Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
কুকুর definitions
Bangla-Tangla Dictionary
কুকুর – dog
Samsad Bengali-English Dictionary
কুকুর [ kukura ] n the dog. fem. কুকুরী the bitch. ~কুণ্ডলীn. the manner of lying down in a coil as a dog. ~কুণ্ডলী হওয়াv. to crouch or lie like a dog. ~ছানাn. the puppy (of a dog), the pup. কুকুরে-গোঁn. doggedness. কুকুরে-দাঁতn. the canine tooth (of a human being). কুকুরের ঘর বা বাসাa. kennel. যেমন কুকুর তেমনি মুগুর (fig.) the right whip for the right dog, condign punishment.
Samsad Bangla Abhidhan
কুকুর [ kukura ] বি. শ্বদন্তবিশিষ্ট. ছুঁচলো মুখবিশিষ্ট বন্য বা গৃহপালিত চতুষ্পদ জন্তুবিশেষ, সারমেয়, কুত্তা। [সং. কুক্কুর]। বি. (স্ত্রী.) কুকুরী। ~কুণ্ডলী বি. কুকুরের মতো কুঁকড়ে শয়ন করার প্রণালী। ~ছড়ি বি. কুকুড়ের লেজের মতো ফুলবিশিষ্ট একরকম ছোট গাছ। কুকুরে-দাঁত বি. শ্বদন্ত, কুকুরজাতীয় মাংসাশী প্রাণীর চোয়ালের দুপাশের ছুঁচলো দাঁত। যেমন কুকুর তেমনি মুগুর (প্র.) দুষ্টের উপযুক্ত শাসক, দুষ্ট লোকের উপযুক্ত শাস্তি। মাথার ঘায়ে কুকুর পাগল (প্র.) অত্যন্ত অসুবিধাজনক ও অস্বস্তিকর ঝামেলায় ব্যতিব্যস্ত অবস্থা।