ক্রয় definitions

Bangla-Tangla Dictionary
ক্রয় – buying (+ করা = to buy)
Samsad Bengali-English Dictionary
ক্রয় [ kraẏa ] n buying, purchase. ক্রয়করা v. to buy, to purchase. ক্রয়-বিক্রয় n. buying and selling; commercial transaction; trading. ~মূল্য n. cost price. ~যোগ্য a. fit for buying, that which can be bought, purchasable. ~সাধ্য a. same as ক্রয়যোগ্য । ~সীমা n. purchasing power.
Samsad Bangla Abhidhan
ক্রয় [ kraẏa ] বি. মূল্যের বিনিময়ে নেওয়া; কেনা। [সং. √ ক্রী + অ]। ~বিক্রয় বি. 1 কেনাবেচা; 2 ব্যাবসা-বাণিজ্য। ~মূল্য বি. কেনাদাম, যে দামে কেনা হয়েছে (কোনো দোকানদার কি তোমাকে ক্রয়মূল্যে জিনিস দেবে?)। ~যোগ্য বিণ. কেনা বা খরিদ করা যেতে পারে এমন (দোকানে যাই বটে, তবে ক্রয়যোগ্য জিনিস তো তেমন চোখে পড়ে না)। ~সাধ্য বিণ. কেনার ক্ষমতা আছে এমন। ~সীমা বি. যে পর্যন্ত কেনা যেতে পারে (ও জিনিস সাধারণ লোকের ক্রয়সীমার বাইরে)। ক্রয়েচ্ছু বিণ. কিনতে আগ্রহী।

Processing time: 0.42 s