খাসমহল definitions

Bangla-Tangla Dictionary
খাসমহল [same as খাসতালুক]
Samsad Bengali-English Dictionary
খাস [ khāsa ] a especial, special (খাসদরবার); personal, private, own (খাসকামরা); under direct ownership or control of the proprietor (খাসসম্পত্তি). ~কামরা n. a private chamber. ~খামার n. agricultural land not let out to the tenants but cultivated directly by the owner; a demesne, a demain. ~নবিশ, ~মুনশি n. a private secretary; a personal assistant. ~বরদার n. a mace-bearer. ~মহল, ~মহাল, ~সম্পত্তি n. an estate directly under the landlord; a demesne, a demain. খাসে আনা, খাস করা n. to bring under direct control, to take away from tenancy.
Samsad Bangla Abhidhan
খাস [ khāsa ] বিণ. 1 অসাধারণ (শাক দরবার); 2 নিজস্ব (খাস কামরা); 3 মালিকের সরাসরি অধিকারভুক্ত বা কর্তৃত্বাধীন (খাসদখল)। [আ. খাস্]। ~খামার বি. নিজের চাষবাসের জমি। ~মহল, ~মহাল, ~তালুক বি. যে জমি বা তালুক প্রজার কাছে বিলি না করে জমির মালিক সরাসরি নিজের তত্ত্বাবধানে রাখে (খাস তালুকের প্রজা)।

Processing time: 0.4 s