কোটি definitions

Bangla-Tangla Dictionary
কোটি – 10000000, crore, ten million

definitive of কো:
কো [English] co-

Samsad Bengali-English Dictionary
কোটি [ kōṭi ] n ten million, a crore; the point or end of a sword or a bow or any similar object; a side, an edge; an end or extremity, a tip. ☐ a. ten million; innumerable, countless; (math.) ordinate. ~কল্প n. a crore of days of Brahma (ব্রহ্মা) which is equal to 432 years of man; eternity. কোটিপতি, কোটীশ্বর n. a billionaire, a multimillionaire; an extremely wealthy man. definitive of কো: কো2 [ kō2 ] pro who.
Samsad Bangla Abhidhan
কোটি [ kōṭi ] বি. 1 ক্রোর, এক লক্ষের শতগুণ বা 1 সংখ্যা; 2 খড়গ ধনুক প্রভৃতির প্রান্ত বা অগ্রভাগ; 3 তর্কের এক পক্ষ (ন্যায়ের কোটি); 4 শ্রেণি (উচ্চকোটির মানুষ); 5 উৎকর্ষ। ☐ বিণ. 1 1 সংখ্যক; 2 অসংখ্য (কোটি কোটি মানুষ); 3 (গণি.) ordinate (বি.প.)। [সং. √ কুট্ + ই]। ~কল্প বি. 1 ব্রহ্মার এক কোটি আহোরাত্র অর্থাৎ মানুষের 864, , বৎসর; 2 অনন্তকাল। ~পতি, কোটীশ্বর বি. অপরিমিত ধনের অধিকারী। definitive of কো: 4, কো [ ka4, kō ] (কাব্যে বা কথ্য) নিষেধাত্মক শব্দকে শ্রুতিমধুর, মিনতিপূর্ণ বা জোরালো করবার জন্য স্বার্থে ব্যবহৃত প্রত্যয়বিশেষ (যেয়ো নাকো, নেইকো)। definitive of কো: কো [ kō ] সর্ব. (ব্রজ.) কোন জন, কে ('তুয়া বিনে অধম কারণ কো দেয়ব': গো. দা.); কেউ। [সং. + কিম্]। ~. সর্ব. কেউ ('কোই বলে গোরা জানকীবল্লভ')।

Processing time: 1.19 s