Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
গৃহস্থ definitions
Bangla-Tangla Dictionary
গৃহস্থ – family man
Samsad Bengali-English Dictionary
গৃহ [ gṛha ] n a room, a chamber; a house; a home, an abode, a dwelling; (astrol.) any of the signs of the zodiac. ~কপোতn. a tame pigeon. ~কর্তা same as গৃহস্বামী ।fem. ~কর্ত্রী । ~কর্ম, ~কার্যn. housework, domestic work or chores. ~কহল same as গৃহবিবাদ । ~কোণn. the inside of one's home; the corner of a house; household. ~গোধিকা, ~গোধাn. the lizard. ~চ্ছিদ্রn. a secret defect or blemish of a family; a (secret) discord in a family; the weak point of a family. ~চ্যুতa. ejected or displaced or ousted from one's homestead; homeless. গৃহচ্যুত করাv. to oust or evict one from one's homestead; to render one home less. ~জাতa. home-made; home grown; stored in a house esp. in a dwelling-house. ~তলn. the floor of a room. ~ত্যাগn. quitting a house or one's home; adoption of asceticism; renunciation of worldly life. গৃহত্যাগ করাv. to quit a house; to quit home; to adopt asceticism; to renounce worldly life. ~ত্যাগীn. one who has quitted a house or home; one who has adopted asceticism. ~দাহn. arson; (fig.) complete destruction of one's family happiness and peace. ~দেবতাn. a tutelar deity, a household god. ~ধর্মn. the family life, household duties. ~পতি same as গৃহস্বামী । ~পালিত a. domestic; (joc.) tame. ~প্রবেশn. the ceremony of first entrance into a newly-built house; house-warming. ~প্রাঙ্গণn. a courtyard. ~বাটিকাn. a garden within the precincts of a dwelling-house; a garden-house. ~বাসীa. leading the life of a family man; living in a dwelling-house or in a family. ☐ n. a family man; a male member of a family; an inmate of a dwelling-house. fem. ~বাসিনী । ~বিচ্ছেদn. dissension in a family; dissension amongst the people of a state; civil dissension. ~বিবাদn. dissension in a family; family strife, family feud; vendetta; internal strife; civil dissension; civil strife, civil war. ~ভেদীa. sowing dissension in a family or a party; betraying secrets of one's own family or party. গৃহভেদী বিভীষণ one who be trays the secrets of one's own family or party, a quisling, a fifth-columnist, a traitor (after the character of Bibhishana of the Ramayana). ~মণিn. lamp; the lamp of a house. ~মার্জনn. cleaning the house. গৃহমার্জন করাv. to scrub and clean the house. ~মৃগn. a domestic dog. ~মেধী same as গৃহস্থ । ~যুদ্ধ same as গৃহবিবাদ । গৃহলক্ষীn. a housewife whose suave and judicious dealings bring peace and prosperity to her family; (loos. & often facet.) a wife. ~শত্রুn. an enemy of one's own family or party, a quisling. ~শিক্ষকn. a private tutor; a guardian tutor. ~শূন্যa. homeless. ~সজ্জাn. fittings and furniture. ~স্থn. a family man; a middle class man. ☐ a. of or in a house. ~স্থধর্মn. the practice of a householder (the second stage of life according to Hindu scriptures); family life. ~স্থালি, । ~স্থালীn. housework, domestic work; domestic science, domestic economy; household duties. ~স্থাশ্রম same as ~স্থধর্ম । ~স্বামীn. the master of a house, a householder. fem. গৃহস্বামিনী the mistress of a house, a house-wife. ~হারা, ~হীনa. homeless, shelterless.
Samsad Bangla Abhidhan
গৃহ [ gṛha ] বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্থান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ~কপোত বি. পোষা পায়রা, পারাবত। ~কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ~কর্ত্রী। ~কর্ম, ~কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্থালি। ~কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ~গোধিকা বি. টিকটিকি। ~চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ~চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ~জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ~ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ~দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ~দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ~ধর্ম বি. গার্থস্থ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ~নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ~পতি বি. গৃহস্বামী। ~পালিত বিণ. ঘরে অর্থাৎ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ~প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ~প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ~বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ~বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ~বলি-ভুক (-ভুজ্) পায়রা। ~বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ~বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্থ, সংসারী (লোক)। ~বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ~বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ~ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ~ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ~মণি বি. প্রদীপ। ~মৃগ বি. কুকুর। ~মেধী বি. বিণ. গৃহস্থ; কৃতদার, যে বিবাহ করেছে। ~মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ~যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ~লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ~শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ~শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ~শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ~সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ~স্থ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্থার লোক। ☐ বিণ. গৃহে স্থিত। ~স্থালি, ~স্থালী বি. ঘরকন্নার কাজকর্ম। ~স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ~স্বামিনী। ~হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন।