খাপছাড়া definitions

Bangla-Tangla Dictionary
খাপছাড়া – out-of-place
Samsad Bengali-English Dictionary
খাপ [ khāpa ] n a scabbard, a sheath (তরোয়ালের খাপ); a holster (রিভলভারের খাপ); a case (চশমার খাপ); agreement, congruity, suitability; closeness or density of texture, texture. খাপ খাওয়া v. to agree with, to be congruent with; to be in keeping or harmony with, to suit; to adjust oneself to. খাপে রাখা v. to sheathe; to put in the case. খাপ থেকে খোলা v. to unsheathe; to take out of the case. খাপ-খোলা a. unsheathed, bare. খাপ-ছাড়া a. unsuitable, unbecoming, in consistent, irrelevant, incoherent, dis jointed; casual, stray; queer, quaint (খাপছাড়া লোক বা স্বভাব).
Samsad Bangla Abhidhan
খাপ [ khāpa ] বি. 1 অস্ত্র রাখার আধার (খাপ থেকে তরোয়াল বার করল); 2 কোষ, আধার (চশমার খাপ); 3 মিল, সামঞ্জস্য (খাপ খাওয়া); 4 ঘনত্ব, ঠাসবুনন (কাপড়ের খাপ, খাপযুক্ত কাপড়)। [< ফা. খাম্]। ~ছাড়া বিণ. বেমানান, অসংলগ্ন, অপ্রাসঙ্গিক, অসম্বন্ধ (খাপছাড়া বর্ণনা); অদ্ভুত (খাপছাড়া স্বভাবের লোক)। খাপা ক্রি. 1 খাপ খাওয়া, সামঞ্জস্যপূর্ণ বা সংগতিপূর্ণ হওয়া; 2 ছোট হয়ে যাওয়া (কাচলে কাপড়টা খেরে যাবে কি?)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। খাপানো ক্রি. বি. খাপ খাওয়ানো, মানানো; খাপি করা। খাপি বিণ. ঠাসবুননযুক্ত; মোটা (খাপি ধুতি)। খাপছাড়া [ khāpachāṛā ] দ্র খাপ

Processing time: 0.41 s