Bangla-Tangla Dictionary
কোটা – to chop up (eg, vegetables)
definitive of কো:
কো
– [English] co-
Samsad Bengali-English Dictionary
কোটা1 [ kōṭā1 ] v to cut into pieces (as fish or vegetables), to dress; to grind, to pound; to husk or make flat by thrashing under a foot-driven molar (চাল কোটা, চিঁড়ে কোটা). ~নো v. to cause to cut into pieces, to cause to dress; to cause to grind or pound; to cause to husk.
কোটা2 [ kōṭā2 ] v to strike (against), to dash (against) (দেওয়ালে মাথা কোটা).
definitive of কো:
কো2 [ kō2 ] pro who.
Samsad Bangla Abhidhan
কুটা2, কোটা [ kuṭā2, kōṭā ] ক্রি. 1 কেটে খণ্ড খণ্ড বা কুটি কুটি করা (মাছ-তরকারি কোটা); 2 চূর্ণ করা, পেষা (মশলা কোটা, হলুদ কোটা); 3 ছেঁচা, ঠোকা, ক্রমাগত আঘাত করা (মাথা কোটা)। ☐ বিণ. টুকরো টুকরো করে কাটা হয়েছে এমন; পেষাই করা হয়েছে এমন; চুর্ণিত; ঢেঁকিতে পেষাই-করা। ☐ বি. কোটার কাজ। [সং. √ কুট্ (√ কুট্ট্) + বাং. আ]। কুটন, কোটন বি. কোটার কাজ। কুটানো, কোটানো ক্রি. অন্যের দ্বারা কোটার কাজ করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
কোটা1, কোটানো [ kōṭā1, kōṭānō ] যথাক্রমে কুটা ও কুটানো -র চলিত রূপ।
কোটা2 [ kōṭā2 ] বি. 1 মিহি বস্ত্রবিশেষ; 2 মিহি সুতোর তৈরি শাড়িবিশেষ (কোটা শাড়ি)। [বাং. কোষ্টা (পাট) < সং. কোষ্ট]।
definitive of কো:
ক4, কো [ ka4, kō ] (কাব্যে বা কথ্য) নিষেধাত্মক শব্দকে শ্রুতিমধুর, মিনতিপূর্ণ বা জোরালো করবার জন্য স্বার্থে ব্যবহৃত প্রত্যয়বিশেষ (যেয়ো নাকো, নেইকো)।
definitive of কো:
কো [ kō ] সর্ব. (ব্রজ.) কোন জন, কে ('তুয়া বিনে অধম কারণ কো দেয়ব': গো. দা.); কেউ। [সং. + কিম্]। ~. ই সর্ব. কেউ ('কোই বলে গোরা জানকীবল্লভ')।