খসা definitions

Bangla-Tangla Dictionary
খসা – to come off
Samsad Bengali-English Dictionary
খসা [ khasā ] v to become detached, to come away (খিল খসা); to come off (দেওয়াল থেকে চুনবালি খসা); to fall off, to be shed (গাছ থেকে পাতা খসা); to become loose (কোমরের কাপড় খসা); to become dishevelled (খোঁপা খসা); to drop off (মালা থেকে ফুল খসা); to get out of position accidentally, to slip (হাত থেকে খসে পড়া); to come out, to be uttered (মুখ থেকে কথা খসা); to be spent esp. unnecessarily, to be spent or lost (টাকা খসা); (sarcas.) to die (বুড়ো এবার খসবে); to flee, to escape (চোরটা খসেছে); to depart immediately (অনেক জ্বালিয়েছ, এখন খসে পড়ো). ~নো v. to detach, to cause to come away; to cause to come off; to cause to fall off, to shed; to loosen; to dishevel; to cause to drop off; to cause to slip (away or out); to cause to come out, to cause to utter; to cause to be spent or lost.
Samsad Bangla Abhidhan
খসা [ khasā ] ক্রি. খুলে পড়ে যাওয়া (খিল খসে গেছে); 2 ঢিলে হয়ে যাওয়া (কাপড় খসা); 3 বিচ্যুত হওয়া ('মালা হতে খসে-পড়া ফুলের একটি দল': রবীন্দ্র); 4 ধসে যাওয়া, ভেঙে পড়া (দেওয়ালের চুনবালি খসে যাচ্ছে); 5 নির্গত হওয়া (মুখ থেকে কথা খসছে না) ; 6 খরচ হওয়া (আজ আমার একশো টাকা খসল) ; 7 মৃত্যু হওয়া (বুড়োটা খসেছে); 8 পালিয়ে যাওয়া (চোরটা খসে পড়েছে)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ বিণ. খসে পড়েছে এমন, স্খলিত, বিচ্যুত (গাছ থেকে খসা আম, হার থেকে খসা পুঁতি)। [বাং. √খস্ + আ-তু. সং. √স্খল্]। ~নো ক্রি. খসিয়ে ফেলা। ☐ বি. স্খলন। ☐ বিম. স্খলিত, বিচ্যুত।

Processing time: 0.39 s