Off by 1 letter:
ককা definitions

Samsad Bangla Abhidhan
ককা, ককানো [ kakā, kakānō ] ক্রি. 1 (প্রধানত পীড়িতের ও শিশুর) রুদ্ধস্বরে কাঁদা বা যন্ত্রণায় অস্ফুটভাবে কাঁদা; আর্তস্বরে কাঁদা; 2 অতিশয় অনুনয়বিনয় করা (কেঁদে ককিয়ে আদায় করল)। [সং. √ কক্ + বাং. আ, আনো]। ককানি বি. ককানোরণ কাজ বা শব্দ।
কোঁকা definitions

Samsad Bangla Abhidhan
কোঁকা, কোঁকানো [ kōn̐kā, kōn̐kānō ] ক্রি. 1 কোঁ-কোঁ করা, যন্ত্রণার অব্যক্ত কাঁদা; 2 কোঁথা। [ধ্বন্যা.]। কোঁকানি বি. যন্ত্রণায় অব্যক্ত কান্না; কোঁথানি।
কোক definitions

Bangla-Tangla Dictionary
3rd person ordinary present imperative tense of কওয়া: কওয়া – to speak
Samsad Bengali-English Dictionary
কোক [ kōka ] n coke.
Samsad Bangla Abhidhan
কোক [ kōka ] বি. গৃহস্থের ব্যবহারের উপযোগী করে পোড়ানো খনিজ কয়লা (কোকচুল্লি)। [ইং. coke]।
Off by 2 letters:
করকা definitions

Samsad Bengali-English Dictionary
করকা [ karakā ] n a grain of ice falling from the clouds, hailstone. ~পাত n. sleet, hail storm.
Samsad Bangla Abhidhan
করকা [ karakā ] বি. (মেঘজাত) শিলা, বৃষ্টির সঙ্গে পতিত শিলা। [সং. (1) √ কৃ + অক + আ; (2) কর + কন্ + আ]। ~পাত বি. শিলাবৃষ্টি।
কলকা definitions

Samsad Bengali-English Dictionary
কলকা [ kalakā ] n leafy decoration; decorative embroidery in the borders of a sari, shawl etc. ~দার a. decorated with leafy designs; embroidered. ~পাড়, ~পেড়ে a. having an embroidered border.
Samsad Bangla Abhidhan
কলকা [ kalakā ] (উচ্চা. কল্কা) বি. বস্ত্রাদিতে মোরগফুলের মতো বা পাতার মতো নকশাবিশেষ। (কলকা পাড়ের শাড়ি)। [হি. কলগা; তু. তুর. কলগী]। ~দার বিণ. কলকাযুক্ত। ~পেড়ে বিণ. কলকাদার পাড়যুক্ত।
কাকা definitions

Bangla-Tangla Dictionary
কাকা – father's younger brother
Samsad Bengali-English Dictionary
কা-কা [ kā-kā ] n. & int caw. কা-কা করা v. to caw. কাকা [ kākā ] n younger brother of one's father, an uncle. fem. কাকি the wife of an uncle, an aunt. ~সংক্রান্ত, ~বিষয়ক a. avuncular; of an uncle.
Samsad Bangla Abhidhan
কা-কা1 [ kā-kā1 ] অব্য. বি. কাকের ডাক। কাকা2 [ kākā2 ] বি. পিতার ছোট ভাই, পিতৃব্য, খুড়ো; পিতার ছোট ভাইয়ের তুল্য ব্যক্তি। [ফা. কাকা (বড় ভাই) বাংলায় অর্থান্তরিত]। স্ত্রী. কাকি, (বর্জি.) কাকী
কেকা definitions

Samsad Bengali-English Dictionary
কেকা [ kēkā ] n a peacock's call. কেকী n. the pea cock.
Samsad Bangla Abhidhan
কেকা [ kēkā ] বি. ময়ূরের ডাক। [সং. কে √ কৈ + অ + আ]। কেকী (-কিন্) বি. কেকারবকারী অর্থাৎ ময়ূর।
কো definitions

Bangla-Tangla Dictionary
কো [English] co-
Samsad Bengali-English Dictionary
কো2 [ kō2 ] pro who.
Samsad Bangla Abhidhan
4, কো [ ka4, kō ] (কাব্যে বা কথ্য) নিষেধাত্মক শব্দকে শ্রুতিমধুর, মিনতিপূর্ণ বা জোরালো করবার জন্য স্বার্থে ব্যবহৃত প্রত্যয়বিশেষ (যেয়ো নাকো, নেইকো)। কো [ kō ] সর্ব. (ব্রজ.) কোন জন, কে ('তুয়া বিনে অধম কারণ কো দেয়ব': গো. দা.); কেউ। [সং. + কিম্]। ~. সর্ব. কেউ ('কোই বলে গোরা জানকীবল্লভ')।
কোঁক definitions

Samsad Bengali-English Dictionary
কোঁক [ kōn̐ka ] n the abdomen, the belly; one of the sides of the belly; the womb.
Samsad Bangla Abhidhan
কোঁক [ kōn̐ka ] বি. 1 উদর; 2 উদরের পার্শ্বদেশ; 3 গর্ভ।[সং. কুক্ষি]।
কোঁকড়া definitions

Samsad Bengali-English Dictionary
কোঁকড়া [ kōn̐kaṛā ] a curled, curling, curly, wavy.
Samsad Bangla Abhidhan
কোঁকড়া1 [ kōn̐kaṛā1 ] বিণ. কুঞ্চিত, কোঁচকানো। [সং. কুঞ্চিত]। কোঁকড়া2, কোঁকড়ানো [ kōn̐kaṛā2, kōn̐kaṛānō ] যথাক্রমে কুঁকড়া 2 ও কুঁকড়ানো -র চলিত রূপ।
কোঁচকা definitions

Samsad Bangla Abhidhan
কোঁচকা, কোঁচকানো [ kōn̐cakā, kōn̐cakānō ] যথাক্রমে কুঁচকাকুঁচকানো -র চলিত রূপ।
কোঁতকা definitions

Samsad Bengali-English Dictionary
কোঁতকা [ kōn̐takā ] n a cudgel, a club.
Samsad Bangla Abhidhan
কোঁতকা, (বর্জি.) কোৎকা [ kōn̐takā, (barji.) kōtkā ] বি. মোটা লাঠি বা মুষল। কোঁতকা মারা ক্রি. বি. লাঠি কনুই ইত্যাদি দিয়ে গুঁতো বা গোত্তা দেওয়া (ভিড়ের মধ্যে লোকটা কনুই দিয়ে আমাকে এমন কোঁতকা মারল)। [তুর. কুৎকা]।
কোকিলা definitions

Samsad Bengali-English Dictionary
কোকিল [ kōkila ] n the cuckoo. fem. কোকিলা । কণ্ঠ a. as sweet-voiced as the cuckoo. fem. ~কণ্ঠী । কোকিলাসন n. a sitting posture according to the yoga (যোগ) system. কোকিলেক্ষু n. a reddish variety of sugar cane.
Samsad Bangla Abhidhan
কোকিল [ kōkila ] বি. কোয়েলজাতীয় সুকণ্ঠ পাখিবিশেষ, পিক। [সং. √ কুক্ (গ্রহণ করা) + ইল]। বি. (স্ত্রী.) কোকিলা। ~কণ্ঠ বিণ. কোকিলের মতো মধুর কণ্ঠবিশিষ্ট। স্ত্রী. ~কণ্ঠীকোকিলাসন বি. তান্ত্রিক যোগাসনবিশেষ। কোকিলেক্ষু বি. কালো রঙের বা 'কাজলা' আখ।
কোকো definitions

Samsad Bengali-English Dictionary
কোকো [ kōkō ] n cocoa.
কোঙা definitions

Samsad Bangla Abhidhan
কোঙা [ kōṅā ] বিণ. 1 কুব্জ, কুঁজো, পিঠ-বাঁকা; 2 সামনের দিকে ঝুঁকে পড়েছে এমন। [হি. কুঁআ]।
কোটা definitions

Bangla-Tangla Dictionary
কোটা – to chop up (eg, vegetables)
Samsad Bengali-English Dictionary
কোটা1 [ kōṭā1 ] v to cut into pieces (as fish or vegetables), to dress; to grind, to pound; to husk or make flat by thrashing under a foot-driven molar (চাল কোটা, চিঁড়ে কোটা). ~নো v. to cause to cut into pieces, to cause to dress; to cause to grind or pound; to cause to husk. কোটা2 [ kōṭā2 ] v to strike (against), to dash (against) (দেওয়ালে মাথা কোটা).
Samsad Bangla Abhidhan
কুটা2, কোটা [ kuṭā2, kōṭā ] ক্রি. 1 কেটে খণ্ড খণ্ড বা কুটি কুটি করা (মাছ-তরকারি কোটা); 2 চূর্ণ করা, পেষা (মশলা কোটা, হলুদ কোটা); 3 ছেঁচা, ঠোকা, ক্রমাগত আঘাত করা (মাথা কোটা)। ☐ বিণ. টুকরো টুকরো করে কাটা হয়েছে এমন; পেষাই করা হয়েছে এমন; চুর্ণিত; ঢেঁকিতে পেষাই-করা। ☐ বি. কোটার কাজ। [সং. √ কুট্ (√ কুট্ট্) + বাং. আ]। কুটন, কোটন বি. কোটার কাজ। কুটানো, কোটানো ক্রি. অন্যের দ্বারা কোটার কাজ করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। কোটা1, কোটানো [ kōṭā1, kōṭānō ] যথাক্রমে কুটা ও কুটানো -র চলিত রূপ। কোটা2 [ kōṭā2 ] বি. 1 মিহি বস্ত্রবিশেষ; 2 মিহি সুতোর তৈরি শাড়িবিশেষ (কোটা শাড়ি)। [বাং. কোষ্টা (পাট) < সং. কোষ্ট]।
কোঠা definitions

Bangla-Tangla Dictionary
কোঠা – room, space, slot
Samsad Bengali-English Dictionary
কোঠা [ kōṭhā ] n a room; a brick-built room (also কোঠাঘর); a brick-built house, a building (also কোঠাবাড়ি); a stage (জীবনের শেষ কোঠা), a column or space (জমার কোঠা).
Samsad Bangla Abhidhan
কোঠা [ kōṭhā ] বি. 1 প্রকোষ্ঠ, ঘর; 2 পাকা বাড়ি, অট্টালিকা (দালানকোঠা) ; 3 শ্রেণি (তাঁকে মধ্যবিত্তের কোঠায় ফেলা যায় না); 4 স্তর, অবস্থা (জীবনের শেষ কোঠায় এসে)। [সং. কোষ্ঠ]।
কোণা definitions

Samsad Bangla Abhidhan
কোণা, কোণাকুণি, কোণাচ [ kōṇā, kōṇākuṇi, kōṇāca ] যথাক্রমে কোনা, কোনাকুনি ও কোনাচ -এর বর্জি. বানান।
কোথা definitions

Bangla-Tangla Dictionary
কোথা – where
Samsad Bengali-English Dictionary
কোথা [ kōthā ] adv. & n where. ~ adv. at or in any place, anywhere. কোথাও কোথাও at or in some places. ~কার a. of or from which or what place; (in contempt.) of or from an unknown or contemptible place. ~ adv. & n. where. কোথা থেকে from where, whence, wherefrom.
Samsad Bangla Abhidhan
কোথা [ kōthā ] বি. অব্য. কোনো স্থান (কোথা থেকে)। ☐ ক্রি-বিণ. অব্য. কোন স্থানে, কোথায় (কোথা আছে সে?)। [সং. কুত্র]। ~ ক্রি-বিণ. 1 কোনো স্থানে (কোথাও নেই); 2 কোনো কোনো স্থানে ('কোথাও বা কাশবন ফুলে ফুলে সাদা': রবীন্দ্র)। ~কার বিণ. 1 কোন স্থানের (কোথাকার জিনিস?); 2 অস্থানের (কোথাকার কে); 3 (র্ভৎসনায়) অস্থানের কুস্থানের (বদ ছেলে কোথাকার)। ~ অব্য. ক্রি-বিণ. কোন স্থানে।
কোনা definitions

Samsad Bengali-English Dictionary
কোনা [ kōnā ] n a corner; a bay; the narrow in side of a room; a nook. ~কুনি, ~কোনি adv. diagonally; slantwise, athwart. ☐ a. diagonal; slantwise; athwart. ~চে a. aslant; awry.
Samsad Bangla Abhidhan
কোণা, কোণাকুণি, কোণাচ [ kōṇā, kōṇākuṇi, kōṇāca ] যথাক্রমে কোনা, কোনাকুনি ও কোনাচ -এর বর্জি. বানান। কোনা [ kōnā ] বি. কোণ, প্রান্ত (ঘরের এক কোনায় পড়ে আছে)। ☐ বিণ. কোণযুক্ত (চারকোনা)। [সং. কোণ + বাং. আ]। কোনা-কুনি, কোনা-কোনি ক্রি-বিণ. এক কোণ থেকে বিপরীত কোণ পর্যন্ত (কোনাকুনি ছুটতে লাগল)। ☐ বিণ. ওইভাবে বিস্তৃত (কোনাকুনি রাস্তা)।

Processing time: 1.65 s