কিনারা definitions

Bangla-Tangla Dictionary
কিনারা – edge

plural definitive of কিনা:
কিনা – or not?

Samsad Bengali-English Dictionary
কিনারা [ kinārā ] n border; edge (চোখের কিনারা); a bank or shore; outskirts (গ্রামের কিনারা, শহরের কিনারা, বাড়ির কিনারা); arrangements; remedy, measure, redress, removal, reparation (দুঃখের কিনারা, বিপদের কিনারা); solution (সমস্যার কিনারা); trace (হারানো টাকার কিনারা); solution or discovery or detection by investigation (চুরির কিনারা); decision, settlement (মোকদ্দমার কিনারা). কিনারা করা v. to arrange for; to make arrangements for the provision of; to remedy, to redress, to remove, to repair; to solve; to trace; to solve or discover or detect by investigation; to decide; to settle. নদীর কিনারা riverside, river-bank. পথের কিনারা road side. মনের কিনারা depth of one's mind. সমুদ্রের কিনারা seaside, sea shore, coast. plural definitive of কিনা: কিনা2, কি না [ kinā2, kinā ] adv whether or not, if (সে যাবে কি না ঠিক নেই); a meaningless word, used to emphasize or sweeten one's speech (বুঝলে কিনা).
Samsad Bangla Abhidhan
কিনারা [ kinārā ] বি. 1 তীর, কূল (নদীর কিনারা); 2 সীমা, প্রান্ত, পার্শ্ব (পথের কিনারা); 3 উপায়, বন্দোবস্ত (সমস্যার কিনারা করা); 4 প্রতিকার (বিপদের কিনারা); 5 সত্য উদ্ঘাটন (চুরির কিনারা করা); 6 উদ্ধার, অনুসন্ধান, খোঁজ (হারানো টাকার কিনারা করা); 7 নিষ্পত্তি, মীমাংসা, সমাধান (মামলার কিনারা করা)। [ফা. কিনারা]। plural definitive of কিনা: কিনা1 [ kinā1 ] অব্য. যেহেতু (যাবে কিনা, তাই গাড়ি ডেকেছে) [কি না দ্র]। plural definitive of কিনা: কেনাবেচা [ kēnābēcā ] দ্র কিনা2

Processing time: 0.4 s