Off by 3 letters:
কাইট definitions

Samsad Bengali-English Dictionary
কাইট [ kāiṭa ] n dregs or dross or less of any liquid.
Samsad Bangla Abhidhan
কাইট [ kāiṭa ] বি. শিটা, তেল ইত্যাদির গাদ। [সং. কিট্ট]।
Off by 4 letters:
কাই definitions

Samsad Bengali-English Dictionary
কাই [ kāi ] n glue; paste; starch. কাই কাই a. gluey; pasty; starchy.
Samsad Bangla Abhidhan
কাই [ kāi ] বি. আঠা, লেই; ঘন মাড়। [সং. ক্বাথ]।
কাট definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of কাটা: কাটা – to cut, to elapse, to sharpen
Samsad Bengali-English Dictionary
কাট2 [ kāṭa2 ] n shape, cut (মুখের কাট). মার3 [ māra3 ] n beating or striking or thrashing or flogging. মার খাওয়া v. to be beaten up or flogged. মার দেওয়া a. to beat, to flog. ~কাট n. fighting and bloodshed; tumultuous brawl or affray; feverish haste and fuss; higgling. ☐ adv. & a. at best. ~কুটে a. given to beating on slightest pretext. ~খেকো a. one who is often flogged. ~ধর n. beating or flogging; beating and arresting (as by the police). ~পিট n. mutual fighting; fray; an affray, a riot; beating or flogging (esp. excessive). ~মার কাটকাট n. same as কাট ।a. tumultuous, noisily violent, turbulent. ~মুখো a. about to strike or hurt; aggressive; frightening, threatening, menacing. fem. ~মুখী । ~মূর্তি a. about to strike or hurt; having an aggressive or menacing appearance. ☐ n. aggressive or menacing appearance. 2nd person ordinary present simple tense of কাটা: কাটন [ kāṭana ] n act of cutting or hewing or cleaving or chopping or carving or mowing or lopping or trimming or paring or amputating or incising or operating or biting or eating or penning through or striking off or deducting or digging or sinking or drawing or painting or writing out or mending or sharpening or refuting or protesting or constructing or capping or reciting or picking or pinching or passing or dispelling or dispersing or lifting or giving the slip to or being sold or selling or being in demand or having recognition or flowing or coming out or being in the act of doing etc. (see কাটা v.). 2nd person ordinary present simple tense of কাটা: কাটা [ kāṭā ] v to cut; to hew, to cleave; to chop; to carve (মাংস কাটা); to mow (ঘাস কাটা); to lop (গাছের ডাল কাটা); to trim; to pare (নখ কাটা); to amputate; to incise, to operate, to lance (ফোড়া কাটা); to bite (জিভ কাটা); to eat (পোকায় কাটা); to pen through, to strike off (লেখা কাটা, নাম কাটা); to deduct (পাওনা কাটা); to dig (পুকুর কাটা); to sink (কুয়ো কাটা); to draw (লাইন কাটা, দাগ কাটা); to write (আঁক কাটা); to write out (চেক কাটা); to paint (তিলক কাটা); to mend or sharpen (কলম বা পেনসিল কাটা); to refuse (যুক্তি কাটা); to say in retort, to protest (কথা কাটা); to construct (পথ কাটা); to compose, to recite, to cap (ছড়া কাটা); to pinch or pick (পকেট কাটা); to pass (সময় কাটা); to disperse (মেঘ কাটা); to lift (কুয়াশা কাটা); to be dispelled (ভয় কাটা); to make a slip in (তাল কাটা, সুর কাটা); to be sold, to sell, to be in demand (বাজারে মাল কাটা); to be in the act of doing, to do (সাঁতার কাটা). ☐ a. cut; hewn, cleft, cloven; chopped; carved; moved, mown; lopped; amputated; incised, operated, lanced; eaten; penned through, struck off; mended, sharpened; used in cutting or chopping (পেনসিল-কাটা ছুরি, মাংস-কাটা ছুরি). ☐ n. cutting; hewing; cleaving; chopping; carving; mowing; lopping; trimming; paring; amputation; incision, operation; a mark of cutting or incision or operation; biting; eating; penning through, striking off; deduction; digging; sinking; drawing; writing, writing out; painting; mending or sharpening কথা কাটা v. to answer in retaliation, to retort. কাটা কাপড় textile fabrics for making garments, piecegoods. কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া to add insult to injury. ঘাস কাটা v. to mow grass; (sarcas.) (to be able) to do nothing. ছড়া কাটা v. to cap or recite a rhyme. জিভ কাটা v. to show the tip of one's tongue and press it with the teeth, to bite one's tongue (as a mark of bashfulness or in apology.) ট্রেনেকাটা a. run-over by a railway train. ফাঁড়া কাটা v. to avoid or escape a possible or impending calamity. ফুট কাটা v. to let fall in drops; (pop.) to interpose, to chip in. ফোঁড়া কাটা v. to let fall in drops; to put a holy mark between the eyebrows or on the fore head; (pop.) to interpose, to chip in. ভারে কাটা v. to pull one's weight. সাঁতার কাটা v. to swim. সিঁথি কাটা v. to part hair. সিঁধ কাটা v. to break stealthily into a mud house, to burgle; to crack a crib. সুতো কাটা v. to spin.
Samsad Bangla Abhidhan
কাট2 [ kāṭa2 ] বি. গঠনকৌশল, আকৃতি, গড়ন (মুখের কাট, জামার কাট)। [ইং. cut]। কাট3 [ kāṭa3 ] বি. কাঠ এর কথ্য রূপ। কাট কাট বিণ. কাঠ কাঠ। 2nd person ordinary present simple tense of কাটা: কাটা [ kāṭā ] ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুৎ) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ~কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ~কুটি বি. কাটকুট; সংশোধন। ~ বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ~নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। ☐ বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)।
কোই definitions

Samsad Bangla Abhidhan
কো [ kō ] সর্ব. (ব্রজ.) কোন জন, কে ('তুয়া বিনে অধম কারণ কো দেয়ব': গো. দা.); কেউ। [সং. + কিম্]। ~. সর্ব. কেউ ('কোই বলে গোরা জানকীবল্লভ')।
কোট definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of কোটা: কোটা – to chop up (eg, vegetables)
Samsad Bengali-English Dictionary
কোট1 [ kōṭa1 ] n a coat. কোট2 [ kōṭa2 ] n a fort, a fortress (রাজকোট); a town, a city (পাঠানকোট); control, power, jurisdiction (কোটে পাওয়া); one's area (নিজের কোটে থাকা); bounds (কোটের বাইরে যওয়া); position, resolve, claim (কোট বজায় রাখা) । 2nd person ordinary present simple tense of কোটা: কোটা1 [ kōṭā1 ] v to cut into pieces (as fish or vegetables), to dress; to grind, to pound; to husk or make flat by thrashing under a foot-driven molar (চাল কোটা, চিঁড়ে কোটা). ~নো v. to cause to cut into pieces, to cause to dress; to cause to grind or pound; to cause to husk. 2nd person ordinary present simple tense of কোটা: কোটা2 [ kōṭā2 ] v to strike (against), to dash (against) (দেওয়ালে মাথা কোটা).
Samsad Bangla Abhidhan
কোট1 [ kōṭa1 ] বি. 1 দুর্গ (রাজকোট); 2 নগর, শহর (শিয়ালকোট, পাঠানকোট) ; 3 অধিকার, আয়ত্তি; দখল (এবার তোমাকে আমার নিজের কোটে পেয়েছি); 4 পণ, জিদ (কোট বজায় রাখা); 5 সীমানা, চৌহদ্দি (কোটের বাইরে যাওয়া)। [সং. কোট্ট-তু. হি. কোঠরি]। কোট2 [ kōṭa2 ] বি. জামার উপরে পরিধেয় মোটা কাপড়ে প্রস্তুত সচ. হাতাওয়ালা এবং বোতামযুক্ত বহির্বাসবিশেষ। [ইং. coat]। 2nd person ordinary present simple tense of কোটা: কুটা2, কোটা [ kuṭā2, kōṭā ] ক্রি. 1 কেটে খণ্ড খণ্ড বা কুটি কুটি করা (মাছ-তরকারি কোটা); 2 চূর্ণ করা, পেষা (মশলা কোটা, হলুদ কোটা); 3 ছেঁচা, ঠোকা, ক্রমাগত আঘাত করা (মাথা কোটা)। ☐ বিণ. টুকরো টুকরো করে কাটা হয়েছে এমন; পেষাই করা হয়েছে এমন; চুর্ণিত; ঢেঁকিতে পেষাই-করা। ☐ বি. কোটার কাজ। [সং. √ কুট্ (√ কুট্ট্) + বাং. আ]। কুটন, কোটন বি. কোটার কাজ। কুটানো, কোটানো ক্রি. অন্যের দ্বারা কোটার কাজ করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
কোপাই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of কোপানো: কোপানো – to hack

1st person present imperative tense of কোপানো:
কোপানো – to hack

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of কোপানো: কোপানো [ kōpānō ] v to chop or strike with a sharp cutting implement as a sword; to dig with a spade. ☐ a. thus struck or chopped or dug. 1st person present imperative tense of কোপানো: কোপানো [ kōpānō ] v to chop or strike with a sharp cutting implement as a sword; to dig with a spade. ☐ a. thus struck or chopped or dug.
Samsad Bangla Abhidhan
1st person present simple tense of কোপানো: কুপা2, কোপা [ kupā2, kōpā ] ক্রি. 1 তীক্ষ্ণধার ভারী অস্ত্রের সাহায্যে (ক্রমাগত) আঘাত করা; অস্ত্রের কোপ দেওয়া; কোপ দিয়ে কাটা; 2 মাটি কোপানো। [বাং. √ কোপ্ + আ]। ~নো ক্রি. কুপা বা কোপা অর্থে। ☐ বিণ. বি. উক্ত অর্থে। 1st person present imperative tense of কোপানো: কুপা2, কোপা [ kupā2, kōpā ] ক্রি. 1 তীক্ষ্ণধার ভারী অস্ত্রের সাহায্যে (ক্রমাগত) আঘাত করা; অস্ত্রের কোপ দেওয়া; কোপ দিয়ে কাটা; 2 মাটি কোপানো। [বাং. √ কোপ্ + আ]। ~নো ক্রি. কুপা বা কোপা অর্থে। ☐ বিণ. বি. উক্ত অর্থে।
যাই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of যাওয়া: যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)

1st person present imperative tense of যাওয়া:
যাওয়া – to go (verbal noun + ~ = to be able to)

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost. 1st person present imperative tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] v to go; to move (স্থানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accomplish an action (মরে যাওয়া); to be accomplished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to matter. নেমে যাওয়া v. to get down, to descend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ruined or destroyed or lost.
Samsad Bangla Abhidhan
যাই1 [ yāi1 ] অব্য. (সমু.) (আঞ্চ.) যেই, যেইমাত্র; যেহেতু (যাই তুমি এলে অমনি আলো নিভে গেল)। [সং. যদা]। যাই [ yāi ] 2 ক্রি. গমন করি (এবার তবে যাই)। [বাং. √ যাওয়া]। যাও অনু-ক্রি. গমন করো। 1st person present simple tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা। 1st person present imperative tense of যাওয়া: যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্থায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ~আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্থা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
Off by 5 letters:
অকাট definitions

Samsad Bangla Abhidhan
অকাট [ akāṭa ] দ্র আকাট
আকাট definitions

Samsad Bengali-English Dictionary
আকাট2 [ ākāṭa2 ] a downright, out-and-out, thorough, arrant (আকাট মূর্খ); foolish (আকাট লোক).
Samsad Bangla Abhidhan
অকাট [ akāṭa ] দ্র আকাট আকাট2 [ ākāṭa2 ] বিণ. নিরেট; সম্পূর্ণ; অত্যন্ত; নির্ভেজাল (আকাট মূর্খ)। ~মূর্খ বিণ. বি. মহামূর্খ।
ইট definitions

Bangla-Tangla Dictionary
ইট – brick
Samsad Bengali-English Dictionary
ইট [ iṭa ] n brick; (loos.) brickbat. ইট ছোড়া v. to throw bricks and brickbats. ইট মারা, ইটানো v. to pelt with bricks and brick bats, to throw stones at. ~খোলা n. a brick-field. ~পাটকেল n. bricks and brickbats. ~পাতন n. brick-laying. ইটের পাঁজা বা ভাটি a. brick-kiln. ইটটি মারলে পাটকেলটি খেতে হয় tit for tat, a tip for a tap.
Samsad Bangla Abhidhan
ইট [ iṭa ] বি. পাকা ইমারত তৈরির জন্য রোদে বা আগুনে পুড়িয়ে শক্ত করা মাটির আয়তাকার পিণ্ডবিশেষ, ইষ্টক। [প্রাকৃ. ইট্টা > সং. ইষ্টক]। ~খোলা বি. যে জায়গায় মাটি কেটে ছাঁচে ফেলা হয় ও সেই পিণ্ড আগুনে পুড়িয়ে শক্ত ইট তৈরি হয়। ~পাটকেল বি. পুরো বা টুকরো ইট, ইট বা তার টুকরো। ইটটি মারলে পাটকেলটি খেতে হয় কারও সঙ্গে দুর্ব্যবহার করলে বিনিময়ে দুর্ব্যবহার পেতেও হয়। ইটের পাঁজা পোড়াবার জন্য রাখা ইটের স্তূপ বা পোড়ানো ইটের স্তূপ।
কই definitions

Bangla-Tangla Dictionary
কই – where, why, expresses doubt or adds emphasis to a question

1st person present simple tense of কওয়া:
কওয়া – to speak

1st person present imperative tense of কওয়া:
কওয়া – to speak

Samsad Bengali-English Dictionary
কই1 [ ki1 ] adv where. ☐ int. denoting: disappointment, dejection, denial, amazement, cordiality etc. কই2 [ ki2 ] n the walking fish, the anabas.
Samsad Bangla Abhidhan
কই1 [ ki1 ] অব্য. 2 কোথায় (জিনিসটা কই?); 2 নৈরাশ্য, প্রত্যাশিত্যের অভাব, অস্বীকার, বিস্ময় ইত্যাদি বোঝাতে (কই আর গেলাম; কই, পাইনি তো; কই, দেখি)। [সং. ক্ব]। কই2 [ ki2 ] বি. পিঠে শক্ত কাঁটাযুক্ত এবং হাঁটতে পারে এমন কালো রঙের ছোট মাছবিশেষ, anabas. [সং. কবয়ী]। কই3 [ ki3 ] ক্রি. কহি -র কথ্যরূপ ('কইতে কথা বাধে': রবীন্দ্র)। ~য়ে বিণ. খুব কথা বলতে পারে এমন, বাক্পটু (বেশ কইয়ে লোক)। কইয়ে-বলিয়ে বিণ বাক্পটু ও চৌকস। [কহা দ্র]। কহিয়ে [ kahiẏē ] দ্র কই
কট definitions

Samsad Bengali-English Dictionary
কট1 [ kaṭa1 ] int denoting: the sound of cutting or biting a hard thing as a nut. ~কটানি n. croaking; painful throbbing or drumming; harsh reproaches. কট কট int. denoting: repeated sounds of cut ting or biting a hard thing; a croaking sound; repeated painful throbbing or drumming sound (কান কটকট); a harsh or blunt sound (কটকট করে বলা). কট কট করা v. to throb or drum painfully; to reproach harshly; (chiefly of frogs) to croak. ~কটে a. giving out the sound as of cutting or biting a hard thing; throbbing or drumming painfully; given to reproaching harshly; croaking; heart rending or blunt (কটকটে কথা); frowning or terror-striking (কটকটে চাহনি). ~মট int. expressing: anger, threat, frown (কটমট করে তাকানো). ~মটে a. angry, frowning, sinister, terror-striking. কট2 [ kaṭa2 ] a hypothecated, mortgaged; conditional, stipulated. ☐ n. a mortgage deed; a deed of conditional sale.
Samsad Bangla Abhidhan
কট1 [ kaṭa1 ] অব্য. শক্ত জিনিস কাটবার বা কামড়ে ভাঙবার শব্দবিশেষ। [সং. কট্ট]। কট-কট অব্য. কট করে কামড়ালে যেমন ব্যথা বোধ হয় সেইরকম (কান কটকট করা). কট-কটে বিণ. 1 কটকট শব্দকারী (কটকটে ব্যাঙ); 2 কঠোর, কর্কশ; 3 মর্মভেদী; 4 নীরস (কটকটে কথা)। কট-মট অব্য. ক্রোধের ভাব প্রকাশ (কটমট করে তাকানো)। কট-মটে বিণ. নীরস, কঠোর। কট2 [ kaṭa2 ] বিণ. বন্ধকী, নির্দিষ্ট শর্তযুক্ত (কট-কবালা)। ☐ বি. বন্ধকী তমসুক; কট-কবালা। [দেশি]।
কপাট definitions

Samsad Bengali-English Dictionary
কপাট [ kapāṭa ] n a door; a door-panel; a lid; a shutting or concealing device (মনের কপাট). কপাটক n. (anat.) a valve.
Samsad Bangla Abhidhan
কপাট [ kapāṭa ] বি. দরজার পাল্লা, কবাট; আবরণ (মনের কপাট খুলে দিয়েছি)। [সং. + ক √ পাটি = √ পট্ + ণিচ্ + অ]। ~ বি. হৃৎপিণ্ডের কোটর দুটির মধ্যস্থ দরজার মতো রক্তনিয়ামক আবরণ, valve (বি. প.)। ~সন্ধি বি. দরজা ও চৌকাঠের সংযোগস্থান।
কবাট definitions

Samsad Bangla Abhidhan
কবাট, কবাটি [ kabāṭa, kabāṭi ] যথাক্রমে কপাট ও কপাটি -র রূপভেদ।
কমাই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of কমানো: কমানো – to reduce something

1st person present imperative tense of কমানো:
কমানো – to reduce something

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of কমানো: কমানো [ kamānō ] v to shorten, to curtail, to reduce; to cause to decrease or abate or diminish, to abate, to diminish. ☐ n. act of shortening or cutting down, curtailment, reduction; act of decreasing or abating or diminishing. ☐ a. shortened, cut down., curtailed, reduced; decreased, abated; diminished. 1st person present imperative tense of কমানো: কমানো [ kamānō ] v to shorten, to curtail, to reduce; to cause to decrease or abate or diminish, to abate, to diminish. ☐ n. act of shortening or cutting down, curtailment, reduction; act of decreasing or abating or diminishing. ☐ a. shortened, cut down., curtailed, reduced; decreased, abated; diminished.
Samsad Bangla Abhidhan
1st person present simple tense of কমানো: কমা2 [ kamā2 ] ক্রি. হ্রাস পাওয়া, কমে যাওয়া (জ্বর কমেছে)। [বাং. √ কম্ + আ]। ~নো ক্রি. কমিয়ে দেওয়া, কম করা; খাটো করা। ☐ বিণ. হ্রস্বীকৃত। ☐ বি. হ্রস্বীকরণ। 1st person present imperative tense of কমানো: কমা2 [ kamā2 ] ক্রি. হ্রাস পাওয়া, কমে যাওয়া (জ্বর কমেছে)। [বাং. √ কম্ + আ]। ~নো ক্রি. কমিয়ে দেওয়া, কম করা; খাটো করা। ☐ বিণ. হ্রস্বীকৃত। ☐ বি. হ্রস্বীকরণ।
করাই definitions

Bangla-Tangla Dictionary
1st person present simple tense of করানো: করানো – to cause to make or do

1st person present imperative tense of করানো:
করানো – to cause to make or do

Samsad Bengali-English Dictionary
1st person present simple tense of করানো: করানো [ karānō ] v to cause to do or perform or accomplish or execute or build or make or earn or invent or devise or apply or shoot or be stricken with or move or visit or hire or rent or attend or manage or found or establish or cook or bake or roast or reduce to or render into or. translate or work out or lay or practise or accumulate or take. 1st person present imperative tense of করানো: করানো [ karānō ] v to cause to do or perform or accomplish or execute or build or make or earn or invent or devise or apply or shoot or be stricken with or move or visit or hire or rent or attend or manage or found or establish or cook or bake or roast or reduce to or render into or. translate or work out or lay or practise or accumulate or take.
Samsad Bangla Abhidhan
1st person present simple tense of করানো: করানো [ karānō ] ক্রি. অপরকে দিয়ে করিয়ে নেওয়া। ☐ বি. উক্ত অর্থে (মাঝে মাঝে গোরুকে স্নান করানো ভালো)। ☐ বিণ. করিয়ে নেওয়া হয়েছে এমন (করানো অঙ্ক আবার করে কী লাভ?)। [বাং. √ কর্ + আনো]। 1st person present imperative tense of করানো: করানো [ karānō ] ক্রি. অপরকে দিয়ে করিয়ে নেওয়া। ☐ বি. উক্ত অর্থে (মাঝে মাঝে গোরুকে স্নান করানো ভালো)। ☐ বিণ. করিয়ে নেওয়া হয়েছে এমন (করানো অঙ্ক আবার করে কী লাভ?)। [বাং. √ কর্ + আনো]।
করোট definitions

Samsad Bengali-English Dictionary
করোট, করোটি, করোটিকা, করোটী [ karōṭa, karōṭi, karōṭikā, karōṭī . ] n the skull, the cranium. করোটিক a. cranial.
Samsad Bangla Abhidhan
করোটি, করোটী, করোট [ karōṭi, karōṭī, karōṭa ] বি. মাথার খুলি। [সং. ক (মাথা) + √ রুট্ (রক্ষা করা) + অ + ই, ঈ]। করোটিক বিণ. 1 মাথার খুলিসংক্রান্ত; 2 খুলিতে বা করোটিতে স্থিত। করোটিকা বি. করোটি, cranium (বি. প.)।
কলাই definitions

Samsad Bengali-English Dictionary
কলাই1 [ kalāi1 ] n enamel; enamelling; tinning; plating. কলাই-করা a. enamelled; tinned; plated. কলাই করা v. to enamel; to tin; to plate. কলাইয়ের বাসনকোসন enamelware. কলাই চটে যাওয়া (of utensils) to lose one's enamel. কলাই2 [ kalāi2 ] n any of the varieties of leguminous seeds yielding pigeon-pea or pulses; bean. ~শুঁটি n. pea-legume.
Samsad Bangla Abhidhan
কলাই1, কড়াই [ kalāi1, kaṛāi ] বি. 1 মাষকলাই; 2 মটর, শুঁটিযুক্ত যাবতীয় শস্য। [সং. কলায়]। ~শুঁটি বি. মটরশুঁটি। কলাই2 [ kalāi2 ] বি. রাং ইত্যাদি ধাতুর প্রলেপ; ইনামেল, মিনা (কলাই-করা থালা)। [আ. ক'লা']।
কসাই definitions

Samsad Bengali-English Dictionary
কসাই [ kasāi ] n a butcher; (fig.) an extremely cruel or unfeeling or hard-hearted per son. ~খানা n. a slaughter-house, a butchery, a shambles; (fig.) a place of merciless oppression. ~গিরি n. the profession of a butcher; (fig.) extremely hard-hearted behaviour.
Samsad Bangla Abhidhan
কসাই [ kasāi ] বি. 1 পশুহননকারী মাংসবিক্রেতা, যে পশু হত্যা করে তার মাংস বিক্রয় করে; 2 (আল.) অতি নির্মম ব্যক্তি। [আ. কসাঈ]। ~খানা বি. পশুহত্যার স্থান; পশুর মাংসের দোকান। ~গিরি বি. কসাইয়ের ব্যাবসা; হৃদয়হীন আচরণ।
কহোই definitions

Samsad Bangla Abhidhan
কহ, কহো [ kaha, kahō ] ক্রি. (অনুজ্ঞায়) বলো, বর্ণনা করো ('কহো মোরে কে গো তুমি মাত': রবীন্দ্র)। [বাং. √ কহ্]। ~ ক্রি. বলে; ☐ অস-ক্রি বলতে। ~ ক্রি. (ব্রজ.) বল। ~ ক্রি. বলব। ~বি ক্রি. বল্বি।

Processing time: 0.73 s