গোঁজা definitions

Bangla-Tangla Dictionary
গোঁজা – to thrust into, to stuff into
Samsad Bengali-English Dictionary
গুঁজা, গোঁজা [ gun̐jā, gōn̐jā ] v to drive into, to plant into, to thrust into, to insert; to bend down wards or hide (মুখ গোঁজা). ☐ n. act of driving or planting or thrusting into, insertion; act of bending downwards or hiding; a thing inserted into, an insertion; a wisp of straw inserted into an old thatch for repairing it; an undue insertion to balance up an account. (হিসেবে গোঁজা দেওয়া). ☐ a. inserted into; bent downwards or concealed.
Samsad Bangla Abhidhan
গুঁজা, গোঁজা [ gun̐jā, gōn̐jā ] ক্রি. 1 ঢোকানো (মাথা গুঁজবার জায়গা); 2 পোঁতা (পেরেক গোঁজা); 3 এঁটে রাখা, স্থাপন করা (কানে কলম গোঁজা) ; 4 লুকিয়ে রাখা, ভালো করে রাখা (ট্যাঁকে টাকা গোঁজা); 5 নিচু করা (মুখ গোঁজা)। ☐ বি. 1 অন্যকিছুর মধ্যে গুঁজে-দেওয়া বস্তু; 2 খড়ের চাল মেরামতের জন্য গুঁজে-দেওয়া বস্তু ; 2 খড়ের চাল মেরামতের জন্য গুঁজে দেওয়া খড়। ☐ বিণ. গুঁজে দেওয়া হয়েছে এমন। [বাং. √গুঁজ্ + আ]। ~মিল বি. বাজে হিসাবের দ্বারা অঙ্ক মিলিয়ে দেওয়া। গোঁজা, গোঁজানো [ gōn̐jā, gōn̐jānō ] যথাক্রমে গুঁজা ও গুঁজানো -র চলিত রূপ।

Processing time: 0.4 s