কড়া definitions

Bangla-Tangla Dictionary
কড়া – severe, strict, harsh
Samsad Bengali-English Dictionary
কড়া1 [ kaṛā1 ] n a metal ring; such a ring affixed to a thing as a handle. কড়া2 [ kaṛā2 ] n a coin of smallest value (usu. denominated by cowries or small conch-shells), a cowrie, এক কড়া (to the) smallest amount or degree; an iota. ~কিয়া n. a table for counting cowries from 1 to 1. ~ক্রান্তি see ক্রান্তি । কড়ায় গণ্ডায় adv. to the last farthing; completely, thoroughly. কড়া3 [ kaṛā3 ] a hard; stiff; difficult; severe; tremendous, intense; angry; haughty; harsh, rude (কড়া কথা); strict; rough. ☐ n. a corn on the skin. ~কড়ি, ~ক্কড়, ~ক্কড়ি n. strictness; stringency. কড়া আইন a strict or stringent law কড়া মনিব an ex acting master; a hard or strict task master. কড়া লোক a strict man or disciplinarian. কড়া4, কড়াই [ kaṛā4, kaṛāi ] n a large tumblerlike cooking utensil, (cp.) a vat.
Samsad Bangla Abhidhan
কড়2, কড়া [ kaṛa2, kaṛā ] বি. মুকুল থেকে সদ্য যে কচি ফল বেরিয়েছে; ফলের গুটি, অপুষ্ট কচি ফল (আমের কড়া, কুমড়োর কড়া)। [সং. কলি=কড়ি]। কড়া1 [ kaṛā1 ] বি. ধাতুর বালা; বালার মতো হাতল (দরজার কড়া); আংটা। [সং. কটক]। কড়া2, কড়াই [ kaṛā2, kaṛāi ] বি. ধাতুর তৈরি (সচ.) দুটি আংটাওয়ালা রান্নার পাত্র, কটাহ। [সং. কটাহ]। কড়া3 [ kaṛā3 ] বিণ. 1 শক্ত, কঠিন, কঠোর (কড়া শাসন); 2 তীব্র, প্রখর (কড়া রোদ, কড়া তাপ); 3 প্রবল, উগ্র (কড়া মেজাজ); 4 কটু (কড়া কথা); 5 কর্কশ (কড়া আওয়াজ)। ☐বি. চামড়ায় ঘর্ষণজনিত কাঠিন্য, ঘাঁটা (হাত-পায়ের কড়া)। [সং. কঠোর]। ~কড়, ~ক্কড় বিণ. কঠিন, কঠোর। ☐ বি. কড়াকড়ি (বেশি কড়াক্কড় ভালো নয়)। ~কড়ি, ~ক্কড়ি বি. বাঁধাবাঁধি; কঠোর শাসন। কড়া4 [ kaṛā4 ] বি. কর্পদক, কড়ি। [সং. কর্পদক, তু. হি. কৌড়ী]। এক কড়া বি. বিণ. (আল.) অতি তুচ্ছ বা সামান্য পরিমাণ (তার এক কড়া বুদ্ধি নেই)। ~কিয়া (গ্রা.) ~ঙ্কিয়া, ~ঙ্কে বি. (1 থেকে 1) কড়ার হিসাব। ~ক্রান্তি দ্র ক্রান্তি। কড়ায়-গণ্ডায় ক্রি-বিণ. অতি নিপুণ ও সূক্ষ্ম হিসাবমতে (কড়ায়-গণ্ডায় আদায় করেছি)। কড়া5 [ kaṛā5 ] দ্র কড়2 কড়াই [ kaṛāi ] দ্র কড়া2

Processing time: 0.42 s