Dictionary
গোঁয়ার [ gōm̐ẏāra ] a obstinate, unyielding, stubborn; headstrong, foolhardy, foolishly rash. ~গোবিন্দ a. very rash or reckless, devil may-care. ☐ n. a very rash or head strong person, a devil-may-care sort of fellow. ~তুমি, ~তমি, গোঁয়ার্তুমি n. obstinacy, stubbornness; foolhardiness.
Samsad Bangla Abhidhan
গোঁয়ার [ gōm̐ẏāra ] বিণ. 1 একগুঁয়ে, জেদি; 2 হঠকারী, উদ্ধত, কাণ্ডজ্ঞানহীন; 3 দুঃসাহসী; 4 অশিক্ষিত, অমার্জিত। [বাং. গাঁও + আর-তু. হি. গমার]। ~গোবিন্দ বিণ. বি. হঠকারী, কাণ্ডজ্ঞানহীন ও দুঃসাহসী। ~তুমি, গোঁয়ার্তুমি বি. গোঁয়ারের ভাব বা কাজ। কাঠ-গোঁয়ার বিণ. ভালো-মন্দজ্ঞানহীন, রসকষহীন ও একগুঁয়ে। genitive of গোঁয়া: গোঁয়া [ gōm̐ẏā ] (বর্ত. অপ্র.) ক্রি. 1 অতিবাহিত করা, কাটানো (দিন গোঁয়ানো); 2 অতিবাহিত হওয়া, যাপিত হওয়া ('মিছে খেলায় দিন গোঁয়াল: রা. প্র.); 3 অনুগমন করা ('সকল লোক পশ্চাতে গোঁয়ার': কৃত্তি); 4 মিলেমিশে একসঙ্গে বাস করা (তার সঙ্গে গোঁয়ানো শক্ত)। [বৈ. সা. গোঁআ < গম্ + বাং. আ]। ~নো ক্রি. গোঁয়া -র অনুরূপ। ☐ বি. যাপন, অতিবাহন। ☐ বিণ. যাপিত, অতিবাহিত।

Processing time: 0.46 s