গদিতে definitions

Bangla-Tangla Dictionary
locative of গদি: গদি – the seat of power, mattress
Samsad Bengali-English Dictionary
locative of গদি: গদি [ gadi ] n a mattress, a cushion; a mercantile office (মারোয়াড়ির গদি); a king's seat, a throne, a gadi (গদিতে আরোহণ করা); the seat of a zemindar or landlord or of an ecclesiastical chief, an abbot etc. (গদি পাওয়া). গদিয়ান a. seated; ruling; holding a post.
Samsad Bangla Abhidhan
locative of গদি: গদি [ gadi ] বি. 1 তুলো নারকেল-ছোবড়া ইত্যাদির দ্বারা নির্মিত কোমল আসন বা শয্যা (গদি-তোশক, গদি পেতে দিয়েছি); 2 ব্যবসায়ীর দফতর (মারোয়াড়ির গদি); 3 রাজাসন (গদিতে আরোহণ করা); 4 উচ্চপদ বা আসন, মহান্ত, পির, মন্ত্রী, জমিদার প্রভৃতির পদ বা আসন (গদি পাওয়া)। [হি. গদ্দী]। ~য়ান বিণ. 1 সিংহাসনে পদে বা দফতরে আসীন (গদিয়ান হয়ে বসেছেন); 2 সম্পত্তির অধিকারী। [হি. গদিবান]। ~য়ানি বি. গদিয়ানের কাজ বা পদ। ☐ বিণ. গদিয়ানসুলভ।

Processing time: 1.23 s