Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
Off by 1 letter:
কম definitions
Bangla-Tangla Dictionary
কম – a small amount, less2nd person ordinary present simple tense of কমা:কমা – to reduce
Samsad Bengali-English Dictionary
কম1 [ kama1 ] a lovely, graceful; pleasant; charming; desirable.কম2 [ kama2 ] a deficient, short; less; small (in amount or degree); a few, not many; a little, not much; inadequate; inefficient, inexpert, inferior (লাঠিবাজিতেও কম নয়). কম করাv. to lessen, to curtail, to reduce, to decrease, to abate. কম পড়াv. to fall short (of); to run short (of); to be inadequate; to decrease. ~জোরa. weak; weakened. ~জোরিa. weak. ☐ n. weakness. ~তিn. deficiency, shortage; smallness; fewness; inadequacy; inefficiency, inferiority. ☐ a. inefficient, in expert, inferior (সে কমতি কীসে ?). ~পোক্তa. not very strong, somewhat frail or weak. ~বেশিa. & adv. more or less. ~সমa. not many or much; restrained; moderate. ~পক্ষে, কমসে কমadv. at least.2nd person ordinary present simple tense of কমা:কমা2 [ kamā2 ] v to fall short; to decrease; to abate; to grow less; to diminish; to fall, to come down (দাম কমেছে).
Samsad Bangla Abhidhan
কম1 [ kama1 ] (উচ্চা. কমো) বিণ. মনোহর, কমনীয়; বাঞ্ছনীয় (কম কলেবর)। [সং. √ কম্ + অ]।কম2 [ kama2 ] (উচ্চা. কম্) বিণ. 1 অল্প (ওজনে কম, কম খাওয়া); 2 ন্যূন (বেতন এক হাজারের কম); 3 পশ্চাৎপদ, হীন, অক্ষম (চালাকিতে সেই বা কম কীসে?)। [ফা. কম্]। কম করা ক্রি. বি. কমানো, হ্রাস করা (ভাই, দামটা একটু কম করো)। কম করে অব্য. অন্তত, কমপক্ষে। ~জোর বিণ. দুর্বল (অসুখে ভুগে কমজোর হয়ে পড়েছ)। ~জোরি বি. দুর্বলতা। ~তি বি. কমের বাব, কমের অবস্থা; হ্রাস, অল্পতা (শরীরে দুর্বল হলেও তার কথার কিছু কমতি নেই)। ~পোক্ত বিণ. 1 তেমন মজবুত বা পোক্ত নয় এমন, কমজোরি; 2 বিচলিত। ~বেশি অব্য. অল্পাধিক। ☐ বি. কম বা বেশি; পার্থক্য (এতটুকু কমবেশি হওয়ার উপায় নেই)। ~সম বিণ. অল্পের উপর, একটু-আধটু (কমসম ঝাল দিয়ে রান্না)। কমসে কম অব্য. ক্রি-বিণ. অন্ততপক্ষে, খুব কম করেও। কম হওয়া ক্রি. অল্প হওয়া, কমে যাওয়া (ভাতে কম হবে?)।কমতি [ kamati ] দ্র কম2।2nd person ordinary present simple tense of কমা:কমা2 [ kamā2 ] ক্রি. হ্রাস পাওয়া, কমে যাওয়া (জ্বর কমেছে)। [বাং. √ কম্ + আ]। ~নো ক্রি. কমিয়ে দেওয়া, কম করা; খাটো করা। ☐ বিণ. হ্রস্বীকৃত। ☐ বি. হ্রস্বীকরণ।
করিম definitions
Bangla-Tangla Dictionary
করিম – Karim [name]
কি definitions
Bangla-Tangla Dictionary
কি – 1. or 2. what
Samsad Bengali-English Dictionary
কি [ ki ] con. interro (used as an auxiliary interrogative word. (তুমি কি যাবে ? = will you go ?); whether (কি বালক কি বৃদ্ধ).
Samsad Bangla Abhidhan
কি [ ki ] অব্য. 1 সংশয়াত্মক প্রশ্নসূচক শব্দ (সেও কি আসবে? তুমি কি সেখানে যাবে?); 2 কিংবা, অথবা (কি বালক কি বৃদ্ধ)। [সং. কিম্]।
ওকি [ ōki ] অব্য. প্রশ্ন বিস্ময় ভয় ইত্যাদি সূচক ধ্বনি। [বাং. ও2 + কি (কী)]।ও কী [ ō kī ] সর্ব. বিণ. ও কেমন (ও কী কথা?) [ওকি দ্র]।
ক definitions
Bangla-Tangla Dictionary
ক – how many, a few [derivation: abbreviation of কয়]2nd person intimate present imperative tense of কওয়া:কওয়া – to speak
Samsad Bengali-English Dictionary
ক3 [ ka3 ] sfx added to না, নাই, নি etc. to make them sound sweet.
Samsad Bangla Abhidhan
ক1 [ ka1 ] বাংলা বর্ণমালার প্রথম ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ অল্পপ্রাণ কণ্ঠ্য ক্-ধ্বনির দ্যোতক বর্ণ। ক অক্ষর গোমাংস অক্ষরপরিচয়ও নেই এমন অবস্থা, আকাট মূর্খ। ক খ না জানা (আল.) কোনো বিষয়ের প্রাথমিক তথ্যও না জানা (আরে সে তো সংগীতের ক খ-ও জানে না).ক2 [ ka2 ] ক্রি. (তুচ্ছার্থে) কহ, বল। [বাং. √ কহ্]।ক3 [ ka3 ] বিণ. কয়, কত (ক-রকম, কখানি)। [বাং. কয়]।ক4, কো [ ka4, kō ] (কাব্যে বা কথ্য) নিষেধাত্মক শব্দকে শ্রুতিমধুর, মিনতিপূর্ণ বা জোরালো করবার জন্য স্বার্থে ব্যবহৃত প্রত্যয়বিশেষ (যেয়ো নাকো, নেইকো)।
কচি definitions
Bangla-Tangla Dictionary
কচি – young, fresh, tender (esp. fruit and veggies)
Samsad Bengali-English Dictionary
কচি [ kaci ] a (of fruits etc.) fresh and soft; green; (of children, plants etc.) very young and delicate; (of youth etc.) new and tender. কচি আম a green mango the pulp of which has not yet developed.
কটি2 [ kaṭi2 ] n the waist; the loin; the hip. ~তট, ~দেশ same as কটি । ~ত্র, ~বন্ধn. a waistband, a belt, a girdle. ~ভূষণn. an ornament worn as a girdle by women. ~শূল, ~বাতn. lumbago; sciatica.
কদম1 [ kadama1 ] n coll. var. of কদম্ব ।কদম2 [ kadama2 ] n a foot; a leg; a step; (of horses) trot. কদমে চলাv. to trot.
Samsad Bangla Abhidhan
কদম1 [ kadama1 ] বি. 1 পা, চরণ; 2 পদক্ষেপ; 3 ঘোড়ার গতিভঙ্গি। [আ. কদ্ম্]।কদম2 [ kadama2 ] বি. কদম্ব, হলুদ রঙের সুগন্ধ ফুল বা তার গাছ। [সং. কদম্ব]। কদমা বি. (কদম ফুলের মতো আকারবিশিষ্ট) চিনির তৈরি সাদা মিঠাইবিশেষ। জোর কদম বি. দ্রুত পায়ে চলা; দ্রুত গতি।
কপি definitions
Samsad Bengali-English Dictionary
কপি1 [ kapi1 ] n the monkey.কপি2 [ kapi2 ] n cabbage or cauliflower. ওলকপিn. kohlrabi. ফুলকপিn. cauliflower. বাঁধাকপিn. cabbage.কপি3 [ kapi3 ] n matter for printing; a transcript; a copy. কপি করাv. to transcribe, to make a duplicate of; (by a student) to look on a fellow-student's work and filch the result; to copy unfairly from a fellow-student's answer-script in the examination hall; to copy; to duplicate. কপি-করা a. copied.
Samsad Bangla Abhidhan
কপি1 [ kapi1 ] বি. বানর, বাঁদর। [সং. √ কপ্ + ই]। ~কেতন, ~ধ্বজ বি. 1 অর্জুন (কপি বা হনুমান কেতন বা ধ্বজা অর্থাৎ পতাকা যাঁর); 2 অর্জুনের রথ।কপি2 [ kapi2 ] বি. 1 রচনাদির নকল বা প্রতিলিপি (এত বড় একটা উপন্যাস কপি করা কি সহজ কাজ?); 2 ছাপাখানায় যে পাণ্ডুলিপি দেখে মুদ্রণ করা হয় (প্রেসের লোকেরা কপি হারিয়ে ফেলেছে)। [ইং. copy]। কপি করা ক্রি. বি. 1 নকল করা, প্রতিলিপি প্রস্তুত করা; 2 পরীক্ষার সময় অসদুপায়ে অন্যের খাতা বা কাগজ দেখে লেখা; টুকলি করা (ও তো কপি করে পরীক্ষায় পাশ করেছে)। ~রাইট বি. বই বা কোনো মুদ্রিত রচনার স্বত্ব, গ্রন্থস্বত্ব। [ইং. copyright]।কপি3 [ kapi3 ] বি. ব্যঞ্জন রেঁধে খাওয়ার উপযুক্ত সবজিবিশেষ। [পো. couve তু. হি. গোবি]। ওল-কপি বি. শালগম জাতীয় আনাজবিশেষ। ফুল-কপি বি. চার দিকে বড় পাতায় ঘেরা পুষ্পাকার কপি। বাঁধা কপি বি. কেবল বড় বড় পাতা পরপর সাজানো থাকে যে কপিতে।কপিকেতন [ kapikētana ] দ্র কপি1।কপিধ্বজ [ kapidhbaja ] দ্র কপি1।
কবি [ kabi ] n a poet; a scholar; a philosopher; a kind of song-tournament, this song (cp. strophe and antistrophe), its composer or singer. ~ওয়ালাn. a composer of songs for a song-tournament; a singer of these songs; the leader of a party competing in a song-tournament. ~কল্পনাn. a visionary thing; fanciful imagination; a baseless and unreal conception; (rare) poetic imagination. ~কল্পিতa. visionary; fanciful; baseless and unreal; imagined or invented by a poet. ~গানn. a kind of song-tournament or duel; a song for this tournament. ~গুরুn. the first poet; the chief of poets. ~জনোচিতa. befitting a poet, poetical. কবির লড়াই a kind of song-tournament; a contest of poets. কবিতাn. a poem; a verse; a couplet; poetry. কবিত্বn. poetical imagination or talent, poetry; poetic quality. কবিত্বপূর্ণ, কবিত্বময়a. full of poetry; full of poetic quality; endowed with a talent for composing poems. কবিত্ব শক্তিn. poetical talent or genius. ~প্রসিদ্ধিn. any imaginative description of nature originally made by a poet and afterwards repeated by other poets, a poetical convention. ~বরn. a great poet, a master poet. কবি সম্মেলনn. an assembly or conference of poets. কবীশn. the chief among poets.
Samsad Bangla Abhidhan
কবি [ kabi ] বি. 1 কবিতারচয়িতা; 2 পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; 3 যার কল্পনাশক্তি প্রবল; 4 একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং. √ কব্ + ই]। ~ওয়ালা বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। ~কঙ্কণ বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। ~কল্পনা বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। ~গান বি. সভায় উপস্থিতমতো মুখে মুখে রচিত ও তৎক্ষণাৎ সুরারোপিত গানবিশেষ। ~প্রসিদ্ধি বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। ~বর বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা।