গুঁড়ো definitions

Bangla-Tangla Dictionary
গুঁড়ো – powder

2nd person intimate present imperative tense of গুঁড়োনো:
গুঁড়োনো – to pulverize

Samsad Bangla Abhidhan
গুঁড়া, গুঁড়ো [ gun̐ṛā, gun̐ṛō ] বি. চূর্ণ, রেণু (লঙ্কার গুঁড়ো)। ☐ বিণ. চূর্ণীকৃত, গুঁড়ানো (গুঁড়ো মশলা)। ☐ ক্রি. চূর্ণ করা (হাড় গুঁড়িয়ে দেব)। [সং. √গুণ্ড্ (চূর্ণকরণ)]। ~নো ক্রি. চূর্ণ করা। ☐ বি. চূর্ণন। ☐ বিণ. চূর্ণিত। 2nd person intimate present imperative tense of গুঁড়োনো: গুঁড়া, গুঁড়ো [ gun̐ṛā, gun̐ṛō ] বি. চূর্ণ, রেণু (লঙ্কার গুঁড়ো)। ☐ বিণ. চূর্ণীকৃত, গুঁড়ানো (গুঁড়ো মশলা)। ☐ ক্রি. চূর্ণ করা (হাড় গুঁড়িয়ে দেব)। [সং. √গুণ্ড্ (চূর্ণকরণ)]। ~নো ক্রি. চূর্ণ করা। ☐ বি. চূর্ণন। ☐ বিণ. চূর্ণিত।

Processing time: 0.4 s