কুঁড়ে definitions

Bangla-Tangla Dictionary
কুঁড়ে – hut
Samsad Bengali-English Dictionary
কুঁড়ে1 [ kun̐ṛē1 ] n a (usu. small) thatched hut; a poorly made hut, a hovel, a shanty. কুঁড়ে2 [ kun̐ṛē2 ] a idle, lazy, slothful. ~মি n. idleness, laziness, sloth.
Samsad Bangla Abhidhan
কুঁড়ে1, (বর্জি.) কুঁড়িয়া1 [ kun̐ṛē1, (barji.) kun̐ṛiẏā1 ] বি. ঘাসপাতা ইত্যাদিতে ছাওয়া গরিবের ছোট কাঁচা ঘর। [সং. কুটির]। কুঁড়ে3 [ kun̐ṛē3 ] বিণ. অলস। [দেশি]। ~মি বি. অলসতা, আলসেমি। কুড়ে, কুড়ো, কুণী, কুণো [ kuṛē, kuṛō, kuṇī, kuṇō ] যথাক্রমে কুঁড়ে, কুঁড়ো, কুনি ও কুনো -র রূপভেদ। locative of কুঁড়: কুঁড় [ kun̐ṛa ] বি. 1 স্তূপ, গাদা (পাঁশকুঁড়); 2 বড় গর্ত, কুণ্ড। [সং. কুণ্ড]। locative of কুঁড়: কুড়1 [ kuṛa1 ] বি. 1 রাশি, স্তূপ (পাঁশকুড়, ছাইয়ের কুড়)। [সং. কুল]; 2 আবর্জনা; 3 আবর্জনা ফেলার স্থান (আঁস্তাকুড়)। [সং. কুণ্ড]। কুঁড় দ্র।

Processing time: 0.39 s