কুকুরটাকেও definitions

Bangla-Tangla Dictionary
conjunctive of objective of definitive of কুকুর: কুকুর – dog
Samsad Bengali-English Dictionary
conjunctive of objective of definitive of কুকুর: কুকুর [ kukura ] n the dog. fem. কুকুরী the bitch. ~কুণ্ডলী n. the manner of lying down in a coil as a dog. ~কুণ্ডলী হওয়া v. to crouch or lie like a dog. ~ছানা n. the puppy (of a dog), the pup. কুকুরে-গোঁ n. doggedness. কুকুরে-দাঁত n. the canine tooth (of a human being). কুকুরের ঘর বা বাসা a. kennel. যেমন কুকুর তেমনি মুগুর (fig.) the right whip for the right dog, condign punishment.
Samsad Bangla Abhidhan
conjunctive of objective of definitive of কুকুর: কুকুর [ kukura ] বি. শ্বদন্তবিশিষ্ট. ছুঁচলো মুখবিশিষ্ট বন্য বা গৃহপালিত চতুষ্পদ জন্তুবিশেষ, সারমেয়, কুত্তা। [সং. কুক্কুর]। বি. (স্ত্রী.) কুকুরী। ~কুণ্ডলী বি. কুকুরের মতো কুঁকড়ে শয়ন করার প্রণালী। ~ছড়ি বি. কুকুড়ের লেজের মতো ফুলবিশিষ্ট একরকম ছোট গাছ। কুকুরে-দাঁত বি. শ্বদন্ত, কুকুরজাতীয় মাংসাশী প্রাণীর চোয়ালের দুপাশের ছুঁচলো দাঁত। যেমন কুকুর তেমনি মুগুর (প্র.) দুষ্টের উপযুক্ত শাসক, দুষ্ট লোকের উপযুক্ত শাস্তি। মাথার ঘায়ে কুকুর পাগল (প্র.) অত্যন্ত অসুবিধাজনক ও অস্বস্তিকর ঝামেলায় ব্যতিব্যস্ত অবস্থা।

Processing time: 0.41 s