কুচ definitions

Bangla-Tangla Dictionary
কুচ – snip
Samsad Bengali-English Dictionary
কুচ1 [ kuca1 ] n either of the mammary glands in a woman, (either of) a woman's breasts. কুচ2 [ kuca2 ] n military march. ~কাওয়াজ n. military parade.
Samsad Bangla Abhidhan
কুচ1 [ kuca1 ] বি. স্ত্রীলোকের স্তন। [সং.√ কুচ্ + অ]। ~তট বি. স্তন। কুচ2 [ kuca2 ] বি. সৈন্যদের যুদ্ধযাত্রা বা দলবদ্ধভাবে একস্থান থেকে অন্যস্থানে যাওয়া। [ফা. কূচ্-তু. তুর. কুচ্]। ~কাওয়াজ বি. সৈন্যদের সমবেত ব্যায়াম ও রণশিক্ষা, military parade. [ফা. কূচ্ + আ. কাওয়াঈদ্]। কুচ3, কুচ্ [ kuca3, kuc ] অব্য. তীক্ষ্ণ অস্ত্রের এক কোপে নরম জিনিস কেটে ফেলার বা নরম জিনিসের মধ্যে তীক্ষ্ণ কিছু বিঁধে বা ফুটিয়ে দেবার শব্দ। ~কুচ1 অব্য. ক্রমাগত কুচ করে কাটার শব্দ। কুচ করে ক্রি-বিণ. 'কুচ' এই শব্দসহযোগে।

Processing time: 0.46 s