গগন definitions

Bangla-Tangla Dictionary
গগন [name]
Samsad Bengali-English Dictionary
গগন [ gagana ] n the sky, the heavens, the firmament, free space overhead; the blue. ~চর, ~চারী a. (capable of) flying or moving in the sky, aerial, ethereal. ~চুম্বী a. sky-kissing, sky-high; very lofty. চুম্বী অট্টালিকা a sky-scraper. ~চ্যুত, ~ভ্রষ্ট a. fallen from the sky. ~তল n. the floor of the sky, the vault of the heavens, the firmament. ~পট n. the canvas of the sky, the vault of the heavens, the firmament; skyscape. ~পথ n. the celestial path; an aerial route. ~প্রান্ত n. a corner of the sky, the sky line, the horizon. ~বিহারী a. (capable of) flying or moving in the sky, aerial, ethereal; (fig.) imbued with lofty ideas or plans, aspiring. ~মণ্ডল n. the sky; the dome of the sky; the heavens. ~স্পর্শী a. touching or reaching the sky; sky-high; very lofty; very high, soaring (গগনস্পর্শী মূল্য); (fig.) highly aspiring or ambitious. গগনস্পর্শী অট্টালিকা a sky scraper. গগনাঙ্গন n. the courtyard of the heavens, the sky. গগনাম্বু n. rain-water.
Samsad Bangla Abhidhan
গগন [ gagana ] বি. আকাশ, নভোমণ্ডল, অম্বর ('গগনে গরজে মেঘ ঘন বরষা': রবীন্দ্র)। [সং. √গম্ + অন, ম্ স্থানে গ্ আদেশ]। ~চারী (-রিন্) বিণ. আকাশে বিচরণ করে এমন, খেচর। ~চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশস্পর্শী; অত্যন্ত উঁচু। ~তল বি. আকাশপট, আকাশের পৃষ্ঠ। ~পট বি. আকাশের পৃষ্ঠ, আকাশরূপ পট। ~পথ বি. আকাশপথ, আকাশমার্গ। ~প্রান্ত বি. আকাশের একধার, দিগন্ত। ~বিহারী (রিন্) বিণ. আকাশচারী, খেচর (গগনবিহারী পাখি, গগনবিহারী মেঘ)। ~মণ্ডল বি. নভোমণ্ডল, আকাশের পরিধি (সেই শব্দ সমগ্র গগনমণ্ডলে পরিব্যাপ্ত হল)। ~স্পর্শী (-র্শিন্) বিণ. আকাশছোঁয়া; অত্যন্ত উঁচু (গগনস্পর্শী আশা)। গগনাঙ্গন বি. আকাশরূপ আঙিনা; আকাশমণ্ডল। গগনাম্বু বি. বৃষ্টির জল।

Processing time: 0.4 s