গরম definitions

Bangla-Tangla Dictionary
গরম – hot, warm
Samsad Bengali-English Dictionary
গরম [ garama ] n heat (গ্রীষ্মের গরম); summer (গরমের সময়); arrogant, haughtiness (কথার গরম); vanity, pride (টাকার গরম); morbidity, illness (পেট গরম). ☐ a. hot (গরম জল, গরম কাল); warm, woollen (গরম জামা); arrogant, haughty (গরম মেজাজ); angry (গরম কথা); characterized by high price, dear (গরম বাজার); excited, belligerent (গরম পরিস্থিতি); fresh and exciting (গরম খবর). গরম মশলা cardamom cloves and cinnamon taken together as used in cooking to make food rich. গরম গরম, গরমাগরম a. (of food) hot; (fig.—of news etc.) fresh and exciting.
Samsad Bangla Abhidhan
গরম [ garama ] বি. 1 উত্তাপ, উষ্ণতা (চৈত্রের গরম); 2 গ্রীষ্ম (গরমের সময়) ; 3 ঔদ্ধত্য (কথার গরম); 4 দর্প, দম্ভ, অহংকার (টাকার গরম); 5 বিকার, রোগ (পেট গরম)। ☐ বিণ. 1 উষ্ণ, তপ্ত (গরম জল); 2 গ্রীষ্ম (গরম কাল) ; 3 শীতনিবারক (গরম জামা); 4 উদ্ধত; উগ্র, গর্বিত, ক্রুদ্ধ (গরম চোখে তাকানো, গরম মেজাজ); 5 কড়া, তিরস্কারপূর্ণ (গরম গরম কথা); 6 চড়া, মহার্ঘ (বাজার খুব গরম) ; 7 উত্তেজনাপূর্ণ, যুদ্ধোম্মুখ (গরম পরিস্থিতি); 8 টাটকা (গরম খবর)। [ফা. গর্ম্]। গরম গরম, গরমা-গরম বিণ. একেবারে সদ্য-ভাজা (গরমাগরম লুচি); টাটকা (গরমাগরম খবর)। গরম মশলা বি. এলাচ দারচিনি ও লবঙ্গ এই তিনটি উত্তেজক মশলা। গরম মোজা বি. পশমি মোজা। কুসুমকুসুম গরম বিণ. ঈষদুষ্ণ. কবোষ্ণ। গুমোট গরম, ভ্যাপসা গরম যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়। পচা গরম ভ্যাপসা গরম, বেশি ঘাম হয় এমন গরম। গরমা [ garamā ] ক্রি. 1 গরম হওয়া; 2 গর্বিত বা ক্রুদ্ধ হওয়া। [গরম দ্র]। ~নো ক্রি. গরম বা ক্রুদ্ধ হওয়া। ☐ বি. উক্ত অর্থে।

Processing time: 0.39 s