ক্ষমতাশালী definitions

Bangla-Tangla Dictionary
ক্ষমতাশালী – powerful
Samsad Bengali-English Dictionary
ক্ষমতা [ kṣamatā ] n power, strength, might; ability, capacity; efficiency, proficiency, dexterity, skill; influence, control. ক্ষমতা অভিযোজন n. delegation of power. ~চ্যুত a. devoid or deprived of power. ~প্রিয় a. power-loving. ~প্রিয়তা n. love of power. ~বান, ~শালী, ~সম্পন্ন a. powerful, strong, mighty; influential; able, capable; proficient, skilful. fem. ~বতী, ~শলিনী । ~শূন্য, ~হীন a. powerless; lacking in influence; unable, incapable; in efficient, unskilled. ক্ষমতাসীন a. ruling; wielding power; possessed of power or authority, possessing or holding power.
Samsad Bangla Abhidhan
ক্ষমতা [ kṣamatā ] বি. 1 শক্তি, সামর্থ্য (শারীরিক ক্ষমতা, ওজন তোলার ক্ষমতা); 2 যোগ্যতা; 3 পটুতা, কর্মদক্ষতা, নৈপুণ্য; 4 প্রভাব, আধিপত্য (রাজকীয় ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা)। [সং. ক্ষম + তা]। ~চ্যুত বিণ. ক্ষমতা চলে গেছে এমন। ~বান (-বান্) বিণ. ক্ষমতাশালী, যার ক্ষমতা আছে। স্ত্রী. ~বতী~শালী (-লিন্) বিণ. ক্ষমতা আছে এমন। স্ত্রী. ~শালিনী। ~সীন বিণ. শাসনক্ষমতায় অধিষ্ঠিত, (যার) হাতে শাসনক্ষমতা রয়েছে এমন।

Processing time: 0.41 s