Off by 3 letters:
কুবোধ definitions

Samsad Bangla Abhidhan
কুবোধ [ kubōdha ] বি. কুবুদ্ধি, দুর্মতি। [সং. কু + বোধ -তু. সুবোধ]।
কৌতুক definitions

Bangla-Tangla Dictionary
কৌতুক – joke
Samsad Bengali-English Dictionary
কৌতুক [ kautuka ] n a fun; a joke, a jest; inquisitiveness; curiosity. কৌতুক করা v. to make fun (of), to crack a joke; to jest. ~জনক a. funny; jocular; curious, queer; interesting. ~প্রিয় a. fond of fun or jokes. কৌতুকাবহ same as কৌতুকজনক । কৌতুকাবিষ্ট a. amused; curious. কৌতুকী a. funny, amusing; given to making fun or jokes; fond of amusements.
Samsad Bangla Abhidhan
কৌতুক [ kautuka ] বি. 1 আমোদ, মজা; 2 ঠাট্টা, তামাশা, পরিহাস; 3 উৎসব; 4 কৌতুহল, ঔৎসুক্য। [সং. কুতুক + অ]। কৌতুকাবহ বিণ. আমোদজনক, মজাদার; কৌতুহলজনক। কৌতুকী (-কিন্) বিণ. কৌতুকপূর্ণ; কৌতুককারী; আমোদপ্রিয়; কৌতূহলী।
Off by 4 letters:
কৌতুকাবহ definitions

Samsad Bengali-English Dictionary
কৌতুক [ kautuka ] n a fun; a joke, a jest; inquisitiveness; curiosity. কৌতুক করা v. to make fun (of), to crack a joke; to jest. ~জনক a. funny; jocular; curious, queer; interesting. ~প্রিয় a. fond of fun or jokes. কৌতুকাবহ same as কৌতুকজনক । কৌতুকাবিষ্ট a. amused; curious. কৌতুকী a. funny, amusing; given to making fun or jokes; fond of amusements.
Samsad Bangla Abhidhan
কৌতুক [ kautuka ] বি. 1 আমোদ, মজা; 2 ঠাট্টা, তামাশা, পরিহাস; 3 উৎসব; 4 কৌতুহল, ঔৎসুক্য। [সং. কুতুক + অ]। কৌতুকাবহ বিণ. আমোদজনক, মজাদার; কৌতুহলজনক। কৌতুকী (-কিন্) বিণ. কৌতুকপূর্ণ; কৌতুককারী; আমোদপ্রিয়; কৌতূহলী।
কৌতুকী definitions

Samsad Bengali-English Dictionary
কৌতুক [ kautuka ] n a fun; a joke, a jest; inquisitiveness; curiosity. কৌতুক করা v. to make fun (of), to crack a joke; to jest. ~জনক a. funny; jocular; curious, queer; interesting. ~প্রিয় a. fond of fun or jokes. কৌতুকাবহ same as কৌতুকজনক । কৌতুকাবিষ্ট a. amused; curious. কৌতুকী a. funny, amusing; given to making fun or jokes; fond of amusements.
Samsad Bangla Abhidhan
কৌতুক [ kautuka ] বি. 1 আমোদ, মজা; 2 ঠাট্টা, তামাশা, পরিহাস; 3 উৎসব; 4 কৌতুহল, ঔৎসুক্য। [সং. কুতুক + অ]। কৌতুকাবহ বিণ. আমোদজনক, মজাদার; কৌতুহলজনক। কৌতুকী (-কিন্) বিণ. কৌতুকপূর্ণ; কৌতুককারী; আমোদপ্রিয়; কৌতূহলী।
সকৌতুক definitions

Samsad Bangla Abhidhan
সকৌতুক [ sakautuka ] বিণ. কৌতুকযুক্ত, কৌতুকপূর্ণ। [সং. সহ + কৌতুক]। সকৌতুকে ক্রি-বিণ. কৌতুকের সঙ্গে (সকৌতুকে বলা)।
Off by 5 letters:
কতক definitions

Bangla-Tangla Dictionary
কতক – somewhat
Samsad Bengali-English Dictionary
কত [ kata ] a how much, how many; much, many. ☐ adv. to a great extent, much. ☐ n. a great number or amount (কত এল, কত গেল). ☐ pro. how much or how many of it or them. কত করে at what price (কত করে কিনলে); with much solicitation or entreaty (কত করে বললাম); after or with a great effort (কত করে পাশ করেছি). ~ a. some; somewhat. ☐ adv. to some extent; partially. ☐ pro. some of it or them. ☐ n. some people (দেশের কতক অর্ধাশনে থাকে). কতক কতক to a certain extent; some what; partially. কতকটা a. some. ☐ adv. partially; somewhat. ☐ pro. some of it. ☐ n. some amount. কতক পরিমাণে adv. to some extent; partially. ~কাল adv. how long; for a long time (কতকাল বসে আছি). ☐ n. a long time. কত কী, কত কিছু various; various things; various and unknown (things); a large number of (things.) ~ক্ষণ adv. how long; for a long time. ☐ n. a long time. ~দিন adv. how many days; for many days; for a long time. ☐ n. many days; a long time. কত না adv. countlessly; immeasurably. ~বার adv. how many times; many times. ~মতো a. of numerous and various kinds. ☐ adv. in numerous and various ways. ~শত a. countless. ~হুঁ a. (poet. & obs.) numerous and various.
Samsad Bangla Abhidhan
কত2 [ kata2 ] বিণ. 1 কী পরিমাণ, কয়টি, কয়জন (কত দুধ? কত আম? কত লোক?); 2 বহু (কত লোকেই তো জানে)। ☐ ক্রি-বিণ. বহু পরিমাণে (কত এল, কত গেল)। ☐ সর্ব. কী পরিমাণ (আমার কাছে টাকা আছে, তোমার কত চাই?)। [সং. কতি]। কত করে 1 কী দামে, কী দরে (মাছ কত করে কিনলে); 2 বহু অনুনয়বিনয় করে (কত করে বললাম তবু শুনল না); 3 বহু চেষ্টার ফলে (কত করে পাশ করেছি)। ~ বিণ. কিছু পরিমাণ (কতক লোক, কতক জল, ঘা কতক)। ☐ ক্রি-বিণ. অংশত (বইখানা কতক পড়েছি)। ☐ সর্ব. কিছু অংশ (আমগুলোর কতক কতক টক)। ☐ বি. কিছুসংখ্যক লোক (দেশের কতক অনাহারে কাটাচ্ছে)। ~কটা বিণ. কিছুপরিমাণ (কতকটা পথ গেছে)। ☐ ক্রি-বিণ. কিছু পরিমাণে (কতকটা তাই-ই হয়েছে)। কত কী বি. সর্ব. বিণ. নানারকম (কত কী খাবার, কত কী ঘটবে, কত কী দেখছি)। ~ক্ষণ বি. 1 কিছু সময়; 2 বহু সময়। ☐ ক্রি-বিণ. 1 কিছু সময় ধরে (কতক্ষণ নীরব রইল); 2 কত সময় পূর্বে (কতক্ষণ এসেছ?)। ~টা বিণ. কতখানি, কী পরিমাণ (কতটা দুধ পড়েছে?)। ☐ সর্ব. বি. কোনো জিনিসের কতটা, কতখানি বা কতগুলি জিনিস (তুমি কতটা খেয়েছ?)। ~দূর বি. কিছু দূর; অনেক দূর। ☐ ক্রি-বিণ. কিছু দূরে; কত দূরে (সে কত দূর গেছে)। কত-না বিণ. বহু, অসংখ্য; বহু পরিমাণ (কত-না দুঃখ পেয়েছ, কত-না কেঁদেছি)। ~বার ক্রি-বিণ. 1 কয়বার (কতবার ওখানে গেছে?); 2 বহুবার ('কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া': রবীন্দ্র)। ~মতো বিণ. ক্রি-বিণ. বহুপ্রকার, বহুপ্রকারে (কতমতো চেষ্টা করলাম, কতমতো করে দেখেছি)। ~শত বিণ. অসংখ্য (কতশত লোক)। ~হুঁ (ব্রজ.) বিণ. কতই, বিবিধ; বহু ('চুম্বন করল কতহুঁ ছন্দ': বিদ্যা)।
কতো definitions

Bangla-Tangla Dictionary
কতো [variant of কত]; how much, a lot
কুক definitions

Samsad Bangla Abhidhan
কুক [ kuka ] বি. 1 (ছোটদের খেলার সময়ের) তীব্র সংকেতধ্বনিবিশেষ; 2 ডাকাতদের সংকেতধ্বনিবিশেষ। [দেশি]। কুক দেওয়া ক্রি. বি. 1 ছোটদের খেলার সময় বা ডাকাতদের সংকেতধ্বনি দেওয়া; 2 আর্তনাদ করা (কুক দিয়ে কাঁদছে)।
কুটবো definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of কোটা: কোটা – to chop up (eg, vegetables)
Samsad Bengali-English Dictionary
1st person future tense of কোটা: কোটা1 [ kōṭā1 ] v to cut into pieces (as fish or vegetables), to dress; to grind, to pound; to husk or make flat by thrashing under a foot-driven molar (চাল কোটা, চিঁড়ে কোটা). ~নো v. to cause to cut into pieces, to cause to dress; to cause to grind or pound; to cause to husk. 1st person future tense of কোটা: কোটা2 [ kōṭā2 ] v to strike (against), to dash (against) (দেওয়ালে মাথা কোটা).
Samsad Bangla Abhidhan
1st person future tense of কোটা: কুটা2, কোটা [ kuṭā2, kōṭā ] ক্রি. 1 কেটে খণ্ড খণ্ড বা কুটি কুটি করা (মাছ-তরকারি কোটা); 2 চূর্ণ করা, পেষা (মশলা কোটা, হলুদ কোটা); 3 ছেঁচা, ঠোকা, ক্রমাগত আঘাত করা (মাথা কোটা)। ☐ বিণ. টুকরো টুকরো করে কাটা হয়েছে এমন; পেষাই করা হয়েছে এমন; চুর্ণিত; ঢেঁকিতে পেষাই-করা। ☐ বি. কোটার কাজ। [সং. √ কুট্ (√ কুট্ট্) + বাং. আ]। কুটন, কোটন বি. কোটার কাজ। কুটানো, কোটানো ক্রি. অন্যের দ্বারা কোটার কাজ করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
কুরবো definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of কোরা: কোরা – to grate (PAP + PAP + খাওয়া = to grate on, to gnaw)
Samsad Bengali-English Dictionary
1st person future tense of কোরা: কুরা, কুরানো, কোরা, কোরানো [ kurā, kurānō, kōrā, kōrānō ] v to scrape (as the pulp of a coconut); to gnaw; to eat into (কুরে কুরে খাওয়া).
Samsad Bangla Abhidhan
1st person future tense of কোরা: কুরা, কোরা [ kurā, kōrā ] ক্রি. 1 (নারকেল ইত্যাদি) কুরুনি দিয়ে চাঁচা বা আঁচড়ানো (নারকেল কোরাচ্ছে); 2 নখ, দাঁত প্রভৃতি দিয়ে একটু একটু করে খোঁড়া। [দেশি]। ~নো ক্রি. বি. বিণ. উক্ত সব অর্থে। ~নি, কুরনি, কুরুনি কোরানি বি. নারকেলজাতীয় জিনিস কোরাবার জন্য দাঁতাল যন্ত্রবিশেষ।
চুকবো definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of চোকা: চোকা – to be resolved
Samsad Bengali-English Dictionary
1st person future tense of চোকা: চুকা2, চোকা [ cukā2, cōkā ] v to be finished, to end, to terminate (কাজ চোকা); to be decided or settled (মামলা চুকেছে); to be solved (সমস্যা চুকে যাবে); to be repaid (দেনা চোকা).
Samsad Bangla Abhidhan
1st person future tense of চোকা: চুকা2, চোকা [ cukā2, cōkā ] ক্রি. 1 শেষ বা সম্পন্ন হওয়া (এতক্ষণে কাজ চুকল); 2 থেমে যাওয়া (হাঙ্গামা চুকেছে); 3 দূর হওয়া, বিদায় হওয়া (আপদ চুকেছে); 4 (বিরল) গ্রাহ্য বা ভয় করা (আমি কাউকে চুকি না); 5 পিছে হটা, দমে যাওয়া (সে এত সহজে চুকবে না)। [হি. √চুক্ + বাং. আ]। ~নো ক্রি. শেষ বা সমাপ্ত করা; মিটানো (কাজ চুকিয়ে দাও); পরিশোধ করা (দাম চুকিয়ে দিয়ো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
ঠুকবো definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of ঠোকা: ঠোকা – to hit
Samsad Bangla Abhidhan
1st person future tense of ঠোকা: ঠুকা, ঠোকা [ ṭhukā, ṭhōkā ] বি. ক্রি. 1 সশব্দে ঘা মারা (মাটিতে লাঠি ঠোকা, দেয়ালে পেরেক ঠোকা); 2 কিছুর উপর ধাক্কা মারা, আঘাত করা (মাথা ঠুকছে); 3 আস্ফালনের ভঙ্গিতে সশব্দে চাপড়ানো (বুক ঠোকা); 4 ধমক দেওয়া; 5 বিদ্রূপের ভঙ্গিতে সমালোচনা করা বা ধমক দেওয়া (এমন ঠুকে কথা বল কেন?); 6 রুজু করা (মামলা ঠোকা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঠুক < ঠক]। ~ঠুকি বি. 1 বারবার ঠোকা; 2 সংঘর্ষ, মারামারি, কলহ (তাদের মধ্যে ঠোকাঠুকি লেগেই আছে)। ঠুকুনি বি. 1 আঘাত; ধাক্কা, ক্রমাগত আঘাত বা ধাক্কা; 2 প্রহার; 3 ধমক। তাল ঠোকা, বুক ঠোকা যথাক্রমে তাল5 ও বুক দ্র।
ঢুকবো definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of ঢোকা: ঢোকা – to enter
Samsad Bengali-English Dictionary
1st person future tense of ঢোকা: ঢোকা [ ḍhōkā ] v to go or come in or into, to enter (ঘরে ঢুকবে, গর্তে ঢোকা); to be admitted into (কলেজে ঢোকা, দলে ঢোকা); to be taken in or employed, to enter (চাকরিতে ঢুকেছে); to be driven in (পেরেক ঢুকানো); to be comprehended by (মাথায় ঢোকা); to be put in or interpolated (লেখায় ঢোকা). ঢুকানো . v. to cause to go or come in or into, to enter; to admit into; to cause to be taken in or employed; to drive in or penetrate; to fix or let into (আঙটি আঙুলে ঢোকানো); to implant (in); to make one understand or comprehend, to hammer in (মাথায় ঢুকানো); to put in or interpolate.
Samsad Bangla Abhidhan
1st person future tense of ঢোকা: ঢুকা, ঢোকা [ ḍhukā, ḍhōkā ] ক্রি. ভিতরে যাওয়া, প্রবেশ করা (ঘরে ঢোকা)। ☐ বি. উক্ত অর্থে। [প্রাকৃ. √ ঢুক্ক < সং. √ ঢৌক্-তু. হি. √ ঢুক্]। ~নো ক্রি. ভিতরে প্রবেশ করানো (এতগুলো কাপড় এত ছোট বাক্সে ঢুকানো যায় না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
তুক definitions

Samsad Bengali-English Dictionary
তুক [ tuka ] n occult method of charming, enchantment (তুক করা); a magical incantation of enchatment (তুক জানা). তুক করা v. to cast a spell over (a person with a view to harming him), to put a spell on. ~তাক n. occult methods and incantations of enchantment.
Samsad Bangla Abhidhan
তুক [ tuka ] বি. 1 বশীকরণের প্রকরণ, গুণ (তুক করা); 2 বশীকরণের মন্ত্র; জাদুমন্ত্র (অনেক তুক জানে); 3 (সংগীতে) খেয়াল ধ্রুপদাদি সংগীতের কলি বা চরণ। [হি. তুক]। ~তাক বি. জাদুর মন্ত্রতন্ত্র।
তুলবো definitions

Bangla-Tangla Dictionary
1st person future tense of তোলা: তোলা – to lift
Samsad Bengali-English Dictionary
1st person future tense of তোলা: তোলা1 [ tōlā1 ] v to raise; to lift; to bring forward into consideration or notice; to raise (প্রসঙ্গ তোলা); to rouse, to wake (ঘুমন্ত লোককে তোলা); to call to mind, to cause to rise in view, to call up; to admit into or promote (জাতে তোলা, পদে তোলা); to exalt or elevate; to pluck, to pick, to cull (শাক তুলছে, ফুল তুলবে); to extract (দাঁত তোলা); to uproot (পাকা চুল তোলা); to embroider (কাপড়ে ফুল তুলছে); to collect (চাঁদা তোলা) to re move, to expunge, to wipe out, to obliterate (দাগ তোলা); to make keener, to raise (তান তোলা); to adapt (গানের সুর তোলা); to create or make, to raise, to spread (গুজব তোলা, আওয়াজ তোলা); to take (ফোটো তোলা); to construct, to build (বাড়ি তোলা); to evict or eject (ভাড়াটে তোলা) to cause to board, to help one board (তাকে গাড়িতে তুলে দিয়েছি); to vomit, to spew (ছেলেটা দুধ তুলেছে); to set up, to fix (পাল তোলা); to put away esp. in an orderly manner (বিছানা তুলতে হবে); to abolish or close (দোকান তোলা); to cause to enter (কানে তোলা); to mention or refer (নাম তোলা, কথা তোলা); to propose formally before a meeting, to move (আইনপরিষদে বিল তোলা); to take off, to detach (ছাল তোলা); to paint, to engrave, to mould. ছাল তোলা v. to flay. ফিলম তোলা v. to make a motion picture of, to film. মনে তোলা v. to call to mind. হাই তোলা v. to yawn. গায়ে হাত তোলা v. to assault. মাথা তুলে দাঁড়ানো v. (fig.) to flourish, to pros per; (fig.) to face, to brave, to oppose, to rise in opposition or in revolt. স্বর্গে তোলা v. to praise to the skies.
Samsad Bangla Abhidhan
1st person future tense of তোলা: তুলা2, তোলা [ tulā2, tōlā ] ক্রি. 1 উত্তোলন করা, উঠানো, উঁচু করা (মাটি থেকে তোলা); 2 উন্নীত করা (জাতে তোলা); 3 শুনানো (কথাটা তার কানে তুলতে হবে); 4 উত্থাপন করা (প্রসঙ্গ তোলা); 5 খুঁটে সংগ্রহ করা (শাক তোলা); 6 উৎপাটন করা (দাঁত তোলা); 7 সংগ্রহ করা (চাঁদা তোলা); 8 অপসারিত করা (দাগ তোলা); 9 নির্মাণ করা (ঘর তোলা, দালান তোলা); 1 তীব্রতর করা (তান তোলা, সুর তোলা, গলা তোলা); 11 সৃষ্টি করা (আওয়াজ তোলা); 12 সূচিকর্মের সাহায্যে অঙ্কিত করা (রুমালে ফুল তোলা); 13 উচ্ছেদ করা (বাড়ি থেকে ভাড়াটে তোলা); 14 গাড়িতে চাপানো (তাকে গাড়িতে তুলে দিয়ে এলাম); 15 বমি করা (ছেলেটা দুধ তুলছে); 16 খাটানো (নৌকার পাল তোলা); 17 সম্পর্কের উল্লেখ করে গাল দেওয়া (বাপ তোলা); 18 ত্যাগ করা, নিঃসৃত করা (হাই তোলা); 19 চয়ন করা (ফুল তোলা); 2 গুছিয়ে রাখা (বই তোলা, বিছানা তোলা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ তুল্ + বাং. আ]। ~নো ক্রি. অন্যের দ্বারা তোলার কাজ করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। তুলে দেওয়া ক্রি. বি. 1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া; 2 কোনো স্থান থেকে সরিয়ে দেওয়া; 3 উঠিয়ে দেওয়া। তুলে ধরা ক্রি. বি. 1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো); 2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)। তুলে নেওয়া ক্রি. বি. প্রত্যাহার করা (বন্ধ্ তুলে নেওয়া হয়েছে)।
বোধ definitions

Bangla-Tangla Dictionary
বোধ – feeling (+ করা = to feel an emotion)
Samsad Bengali-English Dictionary
বোধ [ bōdha ] n knowledge; cognition; intellect; intelligence; perception; feeling; appreciation; consciousness; consolation; a notion or surmise. বোধ করা v. to feel; to perceive; to have a notion, to surmise. বোধ থাকা v. to have wisdom or cognition or intellect or intelligence or perception or feeling or appreciation or consciousness. বোধ মানা v. to be amenable to consolation. বোধ হওয়া v. to seem or appear (to be). বোধ হয় perhaps. বোধক a. signifying, indicative (of); imparting knowledge; arousing feeling or consciousness; enlightening. ~গম্য a. intelligible; perceivable; comprehensible; knowable. বোধন n. inparting knowledge; arousal of feeling or consciousness; enlightenment; awakening; ceremonial awakening of Goddess Durga (দুর্গা) on the sixth lunar day immediately preceding the time of her autumnal worship; an inspiration. ~য়িতা same as বোধক । fem. ~য়িত্রী । ~শক্তি n. power of understanding or feeling; power of appreciation; perception; comprehension; intellect; sensation. ~শক্তিহীন a. devoid of power of understanding or feeling or appreciation; insensible; stupid; dull. ~শক্তিহীনতা n. lack of the power of understanding. ~শোধ n. common sense. ~হীন a. incapable of understanding or feeling or appreciating or perceiving; stupid; dull. বোধাতীত a. unintelligible; imperceptible; incomprehensible; unknowable; beyond cognition. বোধি n. a kind of spiritual meditation or trance; knowledge about philosophical reality, final or supreme knowledge; the banian tree at Gaya under which Buddha sat in meditation and attained final knowledge (usu. বোধিদ্রুম, বোধিবৃক্ষ). বোধিসত্ব n. a person whose very essence is knowledge; an incarnation of Gautam (গৌতম) immediately preceding his birth as Buddha. বোধিকা fem. of বোধকn. a helpbook. বোধিনী same as বোধিকা (n.). বোধের বাইরে adv. beyond one's knowledge or comprehension; beyond one's ken. বোধোদয় n. enlightenment. বোধ্য a. intelligbile; perceivable; comprehensible; knowable.
Samsad Bangla Abhidhan
বোধ [ bōdha ] বি. 1 জ্ঞান, বুদ্ধি (বোধগম্য); 2 অনুভূতি, উপলব্ধি (কষ্টবোধ, রসবোধ); 3 সান্ত্বনা (বোধ মানে না); 4 অনুমান, ধারণা (বোধ করি, বোধ হয়); 5 কাণ্ডজ্ঞান (বোধশোধ নেই)। [সং. √ বুধ্ + অ]। ~, ~য়িতা (-তৃ) বিণ. জ্ঞাপক, সূচক, বোধদানকারী; প্রবুদ্ধকারী, চেতনাদানকারী। বোধিকা, বোধিনী বিণ. বি. (স্ত্রী.) 1 বোধদানকারিণী; 2 যে বা যা সহজে কোনো জিনিস বুঝিয়ে দেয়, অর্থপুস্তক, মানেবই। ~গম্য বিণ. বুঝতে পারা যায় এমন। ~ বি. 1 জ্ঞানদান; বোধসম্পাদন; 2 উদ্বোধন; 3 নিদ্রাভঙ্গকরণ; 4 দুর্গাপূজার আগে দেবীর জাগরণের জন্য ক্রিয়াবিশেষ। ~ভাষ্যি, ~ভাস্যি বি. (কথ্য) কাণ্ডজ্ঞান। ~রহিত বিণ. বুদ্ধিহীন;কাণ্ডজ্ঞানহীন। ~শক্তি বি. বুদ্ধিবল, বুদ্ধি; বোঝবার ক্ষমতা। ~শোধ বি. বোধভাষ্যি-র অনুরূপ। বোধাতীত বিণ. জ্ঞানের বা বুদ্ধির অতীত; বোঝা যায় না এমন। বোধিত বিণ. বোধপ্রাপ্ত; চেতনাপ্রাপ্ত; উদ্বোধিত; জাগরিত। বোধি-তব্য বিণ. জ্ঞাতব্য; জানতে হবে এমন। বোধোদয় বি. জ্ঞান বা চেতনার উদয়, চেতনার সঞ্চার। বোধ্য বিণ. বোধগম্য (দুর্বোধ্য)। বোধাতীত, বোধিকা, বোধিত, বোধিতব্য, বোধিনী, বোধোদয়, বোধ্য [ bōdhātīta, bōdhikā, bōdhita, bōdhitabya, bōdhinī, bōdhōdaẏa, bōdhya ] দ্র বোধ
যৌতুক definitions

Samsad Bengali-English Dictionary
যৌতুক [ yautuka ] n a dowry; a portion; a present or gift given at the time of certain sacramental ceremonies. যৌতুক দেওয়া v. to bestow a dowry upon, to dower, to give a present. ~প্রথা n. the dowry system. ~হীন a. portionless.
Samsad Bangla Abhidhan
যৌতুক [ yautuka ] বি. বিবাহ উপলক্ষ্যে বর বা কন্যাকে দেওয়া ধন বা উপহার। [সং. যুতক + অ]।
সংকৌতুক definitions

Samsad Bengali-English Dictionary
সংকৌতুক [ saṅkautuka ] a full or fun or amusement, funny, amusing, droll (সকৌতুক হাস্য); amused (সকৌতুক দৃষ্টি); amusedly inquisitive (সকৌতুক প্রশ্ন). সকৌতুকে adv. amusedly.
সকৌতুকে definitions

Samsad Bengali-English Dictionary
সংকৌতুক [ saṅkautuka ] a full or fun or amusement, funny, amusing, droll (সকৌতুক হাস্য); amused (সকৌতুক দৃষ্টি); amusedly inquisitive (সকৌতুক প্রশ্ন). সকৌতুকে adv. amusedly.
Samsad Bangla Abhidhan
সকৌতুক [ sakautuka ] বিণ. কৌতুকযুক্ত, কৌতুকপূর্ণ। [সং. সহ + কৌতুক]। সকৌতুকে ক্রি-বিণ. কৌতুকের সঙ্গে (সকৌতুকে বলা)।
সুবোধ definitions

Samsad Bengali-English Dictionary
সুবোধ [ subōdha ] a same as সুবুদ্ধি (a.)
Samsad Bangla Abhidhan
সু [ su ] অব্য. শুভ সুন্দর মধুর উৎকৃষ্ট উত্তম অধিক খুব অত্যন্ত সহজ প্রভৃতি অর্থসূচক উপসর্গ। ☐ বিণ. ভালো (সুমতি, সুরুপা)। ☐ বি. শুভ বা উত্তম বিষয় (সু ও কু র দ্বন্দ্ব)। [সং.]। ~কঠিন বিণ. অত্যন্ত কঠিন। ~কণ্ঠ বিণ. মধুর কণ্ঠস্বরযুক্ত। ~কবি বি. উৎকৃষ্ট কবি। ~কণ্ঠ বিণ. অনায়াসে করণীয় (দুস্কর ও সুকর কর্ম)। ~কর্ম বি. 1 সৎকাজ; ভালো কাজ; 2 ধর্মকর্ম। ~কল্পিত বিণ. 1 বিশেষভাবে বা ভালোভাবে ভেবেচিন্তে রচিত বা স্থিরীকৃত (সুকল্পিত ফন্দি); 2 উত্তমরূপে কল্পিত। ~কান্ত বিণ. সুন্দর কান্তিযুক্ত। ~কীর্তি বিণ. অতিশয় যশস্বী; উত্তম যশের অধিকারী। ☐ বি. ব্যাপকভাবে প্রচারিত বা বিশেষ গৌরবসূচক যশ। ~কুমার বিণ. অতি কোমল বা অল্পবয়স্ক, স্নিগ্ধ (সুকুমার সৌন্দর্য, সুকুমার মতি)। সুকুমার শিল্প কাব্য সংগীত চিত্রাঙ্কন প্রভৃতি চারুকলা। ~কুমারী বিণ. সুকুমার -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. নবমল্লিকা। ~কৃত বিণ. 1 সুসম্পন্ন; 2 সুনির্মিত; 3 সুগঠিত; 4 সৎকর্মের অনুষ্ঠাতা। ☐ বি. সুকৃতি। ~কৃৎ বিণ. 1 ধর্মাচারী; ধার্মিক; 2 সৎকর্মের অনুষ্ঠাতা; 3 পুণ্যবান; 4 ভাগ্যবান। ~কৃতি বি. 1 সৎকর্ম ('আজন্মের সঞ্চিত সুকৃতি': সু. দ.); 2 পুণ্য; 3 ধর্মকর্ম; 4 মঙ্গল; 5 সৌভাগ্য। ~কৃতী (-তিন্) সুকৃৎ এর অনুরূপ। ~কেশ বিণ. সুন্দর কেশযুক্ত। স্ত্রী. ~কেশা, (বাং.) &tilde কেশিনী। ~কোমল বিণ. 1 অতিশয় কোমল বা নরম; 2 অতি মধুর বা স্নিগ্ধ। ~কৌশলে ক্রি-বিণ. চমৎকার কৌশলের দ্বারা। ~ক্রিয়া বি. সৎকর্ম, পুণ্য। ~খ্যাতি বি. প্রশংসা; যশ। ~গঠন বিণ. সুগঠিত। ☐ বি. সুন্দর গ়ড়ন বা আকৃতি (সুগঠনে মণ্ডিত)। স্ত্রী. ~গঠনা। ~গঠিত বিণ. 1 সুন্দর আকারযুক্ত; 2 সুন্দরভাবে নির্মিত। ~গত বিণ. সুন্দর গতিযুক্ত। ☐ বি. বুদ্ধদেব। ~গতি বি. 1 সুন্দর গতি; 2 মোক্ষ। ~গন্ধ বি. 1 মধুর গন্ধ; 2 গন্ধক; 3 চন্দনবৃক্ষ, 4 চন্দন। ☐ বিণ. সুবাসিত, সুরভিত (সুগন্ধ তেল); মধুর গন্ধযুক্ত। ~গন্ধ-বহ বি. বায়ু। ~গন্ধা বি. 1 রান্না; 2 নবমল্লিকা; 3 মাধবী; 4 তুলসী। ~গন্ধি বিণ. (সচ. নিজস্ব) মধুর গন্ধযুক্ত (সুগন্ধিপুষ্প)। ☐ বি. 1 গন্ধদ্রব্য; 2 চুনির মতো রত্নবিশেষ। ~গন্ধিত বিণ. মধুর গন্ধযুক্ত। ~গন্ধী (-ন্ধিন্) বিণ. মধুর গন্ধযুক্ত, সুবাসিত। ~গভীর বিণ. অতি গভীর (সুগভীর শ্রদ্ধা, সুগভীর পাণ্ডিত্য)। ~গম, ~গম্য বিণ. 1 (পথাদি সম্বন্ধে) সহজে চলাফেরার উপযুক্ত (জয়ের পথ সুগম); 2 সহজে প্রবেশসাধ্য; 3 সহজবোধ্য (ভাষা সুগম নয়); 4 সহজলভ্য। ~গম্ভীর বিণ. অত্যন্ত গম্ভীর। ~গান বি. মধুর বা সুন্দর গান ('কবিত্ব সুগান' : কৃত্তি.)। ~গুপ্ত বিণ. সযত্নে বা সম্পূর্ণরূপে গুপ্ত রাখা হয়েছে এমন। ~গৃহীত-নামা (-নামন্) বিণ. উচ্চারণ করলে পুণ্য হয় এমন নামবিশিষ্ট; পুণ্যশ্লোক, প্রাতঃস্মরণীয়। ~গোল বিণ. 1 সম্পূর্ণ গোলাকার; 2 সুন্দর এবং গোলাকৃতি; 3 নিটোল। ~গ্রথিত বিণ. ভালোভাবে বিন্যস্ত বা রচিত। ~গ্রাহী (-হিন্) বিণ. ভালোভাবে গ্রহণকারী বা আকর্ষণকারী। ~গ্রীব বি. বানররাজ বালীর ভ্রাতা। ☐ বিণ. যার গ্রীবা বা কণ্ঠদেশ সুন্দর। ~চন্দন বি. উৎকৃষ্ট চন্দনবৃক্ষ। সুচরিত, সুচরিত্র বিণ. সচ্চরিত্র; সুস্বভাব। ☐ বি. উত্তম চরিত্র; সৎ স্বভাব। স্ত্রী. সুচরিতা, সুচরিত্রা। ~চরিতেষু সুচরিতসমীপে; চিঠিপত্রে ভদ্রতাসূচক পাঠবিশেষ। স্ত্রী. ~চরিতাসু। ~চারু বিণ. অতি সুন্দর (সুচারুরূপে সজ্জিত)। ~চিক্কণ বিণ. অতিশয় মসৃণ বা উজ্জ্বল; অত্যন্ত চকচকে। ~চিত্রিত বিণ. সুন্দরভাবে অঙ্কিত বা বর্ণিত। ~চিন্তিত বিণ. উত্তমরূপে বা বিশেষভাবে বিবেচিত (সুচিন্তিত অভিমত)। ~চির বিণ. অতি দীর্ঘস্থায়ী ('সুচির শর্বরী' : রবীন্দ্র)। ☐ বি. সুদীর্ঘ কাল। ~চেতা (-তস্) বিণ. 1 সন্তুষ্টচিত্ত; 2 সতর্ক। ~ছাঁদ বিণ. 1 সুগঠিত; 2 সুন্দর গঠনকৌশলযুক্ত; 3 সুন্দর ভঙ্গিযুক্ত। ☐ বি. সুন্দর ছাঁদ বা গঠন। ~জন বি. সৎ লোক; সজ্জন। ~জলা বিণ. প্রচুর উত্তম বা সুমিষ্ট জলপূর্ণ; প্রচুর ও উত্তম জলপূর্ণ নদীর দ্বারা সমৃদ্ধিশালিনী। ~জাত বিণ. 1 সদ্বংশজাত; 2 বৈধভাবে জাত অর্থাৎ জারজ নয়। স্ত্রী. ~জাতা। ~জেয় বিণ. সহজে জয়সাধ্য। ~ঠাম বিণ. সুন্দর চেহারাযুক্ত বা অঙ্গসৌষ্ঠববিশিষ্ট (সুঠাম দেহ)। ~ডোল, ~ডৌল বিণ. সুন্দর আকারযুক্ত; সুগঠন। ~তনু বিণ. 1 অতি কৃশ; কৃশাঙ্গ; 2 সুন্দর দেহযুক্ত; 3 ছিমছাম; 4 সুঠাম। ~তপা বিণ. উগ্র বা কঠোর তপস্যায় অভ্যস্ত, মহাতপা। ☐ বি. 1 ওই রকম তপস্বী; 2 সূর্য। ~তপ্ত বিণ. 1 অতিশয় তপ্ত; 2 প্রদীপ্ত, সমুজ্জ্বল। ~তার বিণ. সুস্বাদু। ☐ বি. উত্তম স্বাদ। ~তীক্ষ্ণ বিণ. 1 অত্যন্ত ধারালো; 2 অত্যন্ত মর্মদাহী (সুতীক্ষ্ণ বিদ্রুপ)। ~তীব্র বিণ. অত্যন্ত তীব্র। ~তুঙ্গ বিণ. অতি তুঙ্গ বা উচ্চ। ~দক্ষ বিণ. অতিশয় দক্ষ। ~দক্ষিণ বিণ. 1 অতি সরল বা উদার ('মনে হয় অমাবস্যা সুদক্ষিণ, সজীব, নির্ভার': সু. দ.); 2 অতি নিপুণ। স্ত্রী. ~দক্ষিণা। ~দতী বি. স্ত্রী. সুন্দর দন্তযুক্তা যুবতী। ~দন্ত বিণ. সুন্দর দন্তযুক্ত। ☐ বি. সুন্দর দাঁত। ~দর্শন বিণ. 1 দেখতে সুন্দর (সুদর্শন যুবক); 2 নয়নরঞ্জন; শোভন। ☐ বি. বিষ্ণুর চক্র। ~দীর্ঘ বিণ. অতি দীর্ঘ (সুদীর্ঘ পথ)। ~দুশ্চর বিণ. অতি দুর্গম। ~দূর, ~দূর-বর্তী (-র্তিন্) বিণ. বি. অতিদূরবর্তী; অতিদূরবর্তী স্থান (সুদূরপ্রসারী; সুদূরের আহ্বান)। ~দূর-পরাহত বিণ. দূরবর্তী কালেও ব্যাহত অর্থাৎ ঘটা কঠিন বা অসম্ভবপ্রায়। ~দূর-প্রসারী (-রিন্) বিণ. অনেক দূর পর্যন্ত বিস্তৃত; দীর্ঘ (সুদূরপ্রসারী পরিকল্পনা)। ~দৃঢ় বিণ. অত্যন্ত দৃঢ় (সুদৃঢ় ভিত্তি)। ~দৃশ্য বিণ. দেখতে সুন্দর, সুদর্শন; শোভাময়। ~দৃষ্টি বি. অনুকূল বা সদয় দৃষ্টি। ~ধীর বিণ. 1 অতি ধীরগতি; 2 অতি ধীরস্বভাব; 3 শান্ত বা নম্র। ~নজর বি. 1 সুদৃষ্টি; 2 অনুকূল ধারণা (উপরওয়ালার সুনজর)। ~নয়না, (বাং.) ~নয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। পুং. ~নয়ন। ~নাভ বিণ. সুন্দর নাভিযুক্ত। ☐ বি. মৈনাক পর্বত। ~নাম (-মন্) বি. খ্যাতি, যশ। ~নিপুণ বিণ. অতি নিপুণ। স্ত্রী. ~নিপুণা। ~নিয়ন্ত্রণ বি. সুষ্ঠু ব্যবস্থা বা পরিচালনা; সুবন্দোবস্ত; উত্তম নিয়ম। ~নিয়ন্ত্রিত বিণ. সুপরিচালিত, সংযমিত। ~নিয়ম বি. উত্তম নিয়ম বা ব্যবস্থা। ~নির্দিষ্ট বিণ. 1 সুন্দরভাবে বা স্পষ্টভাবে স্থিরীকৃত (সুনির্দিষ্ট পথ বা পরিকল্পনা); 2 স্পষ্ট উল্লেখযুক্ত। ~নিশ্চয় বি. 1 সন্দেহাতীত বলে জ্ঞান বা বোধ; 2 উত্তমরূপে নির্ধারণ। ☐ বিণ. (বাং.) সুনিশ্চিত। ☐ ক্রি-বিণ. (বাং.) সঠিকভাবে; অতি অবশ্য। ~নীতি বি. উৎকৃষ্ট নীতি। ☐ বিণ. (বিরল) উৎকৃষ্ট নীতিযুক্ত; নীতিমান। ~নীল বি. বিণ. চমৎকার বা গাঢ় নীল। ~নেত্রা বিণ. স্ত্রী. সুন্দর চোখবিশিষ্টা। ~পক্ব বিণ. 1 সম্পূর্ণরূপে পাকা (সুপক্ব ফল); 2 ভালোভাবে বা সম্পূর্ণ সিদ্ধ বা রান্না হয়েছে এমন (সুপক্ব ব্যঞ্জন)। ~পথ বি. উত্তম বা সৎ পথ। ~পরি-চিত বিণ. ভালোভাবে চেনা বা জানা আছে এমন। ~পরি-জ্ঞাত বিণ. বিশেষভাবে জ্ঞাত। ~পরি-ণাম বি. ভালো পরিণাম বা ফলাফল। ~পর্ণ বিণ. 1 সুন্দর পাতাওয়ালা (সুপর্ণ বৃক্ষ); 2 সুন্দর পক্ষযুক্ত বা পালকযুক্ত (সুপর্ণ পক্ষী)। ☐ বি. 1 সুন্দর পাখাযুক্ত পাখি 2 গরুড়; 3 মুরগি। ~প্রাচ্য বিণ. সহজে হজম হয় এমন, লঘুপাক। ~পাত্র বি. বিবাহের ব্যাপারে উত্তম বা কাম্য পাত্র। বি. স্ত্রী. ~পাত্রী। ~পুত্র বি. গুণবান ছেলে। ~পুরুষ বি. সুন্দর বা সুগঠিত পুরুষ। ☐ বিণ. (বা.) সুন্দর বা সুগঠিত (সুপুরুষ ব্যক্তি)। ~প্রকাশ বিণ. স্পষ্টভাবে বা সুন্দরভাবে প্রকাশিত। ~প্রজা-বতী বিণ. (স্ত্রী.) বহু সুসন্তান প্রসবকারিণী। ~প্রতিষ্ঠ, ~প্রতিষ্ঠিত বিণ. 1 উত্তম বা দৃঢ় প্রতিষ্ঠাযুক্ত; অতি বিখ্যাত; 2 উত্তমরূপে স্থাপিত। ~প্রভ বিণ. উজ্জ্বল প্রভাযুক্ত। ~প্রভা বিণ. (স্ত্রী.) দীপ্তিশালিনী। ~প্রভাত বি. 1 সুন্দর বা শুভ প্রভাত; 2 (আল.) সৌভাগ্যোদয়; 3 মধ্যরাত্রির পর থেকে মধ্যাহ্নের প্রাক্কালীন সম্ভাষণবিশেষ (ইং. good morning)-এর অনুবাদ। ~প্রযুক্ত বিণ. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ করা হয়েছে এমন (সুপ্রযুক্ত দৃষ্টান্ত)। ~প্রয়োগ বি. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ। ~প্রশস্ত বিণ. 1 অত্যুত্তম (সুপ্রশস্ত কাল); 2 সুযোগ্য; 3 (বাং.) প্রচুর আয়তন বিশিষ্ট বা চওড়া (সুপ্রশস্ত কক্ষ বা রাস্তা)। ~প্রসন্ন বি. অতি প্রসন্ন বা অনকূল (ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন)। ~প্রসব বি. নির্বিঘ্নে প্রসব। ~প্রসিদ্ধ বিণ. অতি বিখ্যাত; ব্যাপকভাবে বা বিশেষরূপে লোকসমাজে পরিচিত। স্ত্রী. ~প্রসিদ্ধা। ~প্রাপ্য বিণ. সহজে পাওয়া যায় এমন, সুলভ। ~প্রিয় বিণ. অতি প্রিয়। স্ত্রী. ~প্রিয়া। ~ফল বি. 1 শুভ ফল, উত্তম পরিণতি; 2 তীর্থ-দর্শনের শুভ পরিণামের জন্য পাণ্ডার আশীর্বাদ। ~ফল-দায়ক, ~ফল-প্রসূ বিণ. শুভ ফলদায়ক। বিণ. স্ত্রী. ~ফলা উত্তম ফলপ্রসবিনী। ☐ বি. কলা। ~বঙ্কিম বিণ. বাঁকা অথচ সুন্দর। ~বদনা, (বাং.) ~বদনী বিণ. (স্ত্রী.) সুন্দর মুখশ্রীবিশিষ্টা। বিণ. (পুং.) ~বদন। ~বন্দোবস্ত বি. উত্তম ব্যবস্থা। ~বলিত বিণ. বলিষ্ঠ; সুগঠিত। ~বাক্য বি. (বাং.) উত্তম বা মধুর কথা। ~বিচার বি. উত্তম বিচার; ন্যায় বিচার; নিরপেক্ষ বিচার; সুমীমাংসা; সুবিবেচনা। ~বিচারক বিণ. সুবিচার করতে সক্ষম বা সুবিচার করে এমন। ☐ বি. তেমন ব্যক্তি বা বিচারক। ~বিদিত বিণ. উত্তমরূপে জ্ঞাত; অতি প্রসিদ্ধ। ~বিধান, ~বিধি বি. উত্তম নিয়ম বা ব্যবস্থা। ~বিনয় বি. যথোচিত বিনয়। ~বিনীত বিণ. 1 অত্যন্ত বিনীত; 2 সুষ্ঠুভাবে শিক্ষিত। বিণ. (স্ত্রী.) ~বিনীতা। ~বিন্যস্ত বিণ. যথাস্থানে সুন্দরভাবে স্থাপিত বা সজ্জিত। ~বিন্যাস বি. যথাস্থানে সুন্দরভাবে স্থাপন করা বা সাজানো। ~বিপুল বিণ. অতি প্রকাণ্ড, মস্ত বড়; বিরাট; প্রচুর। স্ত্রী. ~বিপুলা। ~বিমল বিণ. অতিশয় বা সম্পূর্ণ নির্মল। ~বিশাল বিণ. অতি বিশাল। ~বিস্তীর্ণ, ~বিস্তৃত বিণ. অতি বিস্তৃত। ~বিহিত বিণ. সঠিক ব্যবস্থার দ্বারা নিষ্পাদিত; ভালোভাবে সম্পন্ন। ☐ বি. উত্তম ব্যবস্থা বা প্রতিকার। ~বুদ্ধি বি. সৎ বুদ্ধি, সুমতি। ☐ বিণ. সৎ বুদ্ধিযুক্ত। ~বৃষ্টি বি. যথোচিত বৃষ্টি (অর্থাৎ, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি নয়)। ~বৃহৎ বিণ. অতি বৃহৎ, মস্ত বড়ো, প্রকাণ্ড। ~বেশ বিণ. উত্তম পোশাক-পরিহিত। ☐ বি. উত্তম পোশাক; সাজপোশাকের পারিপাট্য। স্ত্রী. (বিণ.) ~বেশা~বোধ বিণ. 1 সদ্বুদ্ধিসম্পন্ন; 2 প্রাঞ্জল; 3 (ব্যঙ্গে) শান্তশিষ্ট ও আজ্ঞাবহ, গো বেচারা। ☐ বি. উত্তম বুদ্ধি বা জ্ঞান। ~বোধ্য বিণ. সহজে বোধগম্য। ~ব্যবস্থা বি. উৎকৃষ্ট ব্যবস্থা। ~ব্যবস্থিত বিণ. উৎকৃষ্ট ব্যবস্থাযুক্ত। ~ব্রত বিণ. সত্ব্রত পালনকারী; যে সুষ্ঠুভাবে ব্রত পালন করে। স্ত্রী. ~ব্রতা। ~ব্রহ্মণ্য বিণ. পূর্ণ ব্রহ্মতেজোময়। ☐ বি. 1 কার্তিকেয়; 2 বৈদিক যজ্ঞের পুরোহিতবিশেষ; 3 পূর্ণ ব্রহ্মতেজ। ~ব্রাহ্মণ বি. আচারনিষ্ঠ ব্রাহ্মণ; সৎ ব্রাহ্মণ। ~ভগ বিণ. 1 সৌভাগ্যশালী; 2 সুন্দর; 3 সুখদায়ক; 4 প্রিয়। স্ত্রী. ~ভগা সুভগ -র সমস্ত অর্থে; এবং-পতিসোহাগিনি। ~ভদ্র বিণ. 1 পরমকল্যাণযুক্ত; 2 অত্যন্ত শিষ্ট। স্ত্রী. ~ভদ্র। ~ভাষ বি. সুবচন। ~ভাষিত বিণ. 1 সুন্দরভাবে কথিত; 2 মধুরভাষী; 3 বাক্পটু; 4 বাগ্মী ☐ বি 1 হিতবচন; 2 জ্ঞানগর্ভ কথা; 3 নীতিবাক্য। ~ভাষী বিণ. মধুরভাষী; প্রিয়ংবদ। স্ত্রী. ~ভাষিণী। ~ভিক্ষ বিণ. (স্থানাদি-সম্বন্ধে) প্রচুর ভিক্ষা বা খাদ্যবস্তু মেলে এমন (অর্থাৎ যেখানে দুর্ভিক্ষ বা অজন্মা নেই)। ~মঙ্গল বি. পরমকল্যাণ, বিশেষ শুভ। ~মতি বিণ. উত্তম মতিগতিবিশিষ্ট বা বুদ্ধিশালী। ☐ বি. উত্তম মতিগতি বা শুভবুদ্ধি। ~মধুর বিণ. অতি মধুর। ~মধ্যমা বিণ. (স্ত্রী.) সরু ও সুগঠিত কোমরবিশিষ্টা। ~মন বি. ফুল। ~মনা বিণ. জ্ঞানবান; মহৎ, উদারচেতা; (বাং. স্ত্রী.) ভালো স্বভাববিশিষ্ট। ☐ বি. দেবতা; পণ্ডিত ব্যক্তি। ~মন্ত্রণা বি. উত্তম বা সৎপরামর্শ। ~মন্দ বিণ. মধুর ও ধীর; মৃদুমন্দ। ~মহৎ, ~মহান বিণ. অতি মহৎ। স্ত্রী. ~মহতী। ~মিষ্ট বিণ. অতিমিষ্ট। ~মেধা (-ধস্) বিণ. উৎকৃষ্ট ধীশক্তিসম্পন্ন; অতি মেধাবী। ~যুক্তি বি. উত্তম পরামর্শ। ~যোগ্য বিণ. উত্তম যোগ্যতাসম্পন্ন; অতি উপযুক্ত। স্ত্রী. ~যোগ্যা। ~রক্ষিত বিণ. ভালোভাবে রক্ষিত। স্ত্রী. ~রক্ষিতা। ~রঙ্গী বিণ. চমৎকার ভঙ্গিযুক্ত বা লীলাযুক্ত ('চলন ভঙ্গী অতি সুরঙ্গী' : চণ্ডী)। ~রঞ্জিত বিণ. অতিরঞ্জিত; সমানভাবে বা শোভনরূপে চিত্রিত। স্ত্রী. ~রঞ্জিতা। ~রব বি. মধুর ধ্বনি। ~রম্য বিণ. অতি রমণীয়। ~রস বিণ. মিষ্টি রসযুক্ত; স্বাদু। ☐ বি. মিষ্টি রস বা স্বাদ। ~রসা বি. স্ত্রী. 1 তুলসী; 2 রাস্না। ~রসাল বিণ. স্বাদু রসযুক্ত। ~রসিক বিণ. উত্তম রসবোধযুক্ত; অতিশয় রঙ্গরসপটু। স্ত্রী. ~রসিকা। ~রুচি বি. উত্তম ও মার্জিত রুচি। ☐ বিণ. সুরুচুসম্পন্ন। ~রূপ বিণ. সুন্দর রূপবিশিষ্ট; রূপবান; সুশ্রী; সুগঠন। স্ত্রী. ~রূপা। ~লক্ষণ বিণ. উত্তম লক্ষণযুক্ত। ☐ বি. উত্তম লক্ষণ। স্ত্রী. ~লক্ষণা। ~লোচনা বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। বিণ. পুং. ~লোচন। ~লোহিত বিণ. গাঢ় লাল। ~শাসক বিণ. বি. সুশাসনকারী। ~শাসন বি. ন্যায়সংগত বা নিরপেক্ষ শাসন। ~শাসিত বিণ. ন্যায়সংগত বা নিরপেক্ষ বা উপযুক্তভাবে শাসিত। ~শিক্ষক বিণ. উত্তম শিক্ষা বা উপদেশ দানকারী; যে শিক্ষক ভালো পড়াতে পারেন। ~শিক্ষা বি. উত্তম শিক্ষা বা উপদেশ। ~শিক্ষিত বিণ. উত্তম শিক্ষাপ্রাপ্ত। স্ত্রী. ~শিক্ষিতা। ~শীতল বিণ. অতিশয় শীতল; যে রকম শীতলতায় দেহমন স্নিগ্ধ হয়। ~শীল বিণ. সৎস্বভাববিশিষ্ট; সচ্চরিত্র, ভদ্র। স্ত্রী. ~শীলা। ~শৃঙ্খল বিণ. সুব্যবস্থাযুক্ত; ভালোভাবে নিয়ন্ত্রিত। ~শৃঙ্খলা বি. উত্তম ব্যবস্থা বা নিয়ম। ~শোভন বিণ. সুন্দর শোভাযুক্ত; অতি সুন্দর; সুসংগত; মানানসই। ~শোভনা বিণ. স্ত্রী. অতিসুন্দর (শ্রীদুর্গার সুশোভনা মূর্তি)। ~শোভিত বিণ. সুন্দরভাবে ভূষিত বা সজ্জিত। স্ত্রী. ~শোভিতা। ~শ্রাব্য বিণ. 1 শ্রুতিমধুর; 2 অশ্লীলতাদি দোষবর্জিত। ~শ্রী বিণ. সুন্দর রূপযুক্ত বা লাবণ্যযুক্ত; কান্তিমান; সুন্দর; ~সংগত বিণ. সম্পূর্ণ সংগত বা সামঞ্জস্যপূর্ণ (সুসংগত পরিকল্পনা বা সমাধান)। ~সংগতি বি. উত্তম বা পূর্ণ সামঞ্জস্য (চার দিকের সঙ্গে সুসংগতি)। ~সংবাদ বি. শুভ বা আনন্দদায়ক খবর। ~সংবৃত বিণ. উত্তমরূপে আচ্ছাদিত। স্ত্রী. ~সংবৃতা। ~সংযত বিণ. যথোচিত বা অতিশয় সংযমপূর্ণ; সুনিয়ন্ত্রিত। ~সংলগ্ন বিণ. সুষ্ঠুভাবে মিলিত বা সংযুক্ত (সুসংলগ্ন কার্যকারণ-সূত্র)। ~সংস্কৃত বি. 1 উত্তমরূপে মেরামত করা বা সংশোধন করা হয়েছে এমন; 2 উত্তমরূপে মার্জিত বা বিন্যস্ত; 3 অতি ভদ্র বা সভ্য (সুসংস্কৃত রুচি ও দৃষ্টিভঙ্গি)। ~সজ্জিত বিণ. পরিপাটিরূপে সাজানো হয়েছে বা সেজেছে এমন। স্ত্রী. ~সজ্জিতা। ~সভ্য বিণ. যথোচিত বা অতিশয় সভ্য। স্ত্রী. ~সভ্যা। ~সমঞ্জস বিণ. অত্যন্ত সংগত বা যোগ্য (সুসমঞ্জস নীতি বা পরিকল্পনা)। ~সময় বি. শুভ বা সুখপূর্ণ সময়, সুদিন; উপযুক্ত সময়। ~সম্পন্ন বিণ. উত্তমরূপে নিষ্পন্ন; অতিশয় সংগতিশালী বা সমৃদ্ধ। ~সম্পাদিত বিণ. উত্তমরূপে নিষ্পন্ন। ~সম্বন্ধ বিণ. উত্তমরূপে বদ্ধ বা সম্বন্ধযুক্ত (সুসম্বন্ধ যুক্তিপরম্পরা); নিত্যসম্বন্ধ। ~সহ বিণ. সহজে বা বিনা কষ্টে সহ্য করা যায় এমন। ~সাধ্য বিণ. সহজে করতে পারা যায় এমন। ~সিদ্ধ বিণ. 1 তাপাদিতে উত্তমরূপে সিদ্ধ (সুসিদ্ধ ব্যঞ্জন); 2 সুসম্পন্ন; 3 সম্পূর্ণ সাফল্যমণ্ডিত; 4 সম্পূর্ণরূপে পূরণ হয়েছে এমন (সুসিদ্ধ বাসনা)। ~স্থিত বিণ. 1 সুস্থ; 2 নিরূদ্বেগ; 3 সুপ্রতিষ্ঠিত; 4 অস্থিরতা থেকে মুক্ত (দেশের রাজনীতিক অবস্থা সুস্থিত নয়)। ~স্থির বিণ. 1 অতি শান্ত, সুধীর; 2 সম্পূর্ণ সুস্থ; 3 স্থিরীভূত (সুস্থির পরিবেশ)। ~স্নিগ্ধ বিণ. 1 অতি স্নিগ্ধ; 2 অতি মসৃণ বা চিক্কণ; 3 অতি স্নেহপূর্ণ। ~স্পষ্ট বিণ. অত্যন্ত বা সম্পূর্ণ স্পষ্ট অথবা ব্যক্ত (সুস্পষ্ট উপলব্ধি, সুস্পষ্ট ছবি)। ~স্মিত বিণ. সুন্দর মৃদুহাস্যযুক্ত। স্ত্রী. ~স্মিতা। ~স্বন বি. মধুর ধ্বনি। ~স্বপ্ন বি. মনোরম বা শুভসূচক স্বপ্ন; সুখস্বপ্ন। ~স্বর বি. মধুর স্বর বা ধ্বনি। ~স্বাদ বি. উত্তম স্বাদ। ☐ বিণ. উত্তম স্বাদযুক্ত, সুস্বাদু। ~স্বাদু বিণ. অতি মধুর স্বাদযুক্ত। ~হাস বিণ. সুন্দর হাসিযুক্ত। ☐ বি. সুন্দর হাসি। বিণ. স্ত্রী. ~হাসিনী সুবেশ, সুবোধ, সুবোধ্য, সুব্যবস্থা, সুব্যবস্থিত, সুব্রত, সুব্রহ্মণ্য, সুব্রাহ্মণ, সুভগ, সুভদ্র, সুভাষ, সুভাষিত, সুভাষিণী, সুভাষী, সুভিক্ষ, সুমঙ্গল, সুমতি, সুমধুর, সুমধ্যমা, সুমন, সুমনা, সুমন্ত্রণা, সুমন্দ [ subēśa, subōdha, subōdhya, subyabashā, subyabashita, subrata, subrahmaṇya, subrāhmaṇa, subhaga, subhadra, subhāṣa, subhāṣita, subhāṣiṇī, subhāṣī, subhikṣa, sumaṅgala, sumati, sumadhura, sumadhyamā, sumana, sumanā, sumantraṇā, sumanda ] দ্র সু

Processing time: 0.74 s