Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
ক্যান-ভাস1 [ kyāna-bhāsa1 ] বি. 1 তাঁবু, চিত্রপট প্রভৃতির জন্য ব্যবহৃত শক্ত মোটা কাপড়বিশেষ, ক্যাম্বিস ; 2 চিত্রপট (বিরাট ক্যানভাস জুড়ে ছবি)। [ইং. canvas]।ক্যান-ভাস2 [ kyāna-bhāsa2 ] বি. ভোট চাঁদা ইত্যাদি চাওয়ার জন্য লোকের কাছে যাওয়া; ভোটের জন্য বা কারও পক্ষে জনমত তৈরির জন্য প্রচার (সারা দিন ভোটের ক্যানভাস করে ক্লান্ত)। [ইং. canvass]।
ক্যাডার, কাডার [ kyāḍāra, kāḍāra ] বি. 1 সৈন্যদলের নিয়মিত সদস্য; 2 রাজনীতিক দল বা সংগঠনের কর্মিবৃন্দ (রাজনীতিক দলগুলো তাদের ক্যাডারদের বোঝাক)। [ইং. ফ. cadre < লা. quadro]।
ক্যান-ভাস definitions
Samsad Bangla Abhidhan
ক্যান-ভাস1 [ kyāna-bhāsa1 ] বি. 1 তাঁবু, চিত্রপট প্রভৃতির জন্য ব্যবহৃত শক্ত মোটা কাপড়বিশেষ, ক্যাম্বিস ; 2 চিত্রপট (বিরাট ক্যানভাস জুড়ে ছবি)। [ইং. canvas]।ক্যান-ভাস2 [ kyāna-bhāsa2 ] বি. ভোট চাঁদা ইত্যাদি চাওয়ার জন্য লোকের কাছে যাওয়া; ভোটের জন্য বা কারও পক্ষে জনমত তৈরির জন্য প্রচার (সারা দিন ভোটের ক্যানভাস করে ক্লান্ত)। [ইং. canvass]।
ক্যানাল definitions
Samsad Bangla Abhidhan
ক্যানেল, ক্যানাল [ kyānēla, kyānāla ] বি. খাল; কৃত্রিম উপায়ে (সাধারণত) সেচের জল পৌঁছে দেবার জন্য খনিত খাল (সারা বছর ক্যানেলের জলের জন্য চাষিরা হাপিত্যেশ করে)। [ইং. canal]।
2nd person intimate future imperative tense of সারানো:সারানো – to repair, to cure2nd person intimate present simple tense of সারানো:সারানো – to repair, to cure
Samsad Bengali-English Dictionary
2nd person intimate future imperative tense of সারানো:সারানো [ sārānō ] v to mend or repair; to correct or rectify; to cure, to heal (রোগ সারানো); to restore or improve.2nd person intimate present simple tense of সারানো:সারানো [ sārānō ] v to mend or repair; to correct or rectify; to cure, to heal (রোগ সারানো); to restore or improve.
Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of সারানো:সারা3 [ sārā3 ] ক্রি. 1 সাবধানে বা সঙ্গোপনে রাখা (সে টাকাগুলি সেরে রেখেছে); 2 সম্পাদন করা বা সমাপ্ত করা (দায় সারা); 3 সর্বনাশ করা, বিপদে বা দুর্দশায় ফেলা (জুয়ায় তাকে সেরেছে); 4 নষ্ট করা বা পণ্ড করা (দফা সেরেছে); 5 মেরামত করা (ভাঙা ঘড়ি সারা); 6 সংশোধন করা, শোধরানো (চরিত্র সারা, ভুল সারা, হাতের লেখা সারা); 7 আরোগ্যলাভ করা (রোগ সারা, সেরে ওঠা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 লুক্কায়িত; 2 মেরামত-করা; 3 দুর্দশাগ্রস্ত; নষ্ট; পণ্ড। [সং. √ সৃ + বাং. আ]। ~নো ক্রি. মেরামত করানো (বাড়ি সারানো); 2 সংশোধন করানো; 3 সমাপ্ত করানো; 4 মুক্ত করা (রোগ সারানো); 5 নীরোগ করা (শরীর সারানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।2nd person intimate present simple tense of সারানো:সারা3 [ sārā3 ] ক্রি. 1 সাবধানে বা সঙ্গোপনে রাখা (সে টাকাগুলি সেরে রেখেছে); 2 সম্পাদন করা বা সমাপ্ত করা (দায় সারা); 3 সর্বনাশ করা, বিপদে বা দুর্দশায় ফেলা (জুয়ায় তাকে সেরেছে); 4 নষ্ট করা বা পণ্ড করা (দফা সেরেছে); 5 মেরামত করা (ভাঙা ঘড়ি সারা); 6 সংশোধন করা, শোধরানো (চরিত্র সারা, ভুল সারা, হাতের লেখা সারা); 7 আরোগ্যলাভ করা (রোগ সারা, সেরে ওঠা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 লুক্কায়িত; 2 মেরামত-করা; 3 দুর্দশাগ্রস্ত; নষ্ট; পণ্ড। [সং. √ সৃ + বাং. আ]। ~নো ক্রি. মেরামত করানো (বাড়ি সারানো); 2 সংশোধন করানো; 3 সমাপ্ত করানো; 4 মুক্ত করা (রোগ সারানো); 5 নীরোগ করা (শরীর সারানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
Off by 6 letters:
করাস definitions
Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of করানো:করানো – to cause to make or do2nd person intimate present simple tense of করানো:করানো – to cause to make or do
Samsad Bengali-English Dictionary
2nd person intimate future imperative tense of করানো:করানো [ karānō ] v to cause to do or perform or accomplish or execute or build or make or earn or invent or devise or apply or shoot or be stricken with or move or visit or hire or rent or attend or manage or found or establish or cook or bake or roast or reduce to or render into or. translate or work out or lay or practise or accumulate or take.2nd person intimate present simple tense of করানো:করানো [ karānō ] v to cause to do or perform or accomplish or execute or build or make or earn or invent or devise or apply or shoot or be stricken with or move or visit or hire or rent or attend or manage or found or establish or cook or bake or roast or reduce to or render into or. translate or work out or lay or practise or accumulate or take.
Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of করানো:করানো [ karānō ] ক্রি. অপরকে দিয়ে করিয়ে নেওয়া। ☐ বি. উক্ত অর্থে (মাঝে মাঝে গোরুকে স্নান করানো ভালো)। ☐ বিণ. করিয়ে নেওয়া হয়েছে এমন (করানো অঙ্ক আবার করে কী লাভ?)। [বাং. √ কর্ + আনো]।2nd person intimate present simple tense of করানো:করানো [ karānō ] ক্রি. অপরকে দিয়ে করিয়ে নেওয়া। ☐ বি. উক্ত অর্থে (মাঝে মাঝে গোরুকে স্নান করানো ভালো)। ☐ বিণ. করিয়ে নেওয়া হয়েছে এমন (করানো অঙ্ক আবার করে কী লাভ?)। [বাং. √ কর্ + আনো]।
কাতরাস definitions
Bangla-Tangla Dictionary
2nd person intimate future imperative tense of কাতরানো:কাতরানো – to become distraught2nd person intimate present simple tense of কাতরানো:কাতরানো – to become distraught
Samsad Bengali-English Dictionary
2nd person intimate future imperative tense of কাতরানো:কাতরানো [ kātarānō ] v to groan; to moan; to fidget.2nd person intimate present simple tense of কাতরানো:কাতরানো [ kātarānō ] v to groan; to moan; to fidget.
Samsad Bangla Abhidhan
2nd person intimate future imperative tense of কাতরানো:কাতর [ kātara ] বি. 1 আর্ত; কষ্টে বা দুঃখে অভিভূত; 2 ব্যাকুল (কাতর প্রাণের প্রার্থনা); 3 কুণ্ঠিত (অর্থব্যয়ে কাতর; তু. অকাতরে অর্থব্যয়); 4 ভীত (ভয়ে কাতর)। [সং. কু (-ঈষৎ) + তৃ + অ]। স্ত্রী. কাতরা1। বি. ~তা, (বিরল) কাতর্য। কাতরা2 ক্রি. কাতরতা বা যন্ত্রণা প্রকাশ করা, ছটফট করা; আর্তনাদ করা। কাতরানো ক্রি. বি. কাতর হওয়া, কাতরতা প্রকাশ করা। কাতরানি বি. কাতরতা; যন্ত্রণা প্রকাশ অথবা যন্ত্রণা প্রকাশের ধ্বনি; ছটফটানি; আর্তনাদ। কাতরোক্তি বি. কাতরতাপূর্ণ বাক্য।2nd person intimate present simple tense of কাতরানো:কাতর [ kātara ] বি. 1 আর্ত; কষ্টে বা দুঃখে অভিভূত; 2 ব্যাকুল (কাতর প্রাণের প্রার্থনা); 3 কুণ্ঠিত (অর্থব্যয়ে কাতর; তু. অকাতরে অর্থব্যয়); 4 ভীত (ভয়ে কাতর)। [সং. কু (-ঈষৎ) + তৃ + অ]। স্ত্রী. কাতরা1। বি. ~তা, (বিরল) কাতর্য। কাতরা2 ক্রি. কাতরতা বা যন্ত্রণা প্রকাশ করা, ছটফট করা; আর্তনাদ করা। কাতরানো ক্রি. বি. কাতর হওয়া, কাতরতা প্রকাশ করা। কাতরানি বি. কাতরতা; যন্ত্রণা প্রকাশ অথবা যন্ত্রণা প্রকাশের ধ্বনি; ছটফটানি; আর্তনাদ। কাতরোক্তি বি. কাতরতাপূর্ণ বাক্য।
কানা definitions
Bangla-Tangla Dictionary
কানা – one eyed
Samsad Bengali-English Dictionary
কানা1 [ kānā1 ] n border, edge; brim, rim. কানায় কানায়adv. to the brim. কানায় কানায় ভরা full to the brim, brimful. ~ভাঙ্গাa. with broken brim.কানা2 [ kānā2 ] a blind of one eye, one-eyed; blind; having a hole, useless, valueless (কানাকড়ি). ~কড়িn. (lit.) a cowrie (কড়ি) with a hole; a cowrie which is not convertible, a useless or valueless cowrie; (fig.) minimum wealth (কানাকড়িও সম্বল নেই). ~খোঁড়াn. (as pl.) the blind and the lame; (as sing.) a blind and lame per son. কানাখোঁড়ার একগুণ বাড়া (fig.) a worthless person is often full of troublesome vanity or mischief. ~গলি a blind alley, a cul-de-sac, an impasse. কানা গোরুর ভিন্ন পথ (lit.) a one-eyed cow often goes astray from the right way; (fig.) a fool or an ignorant person often strays away from the safe route. কানা ছেলের নাম পদ্মলোচন (fig.) a ridiculous affair such as adorning an ugly person gaudily, a cur put in fur. ~মাছিn. blindman's buff.
Samsad Bangla Abhidhan
কানা1 [ kānā1 ] বি. 1 কিনারা, প্রান্ত (পুকুরের কানা); 2 পাত্রাদির মুখের বেড় (কলসির কানা)। [সং. কর্ণ]। কানায় কানায় ক্রি. বিণ. কিনারা পর্যন্ত (পুকুরটা কানায় কানায় ভরে গেছে)।কানা2 [ kānā2 ] বিণ. 1 চক্ষুহীন; 2 অন্ধ; 3 ফুটো (কানাকড়ি, কানাবেগুন); 4 একদিক বন্ধ, একমুখো (কানাগলি)। ☐ বি. চক্ষুহীন ব্যক্তি, অন্ধ লোক। [সং. কাণ]। কানি বিণ. বি. (স্ত্রী.) চক্ষুহীনা (স্ত্রীলোক)। ~কড়ি বি. ভাঙা বা ফুটো কড়ি; (আল.) অতি তুচ্ছ পরিমাণ (এক খেটেও পাবে তো কানাকড়ি)। ~মাছি বি. 1 ছোটদের খেলাবিশেষ (এই খেলায় একজন চোখ-বাঁধা অবস্থায় অন্যদের ধরতে চেষ্টা করে); 2 বড় মাছিবিশেষ। কানা খোঁড়ার একগুণ বাড়া (প্র.) গুণহীন লোকেরই অহংকার বা বড়াই বেশি হয়। কানা গোরুর ভিন্ন পথ (প্র.) অজ্ঞান বা কাণ্ডজ্ঞানহীন লোক কানা গোরুর মতো গোয়ালের দিকে না গিয়ে অর্থাৎ নিরাপদ পথ ত্যাগ করে বিপধে যায়। কানা ছেলের নাম পদ্মলোচন যার যে-গুণ একেবারেই নেই, তার নামের মধ্যে সেই গুণের উল্লেখ থাকার মতো হাস্যকর ব্যাপার।কানামাছি [ kānāmāchi ] দ্র কানা2।কানী [ kānī ] দ্র কানা2।
কানাডা definitions
Bangla-Tangla Dictionary
কানাডা – Canada
কানাড়া definitions
Samsad Bengali-English Dictionary
কানাড়া [ kānāṛā ] n an Indian musical mode sung at night.
কারা1 [ kārā1 ] pro. pl who, which persons, which people.কারা2, কারাগার, কারাগৃহ [ kārā2, kārāgāra, kārāgṛha ] n a prison, a gaol, a jail. কারাকক্ষn. a prison-cell, a prisoner's cell. কারাদণ্ডn. a sentence of imprisonment, incarceration. কারাদণ্ড দেওয়াv. to sentence to imprisonment. বিনাশ্রম কারাদণ্ড simple imprisonment. সশ্রম কারাদণ্ড rigorous imprisonment. কারাপালn. a gaoler, a jailor. কারাবরণn. imprisonment. কারাবাসn. duress, imprisonment; prison-life. কারাবাসীa. imprisoned. ☐ n. a prisoner. কারামুক্তa. released from prison. কারামুক্তিn. release from prison. কারারুদ্ধa. imprisoned. কারারোধn. imprisonment.
কিনারা [ kinārā ] n border; edge (চোখের কিনারা); a bank or shore; outskirts (গ্রামের কিনারা, শহরের কিনারা, বাড়ির কিনারা); arrangements; remedy, measure, redress, removal, reparation (দুঃখের কিনারা, বিপদের কিনারা); solution (সমস্যার কিনারা); trace (হারানো টাকার কিনারা); solution or discovery or detection by investigation (চুরির কিনারা); decision, settlement (মোকদ্দমার কিনারা). কিনারা করাv. to arrange for; to make arrangements for the provision of; to remedy, to redress, to remove, to repair; to solve; to trace; to solve or discover or detect by investigation; to decide; to settle. নদীর কিনারা riverside, river-bank. পথের কিনারা road side. মনের কিনারা depth of one's mind. সমুদ্রের কিনারা seaside, sea shore, coast.