Off by 1 letter:
গেছি definitions

Bangla-Tangla Dictionary
1st person present perfect tense of যাওয়া: যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)
Samsad Bengali-English Dictionary
1st person present perfect tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
1st person present perfect tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
গেছিলি definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate past perfect tense of যাওয়া: যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)
Samsad Bengali-English Dictionary
2nd person intimate past perfect tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
2nd person intimate past perfect tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
গেলি definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate past simple tense of যাওয়া: যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)
Samsad Bengali-English Dictionary
2nd person intimate past simple tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
2nd person intimate past simple tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
Off by 2 letters:
গনেছি definitions

Bangla-Tangla Dictionary
1st person present perfect tense of গনা: গনা [variant of গোনা]; to count
Samsad Bengali-English Dictionary
1st person present perfect tense of গনা: গনা [ ganā ] v to count, to enumerate; to calculate, to compute; to consider; to regard as (মানুষ বলে গনা); to anticipate, to apprehend (বিপদ গনা); to foretell, to divine; to read as a palmist. ☐ a. counted, enumerated; calculated; considered, reckoned; anticipated; exactly just (গনা দশ বৎসর). ~গনতি, ~গুনতি a. neither more nor less, exact, just.
Samsad Bangla Abhidhan
1st person present perfect tense of গনা: গণইতে [ gaṇitē ] অস-ক্রি. (ব্রজ.) গণনা করতে ('গণইতে দোষ গুণ লেশ ন পাওবি': বিদ্যা.)। [গনা দ্র]। 1st person present perfect tense of গনা: গনা, গণা [ ganā, gaṇā ] ক্রি. 1 গণনা করা, গোনা; 2 গণ্য করা (মানুষ বলেই গনে না) ; 3 অনুমান করা, আঁচ করা (বিপদ গনলাম)। ☐ বি. 1 গণন (গনাগুনতি); 2 গণ্য করা; 3 অনুমান। ☐ বিণ. 1 গণিত (গনা ফল); 2 ঠিক ঠিক, পুরোপুরি (গনা দশ বছর)। [সং. √গণ + বাং. আ]। ~গনতি, ~গুনতি, ~গাঁথা বিণ. একেবারে ঠিক ঠিক, কমও নয় বেশিও নয় এমন।
গনেছিলি definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate past perfect tense of গনা: গনা [variant of গোনা]; to count
Samsad Bengali-English Dictionary
2nd person intimate past perfect tense of গনা: গনা [ ganā ] v to count, to enumerate; to calculate, to compute; to consider; to regard as (মানুষ বলে গনা); to anticipate, to apprehend (বিপদ গনা); to foretell, to divine; to read as a palmist. ☐ a. counted, enumerated; calculated; considered, reckoned; anticipated; exactly just (গনা দশ বৎসর). ~গনতি, ~গুনতি a. neither more nor less, exact, just.
Samsad Bangla Abhidhan
2nd person intimate past perfect tense of গনা: গণইতে [ gaṇitē ] অস-ক্রি. (ব্রজ.) গণনা করতে ('গণইতে দোষ গুণ লেশ ন পাওবি': বিদ্যা.)। [গনা দ্র]। 2nd person intimate past perfect tense of গনা: গনা, গণা [ ganā, gaṇā ] ক্রি. 1 গণনা করা, গোনা; 2 গণ্য করা (মানুষ বলেই গনে না) ; 3 অনুমান করা, আঁচ করা (বিপদ গনলাম)। ☐ বি. 1 গণন (গনাগুনতি); 2 গণ্য করা; 3 অনুমান। ☐ বিণ. 1 গণিত (গনা ফল); 2 ঠিক ঠিক, পুরোপুরি (গনা দশ বছর)। [সং. √গণ + বাং. আ]। ~গনতি, ~গুনতি, ~গাঁথা বিণ. একেবারে ঠিক ঠিক, কমও নয় বেশিও নয় এমন।
গলি definitions

Bangla-Tangla Dictionary
গলি – lane

1st person present simple tense of গলা:
গলা – to melt, to pass through

1st person present imperative tense of গলা:
গলা – to melt, to pass through

Samsad Bengali-English Dictionary
গলি [ gali ] n a narrow street, a lane; a corridor. কানা গলি a blind alley, a cul-de-sac. ~ঘুঁজি n. pl. different narrow passages and concealed corners; lanes and by lanes; (fig.) secret regions or parts. nook and corner (মনের গলিঘুঁজি). 1st person present simple tense of গলা: গলা1 [ galā1 ] v to melt (বরফ গলা); to pass or slip through; (fig.) to be tight-fisted (হাত দিয়ে জল গলে না); to pass through or enter (ঘরের মধ্যে গলে যাওয়া); to soften (মন গলা); to be overwhelmed (স্থেহে গলা); to burst open and secrete morbid matter (ফোড়া গলা); to decompose (মৃতদেহটা গলে গেছে, পচে গলে যাওয়া). ☐ a. melted; worn out; softened overmuch; that which has burst open and is secreting morbid matter; decomposed; rotten. গলানো v. to (cause to) melt; to (cause to) pass through; to (cause to) soften; to overwhelm; to put on easily or lightly (জুতোটা পায়ে গলিয়ে নাও); to cause to burst open and secrete morbid matter; to decompose. ☐ a. melted. গলা গলা a. excessively softened or soft (গলা গলা ভাত). 1st person present simple tense of গলা: গলা2 [ galā2 ] n the throat; the neck; the Adam's apple; voice (তার গলা পাচ্ছি, গানের গলা); strength of voice (খেয়াল গাইতে হলে গলা থাকা চাই) গলা কাটা). গলা v. to cut one's throat. গলা চাপা v. to restrain one's voice; to throttle. গলা ছাড়া v. to remove restraint from one's voice (whilst singing, lamenting, calling etc.) গলা টেপা v. to throttle. গলা টিপলে দুধ বেরোয় (lit.—of a person) so young that milk comes out of the mouth when the throat is pressed; (fig.) very young or inexperienced (cp. greenhorn). গলা ধরা, গলা বসা, গলা ভাঙা v. to be hoarse. গলায় গাথাঁ same as গলায় পড়া । গলায় দড়ি (in curses) damn! hang! গলায় পড়া v. to come upon one as an undesirable bur den. গলায় লাগা v. to feel an uneasy sensation or pain in the throat, to have choking in the throat preventing easy passage of food; to cause irritation or inflammation of the larynx. গলার কাঁটা a fishbone stuck in one's throat; (fig.) a bothersome burden. গলার জোর strength of voice. গলার থলি (anat.) the pouch in the gullet or the crop. গলার ব্যথা throat-pain, inflammation of the throat, throatsore, quinsy. একগলা, গলা পর্যল্ত a. reaching up to the neck, reaching up to the chin. ভারী গলা grave or deep voice. ~কাটা a. exorbitant, cut-throat (price etc.) (গলাকাটা দাম). ☐ n. one who demands an exorbitant price (cp. a cut throat). ~খাঁকারি n. act of clearing one's throat noisily, act of hawking. গলাখাঁকারি দেওয়া v. to hawk. গলা খুসখুসুনি n. itching sensation in the throat. ~গলি a. very intimate; close; matey; bosom; side by side. ☐ adv. very intimately; closely; cheek by jowl. ☐ n. close intimacy; closeness. ~গলি করা v. to be intimate with; to make free with; to hug. গলাধঃকরণ n. act of swallowing or gulping; act of eating or drinking. গলাধঃকরণ করা v. to swallow, to gulp; to eat or drink; (fig.) to brook, to endure (অপমান গলাধঃকরণ করা). ~ধাক্কা n. catching by the neck and driving one out. গলাধাক্কা দেওয়া v. to catch by the neck and drive one out. ~বন্ধ n. a neckerchief; a comforter; muffler. ~বাজি n. shouting (usu. continuous); (ridi.) oration; bragging; bullying. গলাবাজি করা v. to shout (usu. continuously); (ridi.) to deliver a lecture, to harangue; to brag; to bully. গলাবাজি করে জেতা to shout others down. গলায় গলায় a. very close, intimate, hand in glove (গলায় গলায় ভাব). ☐ adv. neck and neck, side by side; up to the throat; up to the brim; very closely, intimately. 1st person present imperative tense of গলা: গলা1 [ galā1 ] v to melt (বরফ গলা); to pass or slip through; (fig.) to be tight-fisted (হাত দিয়ে জল গলে না); to pass through or enter (ঘরের মধ্যে গলে যাওয়া); to soften (মন গলা); to be overwhelmed (স্থেহে গলা); to burst open and secrete morbid matter (ফোড়া গলা); to decompose (মৃতদেহটা গলে গেছে, পচে গলে যাওয়া). ☐ a. melted; worn out; softened overmuch; that which has burst open and is secreting morbid matter; decomposed; rotten. গলানো v. to (cause to) melt; to (cause to) pass through; to (cause to) soften; to overwhelm; to put on easily or lightly (জুতোটা পায়ে গলিয়ে নাও); to cause to burst open and secrete morbid matter; to decompose. ☐ a. melted. গলা গলা a. excessively softened or soft (গলা গলা ভাত). 1st person present imperative tense of গলা: গলা2 [ galā2 ] n the throat; the neck; the Adam's apple; voice (তার গলা পাচ্ছি, গানের গলা); strength of voice (খেয়াল গাইতে হলে গলা থাকা চাই) গলা কাটা). গলা v. to cut one's throat. গলা চাপা v. to restrain one's voice; to throttle. গলা ছাড়া v. to remove restraint from one's voice (whilst singing, lamenting, calling etc.) গলা টেপা v. to throttle. গলা টিপলে দুধ বেরোয় (lit.—of a person) so young that milk comes out of the mouth when the throat is pressed; (fig.) very young or inexperienced (cp. greenhorn). গলা ধরা, গলা বসা, গলা ভাঙা v. to be hoarse. গলায় গাথাঁ same as গলায় পড়া । গলায় দড়ি (in curses) damn! hang! গলায় পড়া v. to come upon one as an undesirable bur den. গলায় লাগা v. to feel an uneasy sensation or pain in the throat, to have choking in the throat preventing easy passage of food; to cause irritation or inflammation of the larynx. গলার কাঁটা a fishbone stuck in one's throat; (fig.) a bothersome burden. গলার জোর strength of voice. গলার থলি (anat.) the pouch in the gullet or the crop. গলার ব্যথা throat-pain, inflammation of the throat, throatsore, quinsy. একগলা, গলা পর্যল্ত a. reaching up to the neck, reaching up to the chin. ভারী গলা grave or deep voice. ~কাটা a. exorbitant, cut-throat (price etc.) (গলাকাটা দাম). ☐ n. one who demands an exorbitant price (cp. a cut throat). ~খাঁকারি n. act of clearing one's throat noisily, act of hawking. গলাখাঁকারি দেওয়া v. to hawk. গলা খুসখুসুনি n. itching sensation in the throat. ~গলি a. very intimate; close; matey; bosom; side by side. ☐ adv. very intimately; closely; cheek by jowl. ☐ n. close intimacy; closeness. ~গলি করা v. to be intimate with; to make free with; to hug. গলাধঃকরণ n. act of swallowing or gulping; act of eating or drinking. গলাধঃকরণ করা v. to swallow, to gulp; to eat or drink; (fig.) to brook, to endure (অপমান গলাধঃকরণ করা). ~ধাক্কা n. catching by the neck and driving one out. গলাধাক্কা দেওয়া v. to catch by the neck and drive one out. ~বন্ধ n. a neckerchief; a comforter; muffler. ~বাজি n. shouting (usu. continuous); (ridi.) oration; bragging; bullying. গলাবাজি করা v. to shout (usu. continuously); (ridi.) to deliver a lecture, to harangue; to brag; to bully. গলাবাজি করে জেতা to shout others down. গলায় গলায় a. very close, intimate, hand in glove (গলায় গলায় ভাব). ☐ adv. neck and neck, side by side; up to the throat; up to the brim; very closely, intimately.
Samsad Bangla Abhidhan
গলি [ gali ] বি. সংকীর্ণ রাস্তা। [হি. গলী]। ~ঘুঁজি বি. খুব সরু রাস্তা; সরু ও দুর্গম রাস্তা; অলিগলি (সেই গলিঘুঁজির মধ্যে বাড়িটা খুঁজে বার করতে খুবই বেগ পেতে হয়েছে)। 1st person present simple tense of গলা: গলা1 [ galā1 ] বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিৎকার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ☐ ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ~কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। ☐ বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ~গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ~টিপি বি. গলা টিপে ধরা। ~ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ~বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ~বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ~ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 1st person present simple tense of গলা: গলা2 [ galā2 ] ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ~নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। 1st person present imperative tense of গলা: গলা1 [ galā1 ] বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিৎকার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ☐ ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ~কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। ☐ বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ~গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ~টিপি বি. গলা টিপে ধরা। ~ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ~বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ~বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ~ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 1st person present imperative tense of গলা: গলা2 [ galā2 ] ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ~নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
গলেছি definitions

Bangla-Tangla Dictionary
1st person present perfect tense of গলা: গলা – to melt, to pass through
Samsad Bengali-English Dictionary
1st person present perfect tense of গলা: গলা1 [ galā1 ] v to melt (বরফ গলা); to pass or slip through; (fig.) to be tight-fisted (হাত দিয়ে জল গলে না); to pass through or enter (ঘরের মধ্যে গলে যাওয়া); to soften (মন গলা); to be overwhelmed (স্থেহে গলা); to burst open and secrete morbid matter (ফোড়া গলা); to decompose (মৃতদেহটা গলে গেছে, পচে গলে যাওয়া). ☐ a. melted; worn out; softened overmuch; that which has burst open and is secreting morbid matter; decomposed; rotten. গলানো v. to (cause to) melt; to (cause to) pass through; to (cause to) soften; to overwhelm; to put on easily or lightly (জুতোটা পায়ে গলিয়ে নাও); to cause to burst open and secrete morbid matter; to decompose. ☐ a. melted. গলা গলা a. excessively softened or soft (গলা গলা ভাত). 1st person present perfect tense of গলা: গলা2 [ galā2 ] n the throat; the neck; the Adam's apple; voice (তার গলা পাচ্ছি, গানের গলা); strength of voice (খেয়াল গাইতে হলে গলা থাকা চাই) গলা কাটা). গলা v. to cut one's throat. গলা চাপা v. to restrain one's voice; to throttle. গলা ছাড়া v. to remove restraint from one's voice (whilst singing, lamenting, calling etc.) গলা টেপা v. to throttle. গলা টিপলে দুধ বেরোয় (lit.—of a person) so young that milk comes out of the mouth when the throat is pressed; (fig.) very young or inexperienced (cp. greenhorn). গলা ধরা, গলা বসা, গলা ভাঙা v. to be hoarse. গলায় গাথাঁ same as গলায় পড়া । গলায় দড়ি (in curses) damn! hang! গলায় পড়া v. to come upon one as an undesirable bur den. গলায় লাগা v. to feel an uneasy sensation or pain in the throat, to have choking in the throat preventing easy passage of food; to cause irritation or inflammation of the larynx. গলার কাঁটা a fishbone stuck in one's throat; (fig.) a bothersome burden. গলার জোর strength of voice. গলার থলি (anat.) the pouch in the gullet or the crop. গলার ব্যথা throat-pain, inflammation of the throat, throatsore, quinsy. একগলা, গলা পর্যল্ত a. reaching up to the neck, reaching up to the chin. ভারী গলা grave or deep voice. ~কাটা a. exorbitant, cut-throat (price etc.) (গলাকাটা দাম). ☐ n. one who demands an exorbitant price (cp. a cut throat). ~খাঁকারি n. act of clearing one's throat noisily, act of hawking. গলাখাঁকারি দেওয়া v. to hawk. গলা খুসখুসুনি n. itching sensation in the throat. ~গলি a. very intimate; close; matey; bosom; side by side. ☐ adv. very intimately; closely; cheek by jowl. ☐ n. close intimacy; closeness. ~গলি করা v. to be intimate with; to make free with; to hug. গলাধঃকরণ n. act of swallowing or gulping; act of eating or drinking. গলাধঃকরণ করা v. to swallow, to gulp; to eat or drink; (fig.) to brook, to endure (অপমান গলাধঃকরণ করা). ~ধাক্কা n. catching by the neck and driving one out. গলাধাক্কা দেওয়া v. to catch by the neck and drive one out. ~বন্ধ n. a neckerchief; a comforter; muffler. ~বাজি n. shouting (usu. continuous); (ridi.) oration; bragging; bullying. গলাবাজি করা v. to shout (usu. continuously); (ridi.) to deliver a lecture, to harangue; to brag; to bully. গলাবাজি করে জেতা to shout others down. গলায় গলায় a. very close, intimate, hand in glove (গলায় গলায় ভাব). ☐ adv. neck and neck, side by side; up to the throat; up to the brim; very closely, intimately.
Samsad Bangla Abhidhan
1st person present perfect tense of গলা: গলা1 [ galā1 ] বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিৎকার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ☐ ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ~কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। ☐ বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ~গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ~টিপি বি. গলা টিপে ধরা। ~ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ~বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ~বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ~ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 1st person present perfect tense of গলা: গলা2 [ galā2 ] ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ~নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
গলেছিলি definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate past perfect tense of গলা: গলা – to melt, to pass through
Samsad Bengali-English Dictionary
2nd person intimate past perfect tense of গলা: গলা1 [ galā1 ] v to melt (বরফ গলা); to pass or slip through; (fig.) to be tight-fisted (হাত দিয়ে জল গলে না); to pass through or enter (ঘরের মধ্যে গলে যাওয়া); to soften (মন গলা); to be overwhelmed (স্থেহে গলা); to burst open and secrete morbid matter (ফোড়া গলা); to decompose (মৃতদেহটা গলে গেছে, পচে গলে যাওয়া). ☐ a. melted; worn out; softened overmuch; that which has burst open and is secreting morbid matter; decomposed; rotten. গলানো v. to (cause to) melt; to (cause to) pass through; to (cause to) soften; to overwhelm; to put on easily or lightly (জুতোটা পায়ে গলিয়ে নাও); to cause to burst open and secrete morbid matter; to decompose. ☐ a. melted. গলা গলা a. excessively softened or soft (গলা গলা ভাত). 2nd person intimate past perfect tense of গলা: গলা2 [ galā2 ] n the throat; the neck; the Adam's apple; voice (তার গলা পাচ্ছি, গানের গলা); strength of voice (খেয়াল গাইতে হলে গলা থাকা চাই) গলা কাটা). গলা v. to cut one's throat. গলা চাপা v. to restrain one's voice; to throttle. গলা ছাড়া v. to remove restraint from one's voice (whilst singing, lamenting, calling etc.) গলা টেপা v. to throttle. গলা টিপলে দুধ বেরোয় (lit.—of a person) so young that milk comes out of the mouth when the throat is pressed; (fig.) very young or inexperienced (cp. greenhorn). গলা ধরা, গলা বসা, গলা ভাঙা v. to be hoarse. গলায় গাথাঁ same as গলায় পড়া । গলায় দড়ি (in curses) damn! hang! গলায় পড়া v. to come upon one as an undesirable bur den. গলায় লাগা v. to feel an uneasy sensation or pain in the throat, to have choking in the throat preventing easy passage of food; to cause irritation or inflammation of the larynx. গলার কাঁটা a fishbone stuck in one's throat; (fig.) a bothersome burden. গলার জোর strength of voice. গলার থলি (anat.) the pouch in the gullet or the crop. গলার ব্যথা throat-pain, inflammation of the throat, throatsore, quinsy. একগলা, গলা পর্যল্ত a. reaching up to the neck, reaching up to the chin. ভারী গলা grave or deep voice. ~কাটা a. exorbitant, cut-throat (price etc.) (গলাকাটা দাম). ☐ n. one who demands an exorbitant price (cp. a cut throat). ~খাঁকারি n. act of clearing one's throat noisily, act of hawking. গলাখাঁকারি দেওয়া v. to hawk. গলা খুসখুসুনি n. itching sensation in the throat. ~গলি a. very intimate; close; matey; bosom; side by side. ☐ adv. very intimately; closely; cheek by jowl. ☐ n. close intimacy; closeness. ~গলি করা v. to be intimate with; to make free with; to hug. গলাধঃকরণ n. act of swallowing or gulping; act of eating or drinking. গলাধঃকরণ করা v. to swallow, to gulp; to eat or drink; (fig.) to brook, to endure (অপমান গলাধঃকরণ করা). ~ধাক্কা n. catching by the neck and driving one out. গলাধাক্কা দেওয়া v. to catch by the neck and drive one out. ~বন্ধ n. a neckerchief; a comforter; muffler. ~বাজি n. shouting (usu. continuous); (ridi.) oration; bragging; bullying. গলাবাজি করা v. to shout (usu. continuously); (ridi.) to deliver a lecture, to harangue; to brag; to bully. গলাবাজি করে জেতা to shout others down. গলায় গলায় a. very close, intimate, hand in glove (গলায় গলায় ভাব). ☐ adv. neck and neck, side by side; up to the throat; up to the brim; very closely, intimately.
Samsad Bangla Abhidhan
2nd person intimate past perfect tense of গলা: গলা1 [ galā1 ] বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিৎকার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ☐ ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ~কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। ☐ বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ~গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ~টিপি বি. গলা টিপে ধরা। ~ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ~বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ~বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ~ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 2nd person intimate past perfect tense of গলা: গলা2 [ galā2 ] ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ~নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
গেছ definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present perfect tense of যাওয়া: যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary present perfect tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
2nd person ordinary present perfect tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
গেছিল definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary past perfect tense of যাওয়া: যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary past perfect tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
3rd person ordinary past perfect tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
গেছিস definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate present perfect tense of যাওয়া: যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present perfect tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
2nd person intimate present perfect tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
গেল definitions

Bangla-Tangla Dictionary
গেল[adjective] previous

2nd person ordinary present simple tense of গেলা:
গেলা – to swallow

3rd person ordinary past simple tense of যাওয়া:
যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)

Samsad Bengali-English Dictionary
গেল1 [ gēla1 ] v has or have gone; went. (see যাওয়া . গেল2 [ gēla2 ] a immediately preceding, last (গেল মাসে, গেলবার). গেল3 [ gēla3 ] int expressing astonishment (এই গেল যা). 3rd person ordinary past simple tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
গেনু [ gēnu ] ক্রি. (আঞ্চ. ও কাব্যে) গেলাম, গেলুম। [গেল1 দ্র]। গেল1 [ gēla1 ] ক্রি. গমন করল। [বাং. √যা + ইল(অতীতে)]। গেল2 [ gēla2 ] বিণ. বিগত, অব্যবহিত পূর্ববর্তী (গেল সনে, গেল মাসে)। [বাং. সং. গত + বাং. ইল-তু. প্রা. বাং. গৈল]। গেল3 [ gēla3 ] অব্য. বিস্ময় বিরক্তি প্রভৃতি প্রকাশক (এই গেল যা!)। 3rd person ordinary past simple tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
গেলনি definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary negative present perfect tense of গেলা: গেলা – to swallow
গড়েছি definitions

Bangla-Tangla Dictionary
1st person present perfect tense of গড়া: গড়া – to build
Samsad Bengali-English Dictionary
1st person present perfect tense of গড়া: গড়া3 [ gaṛā3 ] v to make (পিঠে গড়া); to shape, to mould, to model (পুতুল গড়া); to create; to build, to construct (বাড়ি গড়া); to form (দল গড়া); to found (স্কুল গড়া, রাজ্য গড়া); to bring up (ছেলে গড়া); to develop (দেশ গড়া). ☐ a. made; shaped, moulded, modelled; created; built, constructed; formed; founded; brought up; developed; made up, fabricated (গড়া সাক্ষী).
Samsad Bangla Abhidhan
1st person present perfect tense of গড়া: গড়া2 [ gaṛā2 ] ক্রি. 1 নির্মাণ বা তৈরি করা (পুতুল গড়া); 2 সৃষ্টি করা (ঈশ্বর মানুষকে গড়েছেন) ; 3 সৃষ্ট হওয়া (সম্পর্ক গড়ে উঠেছে) ; 4 শিক্ষিত করা, পালন করা (জননীই সন্তানকে গড়েন); 5 উদ্বুদ্ধ করা, উন্নত করা (জাতি বা দেশকে গড়া); 6 সংগঠন করা (দল গড়া); 7 স্থাপন করা (স্কুল গড়া)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ বিণ. 1 নির্মিত, সৃষ্ট, গঠিত (লোহা দিয়ে গড়া শরীর, হাতে-গড়া রুটি, আমারই গড়া স্কুল) ; 2 সাজানো, মিথ্যা (মনগড়া গল্প; গড়া সাক্ষী; গড়া মামলা)। [সং. √ঘট্ > বাং. √গঠ্ > √গড়্ + আ]। ~নো ক্রি. অপরের দ্বারা গড়া। ☐ বিণ. বি. উক্ত অর্থে। 1st person present perfect tense of গড়া: গড়া3 [ gaṛā3 ] ক্রি. 1 গড়াগড়ি দিতে দিতে যাওয়া বা নামা (পাহাড় থেকে গড়িয়ে নামছে, উপর থেকে গড়িয়ে আসছে) ; 2 ঢালা বা পড়া (কলসি থেকে জল গড়াচ্ছে); 3 শোয়া (একটু গড়িয়ে নাও) ; 4 ভূলুণ্ঠিত হওয়া (মাটিতে গড়াচ্ছে) ; 5 অতিরিক্ত ভাবাবেগ দেখানো (আহ্লাদে গড়াচ্ছে); 6 প্রবাহিত হওয়া (তেল গড়াচ্ছে); 7 অগ্রসর হওয়া (ব্যাপারটা কতদূর গড়াল? বেলা গড়িয়ে গেল)। [বাং. √গড়া]। ~নো ক্রি. গড়া। ☐ বিণ. বি. উক্ত সব অর্থে। ~নে বিণ. গড়ায় এমন; ঢালু। গড়ায়-গড়ায় ক্রি-বিণ. পাশাপাশি।
গড়েছিলি definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate past perfect tense of গড়া: গড়া – to build
Samsad Bengali-English Dictionary
2nd person intimate past perfect tense of গড়া: গড়া3 [ gaṛā3 ] v to make (পিঠে গড়া); to shape, to mould, to model (পুতুল গড়া); to create; to build, to construct (বাড়ি গড়া); to form (দল গড়া); to found (স্কুল গড়া, রাজ্য গড়া); to bring up (ছেলে গড়া); to develop (দেশ গড়া). ☐ a. made; shaped, moulded, modelled; created; built, constructed; formed; founded; brought up; developed; made up, fabricated (গড়া সাক্ষী).
Samsad Bangla Abhidhan
2nd person intimate past perfect tense of গড়া: গড়া2 [ gaṛā2 ] ক্রি. 1 নির্মাণ বা তৈরি করা (পুতুল গড়া); 2 সৃষ্টি করা (ঈশ্বর মানুষকে গড়েছেন) ; 3 সৃষ্ট হওয়া (সম্পর্ক গড়ে উঠেছে) ; 4 শিক্ষিত করা, পালন করা (জননীই সন্তানকে গড়েন); 5 উদ্বুদ্ধ করা, উন্নত করা (জাতি বা দেশকে গড়া); 6 সংগঠন করা (দল গড়া); 7 স্থাপন করা (স্কুল গড়া)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ বিণ. 1 নির্মিত, সৃষ্ট, গঠিত (লোহা দিয়ে গড়া শরীর, হাতে-গড়া রুটি, আমারই গড়া স্কুল) ; 2 সাজানো, মিথ্যা (মনগড়া গল্প; গড়া সাক্ষী; গড়া মামলা)। [সং. √ঘট্ > বাং. √গঠ্ > √গড়্ + আ]। ~নো ক্রি. অপরের দ্বারা গড়া। ☐ বিণ. বি. উক্ত অর্থে। 2nd person intimate past perfect tense of গড়া: গড়া3 [ gaṛā3 ] ক্রি. 1 গড়াগড়ি দিতে দিতে যাওয়া বা নামা (পাহাড় থেকে গড়িয়ে নামছে, উপর থেকে গড়িয়ে আসছে) ; 2 ঢালা বা পড়া (কলসি থেকে জল গড়াচ্ছে); 3 শোয়া (একটু গড়িয়ে নাও) ; 4 ভূলুণ্ঠিত হওয়া (মাটিতে গড়াচ্ছে) ; 5 অতিরিক্ত ভাবাবেগ দেখানো (আহ্লাদে গড়াচ্ছে); 6 প্রবাহিত হওয়া (তেল গড়াচ্ছে); 7 অগ্রসর হওয়া (ব্যাপারটা কতদূর গড়াল? বেলা গড়িয়ে গেল)। [বাং. √গড়া]। ~নো ক্রি. গড়া। ☐ বিণ. বি. উক্ত সব অর্থে। ~নে বিণ. গড়ায় এমন; ঢালু। গড়ায়-গড়ায় ক্রি-বিণ. পাশাপাশি।
Off by 3 letters:
আগলি definitions

Samsad Bengali-English Dictionary
আগলি1 [ āgali1 ] imperf form of আগলা2 আগলি2 [ āgali2 ] n (obs.) a house, a store, a repertory ('বুদ্ধির আগলি').
Samsad Bangla Abhidhan
আগলি [ āgali ] বিণ. অগ্রবর্তী; আগেরটি; প্রধান। ☐ বি. আলয়, আগার ('বুদ্ধির আগলি': ক.ক.)। [সং. অগ্র. তু. বৈ. সা. আগরি]।
আগলেছি definitions

Bangla-Tangla Dictionary
1st person present perfect tense of আগলানো: আগলানো – to protect (PAP + রাখা = to keep safe and protected)
Samsad Bengali-English Dictionary
1st person present perfect tense of আগলানো: আগলা2, আগলানো [ āgalā2, āgalānō ] v to restrain; to guard; to keep watch over; to manage or protect (সম্পত্তি আলগানো).
Samsad Bangla Abhidhan
1st person present perfect tense of আগলানো: আগলা2 [ āgalā2 ] ক্রি. আগলানো -র কোমল রূপ। 1st person present perfect tense of আগলানো: আগলানো [ āgalānō ] ক্রি. 1 আটক করা; 2 পাহারা দেওয়া, সামলানো। ☐ বি. উক্ত অর্থে (ছেলে আগলানোর লোক)। [বাং. √ আগ্লা + আনো]।
আগলেছিলি definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate past perfect tense of আগলানো: আগলানো – to protect (PAP + রাখা = to keep safe and protected)
Samsad Bengali-English Dictionary
2nd person intimate past perfect tense of আগলানো: আগলা2, আগলানো [ āgalā2, āgalānō ] v to restrain; to guard; to keep watch over; to manage or protect (সম্পত্তি আলগানো).
Samsad Bangla Abhidhan
2nd person intimate past perfect tense of আগলানো: আগলা2 [ āgalā2 ] ক্রি. আগলানো -র কোমল রূপ। 2nd person intimate past perfect tense of আগলানো: আগলানো [ āgalānō ] ক্রি. 1 আটক করা; 2 পাহারা দেওয়া, সামলানো। ☐ বি. উক্ত অর্থে (ছেলে আগলানোর লোক)। [বাং. √ আগ্লা + আনো]।
কেলি definitions

Samsad Bengali-English Dictionary
কেলি [ kēli ] n amorous sport (কেলিকুঞ্জ); sport; amusement. ~কদম্ব n. (myth.) the kadamba (কদম্ব) tree under which the amorous sports of Krishna (কৃষ্ণ) were held. ~গৃহ n. a house for pleasure and pastime.
Samsad Bangla Abhidhan
কেলি [ kēli ] বি. 1 প্রমোদ, বিহার (কেলিকুঞ্জ); 2 ক্রীড়া, কৌতুক (জলকেলি)। [সং. √ কিল্ + ই]। ~কদম্ব বি. 1 শ্রীকৃষ্ণলীলার প্রসঙ্গে স্মরণীয় কদম্ব গাছ; 2 একরকম কদমফুল। ~কুঞ্জ বি. প্রমোদকানন। ~গৃহ বি. প্রমোদভবন।
খেলি definitions

Bangla-Tangla Dictionary
2nd person intimate past simple tense of খাওয়া: খাওয়া – to eat, to drink

1st person present simple tense of খেলা:
খেলা – to play

1st person present imperative tense of খেলা:
খেলা – to play

Samsad Bengali-English Dictionary
আয়1 [ āẏa1 ] v 2nd pers. imp. of আসা । আয়, খেলি come, let us play. 2nd person intimate past simple tense of খাওয়া: খাওয়া [ khāōẏā ] v to eat; to drink (জল খাওয়া); to take or enjoy (চা খাওয়া, ওষুধ খাওয়া, হাওয়া খাওয়া); to smoke (সিগারেট খাওয়া); to chew (পান খাওয়া); to accept or take (ঘুষ খাওয়া); to take or receive, to suffer (মার খাওয়া, কিল খাওয়া); to cause to lose, to cause to be dismissed from (চাকরি খাওয়া); to spoil or ruin (মাথা খাওয়া); to consume or absorb (লণ্ঠনটা খুব তেল খায়); to eat away, to wear away, to corrode. ☐ a. eaten or drunk or taken or smoked or chewed completely or incompletely (পাখিতে খাওয়া ফল); used by one whilst eating or drinking and yet unwashed (খাওয়া থালা); partly eaten away or worn away or corroded. কিল খাওয়া v. to receive a blow; to be buffeted. কুরে খাওয়া v. to scrape or gnaw away, to eat away. গালি খাওয়া v. to be rebuked or rated. চরিত্র খাওয়া n. character-assassination. বকুনি খাওয়া v. to be rebuked or abused or reprimanded, to be taken to task. খাওয়া খাওয়ি n. mutual entertainment at tables; mutual feasting; (idiom.) mutual quarrelling (খাওয়া-খাওয়ি করা). খাওয়া-দাওয়া n. eating and drinking. খাওয়া-দাওয়া করা v. to eat and drink. খাওয়ানো v. to feed; to cause to eat or drink or take or smoke or chew; to cause to accept (ঘুষ খাওয়ানো); to cause to receive or suffer (মার খাওয়ানো); to cause to spoil or ruin (মাথা খাওয়ানো); to cause to consume or absorb (তেল খাওয়ানো); to cause to be eaten or worn away; to cause to be corroded. 1st person present simple tense of খেলা: খেলা [ khēlā ] n a play, a game, a sport; a recreational match or contest; a pastime; a diversion; an amusement; a show of an entertaining trick or feat (সাপখেলা, জাদুখেলা, লাঠিখেলা, সার্কাসের খেলা); artistry, artistic display (ছবিতে রঙের খেলা, আকাশে মেঘের খেলা); act of trifling (পড়াশুনা নিয়ে খেলা, বিপদ নিয়ে খেলা); act of fondling. ☐ v. to play; to work (বুদ্ধি খেলা, অঙ্কে মাথা খেলা); to trifle; to fondle. খেলা কথা নয় something not to be trifled with or taken lightly. খেলা করা v. same as খেলা (v). ~ঘর n. (rare.) a room or hall for indoor games; a miniature house built by children at play with sand or mud or straw, a doll's house; (fig.) domestic life or earthly life. ~ধুলা n. games and sports; sports and pastime. ~নো v. to cause to play; to supervise at play; to control and lead at pleasure, to make a person do every thing one wishes him to do, to lead by the nose (বণিকরা সরকারকে খেলায়); (in football, hockey etc.) to pass the ball frequently in the course of a game to a player of one's own side to play (উইংকে দিয়ে খেলানো). খেলার ছলে adv. playfully. খেলার মাঠ n. a playground. খেলার সঙ্গী, খেলার সাথি n. a playmate. খেলার সরঞ্জাম n. sports goods. 1st person present imperative tense of খেলা: খেলা [ khēlā ] n a play, a game, a sport; a recreational match or contest; a pastime; a diversion; an amusement; a show of an entertaining trick or feat (সাপখেলা, জাদুখেলা, লাঠিখেলা, সার্কাসের খেলা); artistry, artistic display (ছবিতে রঙের খেলা, আকাশে মেঘের খেলা); act of trifling (পড়াশুনা নিয়ে খেলা, বিপদ নিয়ে খেলা); act of fondling. ☐ v. to play; to work (বুদ্ধি খেলা, অঙ্কে মাথা খেলা); to trifle; to fondle. খেলা কথা নয় something not to be trifled with or taken lightly. খেলা করা v. same as খেলা (v). ~ঘর n. (rare.) a room or hall for indoor games; a miniature house built by children at play with sand or mud or straw, a doll's house; (fig.) domestic life or earthly life. ~ধুলা n. games and sports; sports and pastime. ~নো v. to cause to play; to supervise at play; to control and lead at pleasure, to make a person do every thing one wishes him to do, to lead by the nose (বণিকরা সরকারকে খেলায়); (in football, hockey etc.) to pass the ball frequently in the course of a game to a player of one's own side to play (উইংকে দিয়ে খেলানো). খেলার ছলে adv. playfully. খেলার মাঠ n. a playground. খেলার সঙ্গী, খেলার সাথি n. a playmate. খেলার সরঞ্জাম n. sports goods.
Samsad Bangla Abhidhan
2nd person intimate past simple tense of খাওয়া: খাওয়া [ khāōẏā ] ক্রি. 1 ভোজন করা, আহার করা; 2 পান করা (চা দুধ খাওয়া) ; 3 সেবন করা (হাওয়া খেতে বেরিয়েছি); 4 ভোগ করা, সহ্য করা (মার খাওয়া, গালি খাওয়া); 5 উৎকোচ বা ঘুষ নেওয়া (পয়সা খেয়েছে, ঘুষ খেয়েছে); 6 দংশন করা (সাপে খেয়েছে); 7 নষ্ট করা, কলঙ্কিত করা (চোখের মাথা খেয়েছ নাকি?) ছেলেটার মাথা খাচ্ছ কেন?); 8 গ্রাস করা (আমার সব সম্পত্তি মহাজনে খেয়েছে); 9 শেষ করা, বিনষ্ট করা (স্বামী-পুত্র খেয়ে এখন বাপের বাড়িতে এসে উঠেছে); 1 টেনে নেওয়া, শোষা (যন্ত্রটা বেশ তেল খায়) ; 11 (চুম্বন ইত্যাদি) দেওয়া (চুমু খাওয়া); 12 (আদর) পাওয়া (মায়ের আদর খাচ্ছে); 13 খাটা, উপযুক্ত হওয়া (খাপ খায় না)। ☐ বি. ভোজন। ☐ বিণ. খাওয়া হয়েছে এমন। [বাং. √খা + আ]। ~দাওয়া বি. পানভোজন ; আহারাদি। ~নো ক্রি. (অন্যকে) ভোজন বা পান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ~পরা বি. খাওয়াদাওয়া ও পোশাক-আশাক (আমি কারও খাওয়াপরার দায়িত্ব নিতে পারব না)। ~র জল. খাবার জল বি. পানীয় জল। 1st person present simple tense of খেলা: খেলা [ khēlā ] বি. 1 ক্রীড়া (বল নিয়ে খেলা); 2 কৌতুক বা পারদর্শিতা প্রদর্শন (সাপ খেলা, ছোরা খেলা) ; 3 লীলা, অবস্থাবিশেষের আচরণ ('এই খেলা তো শেষ খেলা নয়': রবীন্দ্র) ; 4 ভোজবাজি (ভানুমতীর খেলা)। ☐ ক্রি. 1 খেলা করা (ছেলেরা মাঠে খেলছে); 2 স্ফুরিত বা বিকশিত হওয়া (মাথায় একটা বুদ্ধি খেলে গেল) ; 3 বুদ্ধিযুক্ত হওয়া (অঙ্কটা তার মাথায় ঠিক খেলে না)। [সং. √খেল্ + বাং. আ]। খেল বি. 1 ক্রীড়া; 2 ভোজবাজি (ভানুমতীর খেল)। খেলনা বি. ক্রীড়নক, পুতুল। ☐ বিণ. ক্রীড়নকরূপে ব্যবহার্য (খেলনা-পুতুল)। ~ঘর বি. (আল.) কৃত্রিম সংসার। ~ধুলা বি. তুচ্ছ জিনিস নিয়ে শিশুদের ক্রীড়াকৌতুক; নানাবিধ খেলা। ~নো ক্রি. 1 খেলা করানো (ছেলেদের খেলাচ্ছে); 2 চালনা করে কৌতুক দক্ষতা রঙ্গ ইত্যাদি প্রদর্শন করা (সাপ খেলানো) ; 3 ইচ্ছামতো পরিচালিত করা (মাছটাকে খেলাচ্ছি, পুলিশ চোরকে খেলাচ্ছে)। 1st person present imperative tense of খেলা: খেলা [ khēlā ] বি. 1 ক্রীড়া (বল নিয়ে খেলা); 2 কৌতুক বা পারদর্শিতা প্রদর্শন (সাপ খেলা, ছোরা খেলা) ; 3 লীলা, অবস্থাবিশেষের আচরণ ('এই খেলা তো শেষ খেলা নয়': রবীন্দ্র) ; 4 ভোজবাজি (ভানুমতীর খেলা)। ☐ ক্রি. 1 খেলা করা (ছেলেরা মাঠে খেলছে); 2 স্ফুরিত বা বিকশিত হওয়া (মাথায় একটা বুদ্ধি খেলে গেল) ; 3 বুদ্ধিযুক্ত হওয়া (অঙ্কটা তার মাথায় ঠিক খেলে না)। [সং. √খেল্ + বাং. আ]। খেল বি. 1 ক্রীড়া; 2 ভোজবাজি (ভানুমতীর খেল)। খেলনা বি. ক্রীড়নক, পুতুল। ☐ বিণ. ক্রীড়নকরূপে ব্যবহার্য (খেলনা-পুতুল)। ~ঘর বি. (আল.) কৃত্রিম সংসার। ~ধুলা বি. তুচ্ছ জিনিস নিয়ে শিশুদের ক্রীড়াকৌতুক; নানাবিধ খেলা। ~নো ক্রি. 1 খেলা করানো (ছেলেদের খেলাচ্ছে); 2 চালনা করে কৌতুক দক্ষতা রঙ্গ ইত্যাদি প্রদর্শন করা (সাপ খেলানো) ; 3 ইচ্ছামতো পরিচালিত করা (মাছটাকে খেলাচ্ছি, পুলিশ চোরকে খেলাচ্ছে)।

Processing time: 0.77 s