খুকি definitions

Bangla-Tangla Dictionary
খুকি – daughter, girl
Samsad Bengali-English Dictionary
খুকি [ khuki ] n an infant girl; a little girl; a daughter. ☐ int. (voc.) my daughter, my girl. ~পনা n. simulating the behaviour of a little girl, affected girl ishness. খুকু affectionate form of খুকি । খুকুমণি n. (in endearment) dear girl.
Samsad Bangla Abhidhan
খুকি [ khuki ] বি. 1 ছোট মেয়ে (তোমার নাম কী খুকি?); 2 কন্যা সন্তান (আপনার ছোট খুকি কোথায়?)। [সং. কুক্ষি?]। ~পনা বি. খুকির মতো আচরণ; ছোট মেয়ের মতো আবদেরে ও অবুঝ ব্যবহার। খুকু বি. (আদরে) খুকি। খোকা [ khōkā ] বি. 1 শিশুপুত্র (তার একটি খোকা হয়েছে); 2 অল্পবয়স্ক বালক (খোকাখুকুর খেলা) ; 3 (ব্যঙ্গে) অল্পবয়সীর মতো আচরণকারী বয়স্ক লোক (বুড়ো খোকা)। [আঞ্চ. কোকা < সং. কুক্ষি?]। ~পনা, ~মি বি. বয়স্ক লোকের খোকার মতো আচরণ (এই খোকামি তোমাকে আর মানায় না)। স্ত্রী. খুকি, খুকু। ~ইলিশ বি. ইলিশের স্বাদগন্ধযুক্ত ছোট ইলিশবিশেষ।

Processing time: 1.23 s