গুছিয়ে definitions

Bangla-Tangla Dictionary
perfective participle of গুছানো: গুছানো – to arrange, to manage

perfective participle of গোছানো:
গোছানো – to arrange, to manage

Samsad Bengali-English Dictionary
perfective participle of গুছানো: গুছানো, গোছানো [ guchānō, gōchānō ] v to set in due order, to arrange properly; to provide for or to supply (ভাত-কাপড় গুছানো); to manage (কাজ গুছানো). ☐ a. set in due order, properly arranged; economically man aged; managed with domestic economy; orderly; thrifty. গোছানে a. orderly; thrifty; having capacity for man aging one's own affairs. গোছালো same as গোছানো (a.). perfective participle of গোছানো: গুছানো, গোছানো [ guchānō, gōchānō ] v to set in due order, to arrange properly; to provide for or to supply (ভাত-কাপড় গুছানো); to manage (কাজ গুছানো). ☐ a. set in due order, properly arranged; economically man aged; managed with domestic economy; orderly; thrifty. গোছানে a. orderly; thrifty; having capacity for man aging one's own affairs. গোছালো same as গোছানো (a.).
Samsad Bangla Abhidhan
perfective participle of গুছানো: গুছা, গোছা [ guchā, gōchā ] ক্রি. 1 সাজানো, সুবিন্যস্ত করা (জিনিসপত্র গোছাও, সব কথা গুছিয়ে বলা যাবে না); 2 সংস্থান করা, সংগ্রহ করা, ব্যবস্থা করা (ঘর গুছিয়ে নিয়েছে); 3 হাসিল করা (কাজ গুছিয়ে নিয়েছে)। ~নো ক্রি. গুছা, গোছা। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. গুছিয়ে রাখা হয়েছে এমন (গোছানো সংসার); গুছিয়ে রাখতে অভ্যস্ত। ~নে বিণ. গুছিয়ে রাখতে অভ্যস্ত। perfective participle of গোছানো: গুছা, গোছা [ guchā, gōchā ] ক্রি. 1 সাজানো, সুবিন্যস্ত করা (জিনিসপত্র গোছাও, সব কথা গুছিয়ে বলা যাবে না); 2 সংস্থান করা, সংগ্রহ করা, ব্যবস্থা করা (ঘর গুছিয়ে নিয়েছে); 3 হাসিল করা (কাজ গুছিয়ে নিয়েছে)। ~নো ক্রি. গুছা, গোছা। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. গুছিয়ে রাখা হয়েছে এমন (গোছানো সংসার); গুছিয়ে রাখতে অভ্যস্ত। ~নে বিণ. গুছিয়ে রাখতে অভ্যস্ত।

Processing time: 0.38 s